নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য ভালোবাসি, সাহিত্য নিয়েই আছি, সাহিত্য নিয়েই থাকতে চাই।

মৌরি হক দোলা

আগুনপাখি

মৌরি হক দোলা › বিস্তারিত পোস্টঃ

কঙ্কাবতীর কথা---একটি বাস্তব রূপকথা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩২

আমি বেশ কয়েকবার লক্ষ্য করেছি, মাঝে মাঝে জীবনের ভেতর-বাহির কিছু যন্ত্রণায় আমার কলম ধরা হয় না, ঠিক সেই সময়েই প্রায়শই কোনো বই পড়ারও সময় হয় না। অর্থাৎ সাহিত্য জগতের চৌহদ্দিতে আমার অনুপস্থিতি তখন তীব্র। আর তার পাশাপাশি অন্য একটি ঘটনা দেখি যে এই অনুপস্থিতির পরপরই আমি এমন কিছু বই পড়ার সুযোগ পাই যে মাঝের আফসোসটা আর বেঁচে রয় না!

ঠিক তেমন একটি মুহূর্তেই হাতে নিলাম "কঙ্কাবতীর কথা"! মাঝে যে অনেকদিন কিছু পড়ছি না, সত্যি বলতে সেই আক্ষেপটুকু ২৪ঘন্টাতেই উধাও!

উপন্যাসের প্লট, চরিত্র রচয়ন, বর্ণনা---- মন্ত্রমুগ্ধের মতো পড়েছি! এত নিপুণ লেখনী!!!

গল্পের নায়িকা, দোলন আর আরবাজ- এই তিনটে চরিত্র বড় জীবন্ত! আশেপাশেই বিরাজমান! মেয়েটির ভালো থাকতে চাওয়া, দোলনের না চাইতেও পালিয়ে বাঁচা, আরবাজের আগমন---হয়তো আমাদের আশেপাশেই অদৃশ্যভাবে আমাদের জীবনের গল্পের সাথেই জড়িয়ে রয়েছে!

নায়িকার পারিবারিক ইতিহাস বড় অদ্ভুত, তবে অবাস্তব নয়। বাবার পরকিয়াটা মিথ্যা নয়, মায়ের মানসিকভাবে ভেঙে পড়াটাও অস্বাভাবিক নয়! আম্বিয়ার মায়েরাও সুযোগ খোঁজে মুখ চালানোর। আর ঝুমকি ফুফুর অজানা গল্প মনে দাগ কাটে!

লেখার ফাঁকে ফাঁকে গান আর কবিতার লাইনগুলো অন্যরকম তৃপ্তির খোরাক যোগায়! মুগ্ধতা এসে ভর করে এ মনে!

আপোকে শুধু এটুকুই বলব, বই পড়া শেষে তোমার ছবিতে একটু আলতো চুমু খেয়েছি! সামনে পেলে জড়িয়ে ধরব নিশ্চিত! :)

মন্তব্য ৪৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৪

তারেক_মাহমুদ বলেছেন: আমিও পড়তে শুরু করেছি, ভাল হয়েছে রিভিউটা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৩

মৌরি হক দোলা বলেছেন: সেই যে পোস্টটা দিয়ে বেরুলুম, আর ঢুকতেই পারলুম না!!!!

বইটি এতক্ষণে নিশ্চয়ই পড়া শেষ ভাইয়া?

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: বইটা আমিও পড়বো। এবং রিভিউ দিব।
আপনি ভালো লিখেছেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৪

মৌরি হক দোলা বলেছেন: হ্যাঁ দেন ভাই। আমার এই ছোট্ট বুক রিভিউ যে আপনাদের ভালো লেগেছে এতেই আমি খুশি!

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০২

জুন বলেছেন: ব্লগে গল্পটা পড়ে আমার মনেও প্রচন্ড নাড়া দিয়েছিল মৌরি। শায়মা খুব ভালো করেছে লেখাটি বই আকারে প্রকাশ করে। আমিও সংগ্রহের চেষ্টায় আছি। সুন্দর লেখা আপনার।
+

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৫

মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ আপু!

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

হাবিব বলেছেন: সুন্দর রিভিউ দিয়েছেন

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৬

মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ !

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্পটি যখন ব্লগে পড়তে ছিলাম গল্পের সাথে মিশে একাকার হয়ে গিয়েছিলাম। প্রতিটি পর্বের জন্য মন থেকে এতো তাগাদা দিতো কবে দিবে পরের পর্বটি বার বার ব্লগে হানা দিয়ে খুঁজে দেখেছিলাম। গল্পটি মলাটে বন্ধি এখন নিজের কাছে রেখেই পড়া যাবে। সুন্দর রিভিউ দিয়েছেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৭

মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ, ভাই। আমিও বুঁদ হয়ে পড়েছি! অসাধারণ লেখা!

