নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ইউরোপ প্রবাসী, জীবনের ঝড়-ঝাপটায় পাক খেয়ে গড়ে ওঠা আজকের এই আমি। ব্লগে তুলে ধরি মনের গভীরে লুকানো আবেগের রং, যা সোশ্যাল মিডিয়ার চটকদার আলোয় মেলে না। আমি অনুভূতির এক ফেরিওয়ালা, শব্দে বুনে যাই জীবনের অলিখিত গল্প…

আমিই সাইফুল

চলতে চলতে হবে পরিচয়.....

আমিই সাইফুল › বিস্তারিত পোস্টঃ

চেংগিস খান: ব্লগের এক আত্মম্ভরী, অহংকারী জঞ্জাল

২৮ শে মার্চ, ২০২৫ রাত ৯:৪৪

ব্লগ জগতে অনেক ধরনের মানুষের দেখা মেলে—কেউ লেখে আনন্দের জন্য, কেউ লেখে ভাবনা শেয়ার করতে, আর কেউ লেখে শুধু নিজের অস্তিত্ব জানান দিতে। কিন্তু তারপর আছে চেংগিস খানের মতো একটা প্রজাতি—যারা নিজেকে ব্লগের সম্রাট ভাবে, আর বাকিদের উপর নিজের অগাধ জ্ঞানের ভার চাপিয়ে দিতে চায়।

এই লোকটা কি ভাবে নিজেকে? ব্লগের পুলিশ? না কি সবার জীবনের দিকপাল? আজকে এই চেংগিস খান নামের আত্মম্ভরী, বিরক্তিকর প্রাণীটার ব্যাপারে দুটো কথা না বললেই নয়।


চেংগিস খান নামের এই ভদ্রলোক প্রথম মন্তব্যেই আমাকে নিয়ে ঠাট্টা শুরু করে। “লোকজন পোষ্ট পড়ছে না; কিন্তু আপনি লিখেই চলেছেন!”—এটা কি ধরনের কথা? কেউ লেখে তার নিজের স্বাধীনতায়, তার নিজের ইচ্ছায়। তোমার কি, চেংগিস? তুমি কি ব্লগের মন্তব্য-গণনা মেশিন নাকি? আমি শান্তভাবে বলেছি, “আর্কাইভ হিসেবে জমা থাকুক,” তাতেও তোমার পেটে ব্যথা! তুমি কি ভেবেছ, সবাই তোমার মতো মন্তব্যের পেছনে দৌড়াবে, নিজের জ্ঞানের ঢোল বাজাবে? হাস্যকর!

এরপর এই চেংগিস খান যে সুরে কথা বলে, তাতে মনে হয় সে নিজেকে ব্লগিংয়ের গুরু মনে করে। “আজকের ব্লগারেরা যা পড়ছেন না, ভবিষ্যতের বাচ্চারা এগুলো পড়বে?”—এই ব্যঙ্গ আর “আপনি কি রকম পাঠক?” বলে খোঁটা দেওয়া—এটা কি তার ব্যক্তিগত ব্লগ নাকি? সে কি ভেবেছে, সবাই তার মতো সারাদিন ব্লগে বসে অন্যের লেখা নিয়ে সমালোচনা করবে? আমি পরিষ্কার বলেছি, “আমি ইন্ট্রোভার্ট, ব্লগার হিসেবে পরিচিতি চাই না।” তবুও এই আত্মম্ভরী লোকটার জ্ঞান দেওয়া বন্ধ হয় না। “ব্লগিং মানে শুধু লেখা নয়, পড়াও উহার অংশ”—ওরে বাবা! তুমি কি ব্লগিংয়ের সংজ্ঞা লিখে পৃথিবী বদলে দেবে নাকি? থামো একটু, চেংগিস!


