![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ফের মানুষের দুঃখে আমার কান্না পায়,
মানুষের কান্না ছুঁয়ে যায় আমার ব্যথিত হৃদয়।
আমি পুনরায় ভাবতে পারি মানুষের জীবন নিয়ে,
বুঝতে পারি কেন মানুষ শত অবহেলা, শত বেদনার পরেও বাঁচতে চায়।
আমি বুঝতে পারি কেন মানুষ মানুষেরে ভালোবাসে,
কেন ছুটে আসে একে অপরের যন্ত্রণায় নূন্যতম ঢাল হয়ে;
মানুষের জীবন আজ স্বচ্ছ ফটিক জল আমার আয়নায়।
আমি স্পষ্ট আকাশ দেখি সে জলে,
আর ভাবি,
কেমন করে মানুষ আজও এতো আয়োজন করেও বেঁচে থাকে নিষ্ঠুর এই পৃথিবীর লয়ে।
জুলাই ২১, ২০২৫
০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০৩
মৌরি হক দোলা বলেছেন: না।
২| ০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৯
আবেদি১২৩ বলেছেন: আরে @জেনারেশন একাত্তর , কেমন আছো ভাইজান , তোমারে তো দেখেই না , তুমি তো আমার ........ খাইয়া আমার রিপ্লাই রিমুভ করে দিসো। আবার দেখি তোমার কপি পেস্ট ব্লগ থেকে ব্লক ও মারস। ব্যথা কি বেশি পাইসিলা ভাইজান, বেশি ব্যথা পাইলে ভদ্র হয়ে যাও , না হলে তো বুজতেই পারছো , তোমার মতো মাল , আমার ভয়ে রিপ্লাই মুঝে ফেলো আবার ব্লক ও মারো , বুজতো তো আমি কি মাল
৩| ০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২৪
আবেদি১২৩ বলেছেন: মোটামুটি হয়েছে , চালিয়ে যান। করো কথাই Demotivate হইয়েন না। ভালো থাকবেন
০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০৩
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ।
৪| ০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৩০
অপ্সরা বলেছেন: মৌরিমনি!!
অনেক সুন্দর লেখা!!!
অনেক কষ্টের লেখাটা বটে!!
০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০৪
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ, আপু।
৫| ০২ রা অক্টোবর, ২০২৫ রাত ১১:১৪
সামরিন হক বলেছেন: ভালো লাগলো।
অভিনন্দন আপনাকে।
০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০৫
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ, আপু।
৬| ০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:২৪
দি এমপেরর বলেছেন: পৃথিবী কারো কারো জন্য নিষ্ঠুর আবার কারো কারো জন্য স্বর্গ। যারা জীবনে কোনো দুখ-কষ্টের সাথে পরিচিত নয় তাদের জন্য পৃথিবীটাই স্বর্গ। যদিও বেশিরভাগ মানুষের জন্য নিষ্ঠুর।
খুব ভালো লিখেছেন।
০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৯
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ, সম্রাট সাহেব।
৭| ০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৯
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ, রাজীব ভাই।
৮| ০৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ৮:৫৩
খায়রুল আহসান বলেছেন: "মানুষের জীবন আজ স্বচ্ছ ফটিক জল আমার আয়নায়" - চমৎকার!
কবিতা কবি'র সংবেদনশীল হৃদয়ের সাক্ষ্য বহন করছে।
০৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫৮
মৌরি হক দোলা বলেছেন: অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:২১
জেনারেশন একাত্তর বলেছেন:
মাষ্টার্স শেষ করেছেন?