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১

চাঁদগাজী বলেছেন:


'কংকাবতী কন্যা ' কন্যা নিকে একজন ব্লগার ছিলেন; এটা কি উনার লেখা, নাকি শায়মার লেখা?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৮

মৌরি হক দোলা বলেছেন: আমি এ ব্যপারে অজ্ঞ!

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২

শায়মা বলেছেন: পিচ্চি আপু জানো?

আজ আমি তোমার কাল রাতের রিভিউটা স্কুলের সবাইকে পড়ে শুনিয়েছি।
দেখো রিভিউ অনেকেই লিখেছে অনেকেই ভালো বলেছে। নিন্দুকেরা খারাপও বলবে জানি তবুও তোমার রিভিউ আর মনের আবেগটা যেন তোমার লেখায় জ্বলজ্বল করছে। আমি বুঝতে পারছি লেখাটা পড়ে তুমি আবেগ আপ্লুত হয়েছো।

তার জন্য তোমার কথা আমার এই জীবনে ভোলা হবে না।

আর একটা কথাও মনে মনে ভেবেছি। তুমি এখন যেই পিচ্চি আছো এই বই এর আবেগ বোঝার ক্ষমতা এখন তোমার হৃদয়ে। বড় হতে হতে হৃদয় পাষান হয়ে যায় কিংবা পাষান পাথরে চাপা দিয়ে রাখি আমরাই .....


অনেক ভালোবাসা আপুনি!!!!!! :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৪

মৌরি হক দোলা বলেছেন: তাই আপুউউউউউ??? সবার পছন্দ হল?

সত্যিই আপু লেখাটা পড়ে ভীষণ আবেগাপ্লুত হয়েছি! একটা মানুষের জীবন ঠিক কতখানি অদ্ভুত হতে পারে???

পাষাণ হতেই হয় আপু!

তোমাকেও ভালোবাসা...

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪

শায়মা বলেছেন: চাঁদগাজী ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কংকাবতী কন্যা নামে কেউ ছিলো না !!!!!!!!! X((


৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪

শায়মা বলেছেন: তারেক ভাইয়া তাড়াতাড়ি দাও....... :)

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮

শায়মা বলেছেন: রাজীবভাইয়া মিথ্যা কথা বলে না!!!!!!! আমার কাছে লাই ডিটেক্টর আছে! :P


জুন আপু ঠিকানা দাও পাঠিয়ে দিচ্ছি! :)

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯

শায়মা বলেছেন: হাবিবভাইয়া তোমার রিভিউও অসাধারণ ছিলো! :)


সুজন ভাইয়া লাভ ইউ সো মাচ!!!!!!!

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৫

চাঁদগাজী বলেছেন:


@শায়মা,

ব্লগে "কংকাবতী কন্যার কথা' বা এই ধরণের সিরিজ কে লিখেছিলেন?

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৮

ম্যাড ফর সামু বলেছেন: ইশ দোলা'পু ও শায়মা'পুর বইগুলি সংগ্রহ করতে পারছি না, দেখি আগামী শুক্রবারে বইমেলায় যাওয়ার একটা উদ্যোগ নেব। তবে মনে হয় চাকুরিতে ইস্তফা দিয়ে যেতে হবে, বর্তমানে আমার অফিসের যে অবস্থা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৭

মৌরি হক দোলা বলেছেন: আমি আবারো ভেবেছি আপনি ০০৭ আপু!!! সমস্যাই!

বইমেলায় কি আসা হল অবশেষে?

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: রাজকন্যার অনেক গল্প আমার পড়া। শত্রুপক্ষের বই কিনবো কী না ভাবছি???:P


@ শায়মা,
থাম, থাম। মন্তব্য করতে করতে তো শহীদ হয়ে যাবি।:D


চাঁদগাজীকে আমি সাইজ করছিX(

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

মৌরি হক দোলা বলেছেন: ভাই, আপনি আমার বাড়িতে কতদিন পর এলেন!!! এতদিন কোথায় ছিলেন ভাই???

কিনে ফেলুন! মাঝে মাঝে শত্রুদের মোকাবেলা করার জন্যও তাকে পাম দিতে হয়! ;)

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১

নয়া পাঠক বলেছেন: @ইশ্, গাজীভাই আপনি কি বোকা! আপু সরাসরি না বললে বুঝি বুঝবেন না এটা উনার এক ডাবল পার্সোনালিটি'র কাজ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

মৌরি হক দোলা বলেছেন: হিহিহিহি

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৩

মাহমুদুর রহমান বলেছেন: আপনার প্রতিক্রিয়া বইটি পড়ার আগ্রহ যেন বাড়িয়ে দিল।আচ্ছা একটা কাজ করুন,ভালো করে একটা রিভিউ লিখে পোষ্ট করুন একটু লম্বা করে দিবেন যেন পড়ে মজা পাই।আর একজন ব্লগার হিসেবে আপনি এটা পারবেন বলে আমার বিশ্বাস।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫২

মৌরি হক দোলা বলেছেন: আমার প্রতি বিশ্বাস দেখে খুব ভালো লাগল ভাই! কিন্তু সময় ম্যানেজমেন্টের জন্য কথা দিতে পারলাম না! :(

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৩

ফয়সাল রকি বলেছেন: সংগ্রহের অপেক্ষায় আছি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৩

মৌরি হক দোলা বলেছেন: শুভ কাজটা করে ফেলুন!!!