সবচেয়ে ঘৃণ্য ব্যাপার হলো, এই লোকটা বারবার আমার ব্যক্তিগত জীবন নিয়ে ঢুকে পড়ে। “আপনি কোন রাজনৈতিক দলের কর্মী?” “আপনি কোন দেশে আছেন?”—এটা কি ব্লগ না গোয়েন্দা অফিস? আমি যখন বলি, “স্পেসিফিক ব্যক্তিগত তথ্য শেয়ার করতে চাই না,” তখনও এই চেংগিস থামে না। “কোন দেশে আছেন, সেটা ব্যক্তিগত তথ্য নয়,” “অপরাধীরা নিজের অবস্থান জানাতে পারে না”—এটা কি ধরনের অসভ্যতা? তুমি কি ইঙ্গিত করছ যে আমি অপরাধী? তোমার এই অহংকার আর অপমানের সাহস কোথা থেকে আসে, চেংগিস?

তুমি কি ভেবেছ, তুমি আমেরিকায় থাকো বলে সবাই তোমার পায়ে পড়ে নিজের জীবনের হিসেব দেবে?


শেষ পর্যন্ত এই চেংগিস বলে, “মানুষ লেখকদের সম্পর্কে জানতে চান,” তখন আমার হাসি পায়। কে জানতে চায়, চেংগিস? তুমি ছাড়া আর কার এত সময় আছে অন্যের জীবন নিয়ে খোঁজাখুঁজি করার? আমি যদি আমার লেখা আর্কাইভ করতে চাই, তাতে তোমার এত সমস্যা কেন? তুমি কি ভেবেছ, ব্লগে সবাই তোমার মতো জ্ঞান বিলিয়ে, অন্যকে ছোট করে নিজের বড়ত্ব প্রমাণ করতে এসেছে? না, চেংগিস, তুমি ভুল। তুমি ব্লগের একটা বোঝা, একটা বিরক্তিকর মাছি—যে শুধু গুঞ্জন করে আর অন্যকে বিরক্ত করে।

চেংগিস খান, তুমি যদি মনে করো তোমার এই অহংকারী, অপমানজনক মন্তব্যগুলো তোমাকে ব্লগে “বড়” করে তুলবে, তাহলে তুমি ভুল জায়গায় এসেছ। ব্লগিং মানে সৃজনশীলতা, শ্রদ্ধা আর স্বাধীনতা—তোমার মতো লোকের জন্য এটা কোনো জ্ঞান বিলানোর মঞ্চ নয়। আমার মতো ইন্ট্রোভার্ট মানুষেরা যদি লিখতে চাই, আমাদের লিখতে দাও। তোমার এই অপ্রয়োজনীয় হস্তক্ষেপ আর ব্যক্তিগত আক্রমণ বন্ধ করো। একটু বিনয় শেখো, আর নিজের জ্ঞানের ঢোলটা একটু থামাও।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২৫ রাত ১০:০৮

মেঠোপথ২৩ বলেছেন: ক্রিটিকাল মানসিক রুগী। চিকিৎসার বাইরে চলে গেছেন। তর্ক করলে আপনার এনার্জি ক্ষয় হবে অযথা। হয় উপেক্ষা করুন নাহয় উস্কানিমুলক কমেন্ট দেখার সাথে সাথে কমেন্টে ব্লক করুন।

২৮ শে মার্চ, ২০২৫ রাত ১০:১৭

আমিই সাইফুল বলেছেন: ভাতিজা এসে গেছে।

২| ২৮ শে মার্চ, ২০২৫ রাত ১০:১১

চেংগিস খান বলেছেন:



গতকাল ১ম পাতায় আপনার ৫টি পোষ্ট ছিলো একই সময়ে; ৩টি লেখায় ০ মন্তব্য ছিলো। এই ধরণের লেখা বিরক্তিকর।

আপনি সকল বিষয়ে ( রাজনীতি, কবিতা, গল্ল, সায়েন্স ফিকশান ) লেখার কারণে আপনার সম্পর্কে জানতে চেয়েছিলাম।
পাঠকেরা লেখক সম্পর্কে জানতে চায়; আমি আপনার সম্পর্কে জানতে চেয়েছি! আপনি কি অপরাধী যে, নিজের সম্পর্কে জানতে দিবেন না?

২৮ শে মার্চ, ২০২৫ রাত ১০:২১

আমিই সাইফুল বলেছেন: আপনি কিসে বিরক্ত তাতে অন্য কারো কিছু আসে যায়না। ব্লগের নিয়ম ভাংলে তারা দেখবে। আর শুধু নিজের পরিচয় গোপন রাখলেই কেউ অপরাধী হয়ে যায়?

