![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. সময় তো আপন মনে বয়ে চলে- view this link
২. তোমায় আমায় মিলে- Click This Link
৩. বোঝে না সে বোঝে না- Click This Link
৪.ভেতর কান্দে সখী আমার- Click This Link
৫. তবে কি তোমায় পাবো না- Click This Link
৬. জানি না- Click This Link
৭. এক পলকে- Click This Link
৮. আমার ভিতর- Click This Link
৯. তুমি আমার জীবনের সবকিছু- Click This Link
১০. যখনই পড়েছে নজর- Click This Link
১১. একদিন তুমি আসবে ফিরে-
১২. এক জীবনে ২- Click This Link
১৩. হাত ধরেছে গাছের পাতা- Click This Link
১৪. জলে জলে মাখামাখি- Click This Link
১৫. কেন এত হারাবার ভয়- Click This Link
১৬. জীবনের সবটুকু সুখ- Click This Link
১৭. ভোলা যায় না- Click This Link
১৮. তোমার প্রেমে গান লিখেছি- Click This Link
১৯. জোনাক জলা নিশি- Click This Link
২০. নদী চায় চলতে, তারা চায় জ্বলতে- Click This Link
২৩ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:০৩
মৌরি হক দোলা বলেছেন: গান তো শোনাতেই চাই; কেউ তো ফেসবুক চেকও করে না
২| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৩৬
কামাল১৮ বলেছেন: গান শুনতে সবার ভালোলাগে।আমি নিয়মিত গান শুনি।
৩| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৪৯
বিজন রয় বলেছেন: এখন গান শোনার সময় পাই না।
২৪ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:১৯
মৌরি হক দোলা বলেছেন: এই ব্যাপারটা কষ্টদায়ক।
৪| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:০৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: ওয়ালাইকুমুসসালাম (অন্য একটা পোস্টে সালাম দিয়েছিলেন তাই জবাব দিলাম)।
আশা করি ভালো আছেন। কত গান শুনি না। আসলে আপনার তালিকার মাত্র একটা গান আমি শুনেছি।
আপনি যদি গান গেয়ে থাকেন তাহলে গানের লিঙ্ক দেন অথবা এই মেইলে লিঙ্ক দেন [email protected]
পরিচিত মানুষের কণ্ঠে গান শুনতে ভালো লাগে।
২৬ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:০৯
মৌরি হক দোলা বলেছেন: আমি গান গাই না। গাইলে আপনাকে নিশ্চয়ই পাঠাতাম।
৫| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৪৫
ডার্ক ম্যান বলেছেন: ২ টা গান ছাড়া বাকিগুলো শোনা হয় নাই
৬| ২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:০৬
রাজীব নুর বলেছেন: সুন্দর গান।
৭| ২৬ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:৩৭
জনারণ্যে একজন বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন: ওয়ালাইকুমুসসালাম (অন্য একটা পোস্টে সালাম দিয়েছিলেন তাই জবাব দিলাম)।
আশা করি ভালো আছেন। কত গান শুনি না। আসলে আপনার তালিকার মাত্র একটা গান আমি শুনেছি।
আপনি যদি গান গেয়ে থাকেন তাহলে গানের লিঙ্ক দেন অথবা এই মেইলে লিঙ্ক দেন [email protected]
পরিচিত মানুষের কণ্ঠে গান শুনতে ভালো লাগে।
@ সাড়ে অথবা আড়াই, (আহেম) (আহেম)।
কাকুতি-মিনতি করে ইমেইল এড্রেস শেয়ার করা ছাড়া; জ্বিন মারফত কোনোক্রমে ওনার গান কালেক্ট করা যায় না?
আমার এক বন্ধু ছিল, তারও ঠিক অনেকটা এ'ধরণের অভ্যাস ছিল। তাকে আমি 'চিকন লুচু' বলে ডাকতাম। তবে ছোকরার মিড্-লাইফ ক্রাইসিসে আক্রান্ত হওয়ার বয়স তখনও হয়নি। আর হইলেই বা কি, চিকন বেত থেরাপি ছিল না?!
তবে আপনি আবার ভুলেও ভাববেন না, আপনাকে 'চিকন লুচু' বলেছি। আপনি বিশিষ্ট জ্বিন বিশারদ ভদ্দরনোক, আপনাকে কি আর ওই সম্বোধনে সম্বোধিত করা যায়!
৮| ২৬ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি মনে হয় ফেসবুকে ঘরে এলাম।
শুভ কামনা সব সময়।
৯| ২৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:১৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: @ জনারণ্যে একজন - বোকা ছেলে, এই লেখিকার ই মেইল ঠিকানা আমার কাছে অনেক আগে থেকেই আছে। ই মেইলে বেশ কয়েক বার যোগাযোগও হয়েছে। ওনার সুবিধার জন্য পুনরায় আমার ই মেইল ঠিকানা দিয়েছি। উনি আমার বাসায় তার লেখা বইও পাঠিয়েছেন। যে বই আমি এবং আমার স্ত্রী পড়েছি।
ওনার বয়স আমার ছেলের চেয়ে ২ বছরের বেশী মাত্র। ওনাকে আমি স্নেহ করি। আশা করি আর প্যাঁচানোর চেষ্টা করবেন না অবুঝ বালকদের মত। আপনাকে হাল্কা পাতলা সাইকোপ্যাথ টাইপের মনে হচ্ছে। ভালো কোন ডাক্তার দেখান।
আশা করি এই পোস্টের লেখিকা এই ধরণের সাইকোদের থেকে নিজেকে দূরে রাখবেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৫৫
শায়মা বলেছেন: এবার নিজেই একটা গান গেয়ে শোনাও!!!