নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গানের কোকিল যেমন আমাকেও সেরকম ভাবতে পারেন তবে দুইটা পার্থক্য আছে কোকিলের সাথে,১।কোকিল এর গান সুমিষ্ট আর আমার গান সায়ানাইড এর মত বিষাক্ত২।কোকিল শুধু বছরে নির্দিষ্ট একটা সময় গান করে, আর আমি সারা বছর করি।আশা করি এই অধৈর্য প্রাণীটি সম্বন্ধে জানতে পেড়েছেন

কালের বলয়

যারা যা জানে এবং অপরকে জানাতে চায়,সমাজের সকল অসংগতিকে তুলে ধরতে চায়, আমি তোদের ই একজন,বয়স খুব বেশী না হলেও নজরুলের যৌবনের গান নিয়ে এখনি ভাবি যেন ঐ বয়সে ঠিক ঐরকম করে বাচতে পারি।

কালের বলয় › বিস্তারিত পোস্টঃ

ভাসিটিতে চান্স পাইলেই তাকে মেধাবী বলা যায়না।

২৫ শে জুলাই, ২০১৯ রাত ১২:৫০

গ্রামের অজো পাড়াগা থেকে উঠে আসা কিংবা দূর কোন প্রান্তীয় অঞ্চল থেকে আসা যে ছেলেটি আদৌ জানতোনা পাবলিক ভার্সিটি কি জিনিস? কখনো কোচিং ব্যাবসায়ীদের লিফলেট থেকে শুনে শুনে পরীক্ষা দিয়ে খোদার কৃপায় এস ভর্তি হয়েছে। এইসব ছেলেরাই আবার এমন ভাব নেয় যে, যে ছেলেটি ছোট্ট বেলা থেকে স্বপ্ন দেখে বড় হয়েছে আর এই চিন্তায় জীবনের লক্ষ ঠিক করে পি এসসি, জে এস সি, এসএসসি ও এইচ এস সি তে গোল্ডেন এ+ থেকে শুরু করে নানান ধরনের ফলাফল নিয়ে ভার্সিটিতে পা রেখেছে তাকে সে এমন ভাব দেখায় মনে হয় সেও যদি জানতো তাহলে সে এমন ঢল করত যে তাকে এদশের সের্বোচ্চ সম্মাননা দিয়ে ভার্সিটির ভিসি মহোদয় কে তারে জন্য তার বাসার সামনে লাইনে দাড়াতে হত। যাই হোস সেই সকল অদম্য মেধাবীদের বাস্তবতা আবার এমন হয় যে,
******************************কমন বেসিন বা ওয়াশরমের বেসিন ব্যবহার না করে কিচেনের সিংকে গিয়ে দাত ব্রাশের ময়লা কুলি করে ফেলছে। এর জবাবে সে বলছে উ.......হ কত্ত দেকলাম যেই ঘরে থাকে সেই ঘরে হাগে আবার ভাব নেয়। আরে বোকা শোন এখানে সবজি ধোয়, চাল ডাল সহ অনেক কিছুেই ধৈায় আর সেগুলা তুমি আমি সবাই খাই এবার ভাাবো .......................। ঐছে বাদ দেন হাগা মুতা এক ঘরে হইলে এটা আর কি হয়। আমিতো টাশকি।
*******************************হাই কমডে পেশাব না করে ওয়াশরুমের ফ্লোরে পেশাব করে গন্ধে পুরা রুম জ্বালিয়ে ফেলে আবার কেউ স্বীকার না গেলেও এক পর্যায়ে বলে এইডা কোন কথা হইল ছিহ ময়লার উপর বসে থাকা, আর এসবে টয়লেটতো ব্যবহার করাও যায়েজ নাই। আমি এবার আরো টাশকি।
*******************************ভাতের প্লেট কিচেনের ভিম দিয়ে না ধুয়ে দেখি বেসিনে রাখা লিকুইড হ্যান্ড ওয়াশ দিয়ে ধুচ্ছে, ভিম নাকি বাজে। ওটাএটতে নাকি গন্ধ আসে।
*******************************মশারী জীবনে ভাজতো করবেইনা বরং মশারীর একবার টাঙানো সুতার বাধনে সারা বছর চলবে।
*******************************ওয়াশরুমে তার যাবার পরে আর কারো যাওয়া ইহকাল ত্যাগ করা ন্ধ আর ময়লা ভাসমান কমজ থেকে যে কারোরি স্বাস্থ্য সচেতনতায় বাসা ছাড়ার হল ছাড়ার উপক্রম হয়। এরকম আরো কতকি।
*******************************ডিবেট কিংবা শুদ্ধ বাসার কথা শুনে প্রতিটি কথা নিন্দাইতে নিন্দাইতে আর হলুদাভ দাত কেলাইতে কেলাইতে দাতের হলুদ বর্ণের একটি ছোট খাটো বিজ্ঞাপন হয়ে ডায় আর কি।
এর পরেও এই ছেলেদের অত্যাচার রুমমেট ছোট বড় সবাই মেনে নেয়। এটাই বান্তবতা এটা তাদের মনে রাখা উচিৎ যে কতটা ত্যাগ স্বীকার করে তারা তাদের সহ্য করে আছে। আর ৗসব ছৈলেদের আচরণে সত্যি এমন কষ্ট লাগে যা ভাষায় প্রকাশ করার মত না। আমার ধারণা ভার্সিটি পড়া যে কোন মানষ ই এই সমস্যা মোকাবিলা করে আসা হয়েছে।
তাই বলব তোমাদের একবার যদি এই অভিজাত শ্রেণী দূরে সরিযে দেয়না তবে মনে রেখ এই দুনিয়ায় তোমাদের টিকে থাকাও কঠিন হবে।
তবে এর মানে এই না যে অজোপাড়াগার সব ছেলে মেয়েই এমন আমি নিজেও অজোপাড়াগা থেকে ইঠে এসেছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.