![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেবী নিষীথিনী ও নিষাদকে বলিল, হুমায়ূন আহমেদের কহেন কবি কালিদাস উপন্যাসটা মিসির আলি! আপনি কোথায়? উপন্যাসের তুলনায় দারুণ। নিষাদ অবশ্য মিসির আলি unsolved গল্পগ্রন্থকেই অধিক পছন্দ করলো। নিষীথিনী বলল মিসির আলির চশমার কথা।
২| ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৩৬
শায়মা বলেছেন: মৌরিমনি আমিও বিজন ভাইয়ার মত বুঝিনি কিন্তু!!!
১৯ শে আগস্ট, ২০২৫ রাত ২:৫১
মৌরি হক দোলা বলেছেন: আপনার সাথে কথা আছে, আপু।
৩| ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১০:৪৬
ক্রেটোস বলেছেন: * আপনি নিষীথিনীকে বোল্ড করতে ভুলে গেছেন। ওটাও মিসির আলী সিরিজের একটি উপন্যাস। সম্ভবত দ্বিতীয় উপন্যাস এবং দেবীর সিক্যুয়াল।
* আর ছবিতে আপনার চশমাসহ ছবিটা যেন মিসির আলীর চশমা-কে রিপ্রেজেন্ট করছে।
* আপনি কি মিসির আলীর সব উপন্যাসের নাম দিয়ে একটি রচনা লিখতে চেয়েছেন?
১৯ শে আগস্ট, ২০২৫ রাত ২:৫০
মৌরি হক দোলা বলেছেন: আপনি একদম ঠিক ধরেছেন।
৪| ১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদের লেখা মিসির আলির সিরিজের বই গুলোর নাম দিয়ে কিছু একটা করতে চেয়েছেন।
৫| ১৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৫০
প্রামানিক বলেছেন: অনেক দিন পর মৌরি মনির দেখা্
১৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৫৫
মৌরি হক দোলা বলেছেন: কেমন আছেন, ভাই?
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০২৫ রাত ৮:৫১
বিজন রয় বলেছেন: বুঝিনাই।