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৯

নীল আকাশ বলেছেন: শায়মা বলেছেন: চাঁদগাজী ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! কংকাবতী কন্যা নামে কেউ ছিলো না !!!!!!!!! X((
হায় হায় সর্বনাশ আস্ত একটা নিক গায়েব!! আমার গল্পগুলিতে তো লাইকের সংখ্যা কমে যাবে যে....:(( :(( :((

সম্ভবত আমিই এই বইটা প্রথম কিনেছি এই বই মেলায়, শায়মা আপুর কথা মতো। কারন এই গল্পটার প্রতি একটা চরম মুগ্ধতা কাজ করত যখন ব্লগে এটা পড়তাম। বই হাতে পাওয়ার পরে একটানা মুগ্ধতা নিয়ে শুধু পড়ে গেছি। আমি যথেষ্ঠই বই পড়ি। কিন্তু এই গল্পটা এর লেখার গুনেই আমাকে মনের একদম ভিতরে স্পর্শ করে গেছে। খুব ইচ্ছে ছিল একটা বই এর রিভিউ লিখবো। কিন্তু ব্যস্ততার জন্য সেটা আর লিখে হয় নি...........

এই বইটা পড়ার পর কেউ কেউ কিছু বানান নিয়ে ব্লগে কথা বলেছিল । সেখানে আমি যে মন্তব্যটা দিয়েছিলাম সেটাই না হয় বলি-
আমরা পাঠকরা, একটা বিষয় বারবার ভুল করছি। বানান ভুল হতেই পারে একটা বইয়ে। আমরা মানুষ, ফেরেস্তা নই! কিংবা কম্পিউটারও নই! কোন লেখক কি ইচ্ছে করে নিজের লেখায় বানান ভুল করবেন? ধরুন ৫ বা ১০টা বানান ভুল তারপরও রয়েই গেল! লেখক প্রকাশককে পান্ডুলিপি জমা দেবার পর এখন তাহলে প্রুফ রীডারের কাজ কি? প্রেসে যাবার আগে প্রেসের লোকজন কি করে?
আমি একজন লেখক। আমার কাছে একজন লেখকের লেখার ঢরন/স্ট্যাইল, থীম, বিষয়বস্তু, চরিত্র চিত্রন, কথপোকথন আর দৃশ্য বর্ননা অনেক অনেক গুরুত্বপূর্ণ। বানান পরের মূদ্রনেই ঠিক করে ফেলা যাবে, এটা খুবই তুচ্ছ একটা ব্যাপার। কিন্তু আমি যেই বিষয়গুলি ভালো করে চেক করি সেটা ঠিক করে ফেলা এত সহজ নয়! এটাই হচ্ছে একজন পাঠক আর লেখকের মধ্যে পার্থক্য!

আমি যদি এইরকম একটা গল্প কোনদিন লিখতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬

মৌরি হক দোলা বলেছেন: ভাই, বানানের ব্যাপারে আপনার মন্তব্যটা ভালো লাগল! অনেক সময়ই দেখা যায় এসব ছোটখাটো সমস্যাকে বড় করে দেখবার দরুণ শেষে লেখার প্রতিই অনীহা চলে আসে প্রায়-যেটা খুব দুঃখজনক !

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: রিভিউটি আমি ফেবুতে পরেছি ,আজও দেখলাম ; খুব ভালো হয়েছে।

শুভকামনা ও ভালোবাসা রইলো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬

মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ ভাইয়া!

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪

শায়মা বলেছেন: বিকালবেলা অনেক বড় একটা কমেন্ট লিখেছিলাম। তক্ষুনি সামু বন্ধ হয়ে গেলো! :(

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৭

মৌরি হক দোলা বলেছেন: এমন হলে মেজাজটা যা গরম হয় আপু!!!

২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৪

সুমন কর বলেছেন: ফেবুতেই পড়েছিলাম। সংগ্রহ করেছি, পড়ে নেব।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৮

মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ!

২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: রিভিউ চমৎকার হয়েছে। এত সুন্দর রিভিউ পড়ার পর নতুন করে বইটা পড়ার ইচ্ছে আবার জেগে উঠল। ইনশাআল্লাহ সংগ্রহ করব।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৯

মৌরি হক দোলা বলেছেন: আমার সার্থকতা!!! ;)

২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮

জাহিদ অনিক বলেছেন:
রিভিউ ভালো হয়েছে খুব। প্রাণবন্ত

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৯

মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ!

২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: গুড রিভিউ। বইটি পড়ার ইচ্ছে আছে।

১৬ ই মে, ২০১৯ সকাল ৯:৪৭

মৌরি হক দোলা বলেছেন: অনেক দিন পরে ব্লগে এলাম!!!!! !:#P !:#P !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.