৩| ২৮ শে মার্চ, ২০২৫ রাত ১০:১৪

চেংগিস খান বলেছেন:



দেখছেন, ব্লগের খুবই গুরুত্বপুর্ণ ১ জন ব্লগার, উনার গুরুত্বপুর্ণ মন্তব্যে ( ১ নং মন্তব্যে ) কি বলেছেন? উনার উপদেশ কেমন মনে হয়?

২৮ শে মার্চ, ২০২৫ রাত ১০:২২

আমিই সাইফুল বলেছেন: আপনি আমার পাতায় আর আইসেননা।

৪| ২৮ শে মার্চ, ২০২৫ রাত ১০:২২

উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: এই নবাগত চেংগিস খানের মধ্যে ব্যান হওয়া ব্লগার চাঁদগাজী এবং সোনাগাজীর ছায়া দেখতে পাচ্ছি। নতুন বোতলে পুরোন মদ নয়তো? :P

৫| ২৮ শে মার্চ, ২০২৫ রাত ১০:২৮

আমিই সাইফুল বলেছেন: ঠিক বলেছেন!!!

৬| ২৮ শে মার্চ, ২০২৫ রাত ১০:২৮

চেংগিস খান বলেছেন:



লেখক বলেছেন: আপনি কিসে বিরক্ত তাতে অন্য কারো কিছু আসে যায়না। ব্লগের নিয়ম ভাংলে তারা দেখবে। আর শুধু নিজের পরিচয় গোপন রাখলেই কেউ অপরাধী হয়ে যায়?

-একজন সাহিত্যিক কি তাঁর পরিচয় ( পাবলিক ডোমেইনে থাকার মতো ) গোপন করেন?
-১ জন লেখক তাঁর পাঠকে লক্ষ্য করে কি বলেন যে, "ভাতিজা এসে গেছে"? আপনি ব্লগের সাহিত্যিক!

২৮ শে মার্চ, ২০২৫ রাত ১০:৩৯

আমিই সাইফুল বলেছেন: আমি নিজেকেলেখক সাহিত্যিক কোনটাই পরিচয় দেই না।

৭| ২৮ শে মার্চ, ২০২৫ রাত ১০:৩০

চেংগিস খান বলেছেন:


লেখক বলেছেন: আপনি আমার পাতায় আর আইসেননা।

-ব্লগে আপনার পাতা, ডাল, ইত্যাদি নেই: আপনি পোষ্ট দিলে সবাই পড়বেন।

২৮ শে মার্চ, ২০২৫ রাত ১০:৪০

আমিই সাইফুল বলেছেন: ঠিক এই মূহুর্ত থেকে আপনি যতটা কমেন্ট করবেন। ঠিক ততটা পোস্ট আমি ব্লগে করবো। করতে থাকেন।

৮| ২৮ শে মার্চ, ২০২৫ রাত ১০:৪৫

চেংগিস খান বলেছেন:



লেখক বলেছেন: আমি নিজেকেলেখক সাহিত্যিক কোনটাই পরিচয় দেই না।

-আপনি গল্প, ফ্যানটাসী, সায়েন্স ফিকশান, ভ্রমণ কাহিনী ছাড়ছেন টনে টনে; আমি তো আপনাকে সাহিত্যিক মনে করি।

৯| ২৮ শে মার্চ, ২০২৫ রাত ১০:৫৭

চেংগিস খান বলেছেন:




আপনি লিখুন।
এই পোষ্টে আপনি অনেকের সাপোর্ট পাবেন।

এই পোষ্টের আগে আপনি আরেকটি পোষ্ট দিয়েছেন ( সামনের পাতায় ); দেখেন, কারা উহা পড়েছেন ও কি পরিমাণ মন্তব্য করেছেন!

১০| ২৮ শে মার্চ, ২০২৫ রাত ১১:২০

কলিমুদ্দি দফাদার বলেছেন: "চীনের দুঃখ ব্ললা হয় হোয়াং হো নদীকে,
আওয়ামীলীগের দুঃখ আগস্ট মাস
আর সামুর দুঃখ, ব্লগ পন্ডিত সোনাগাজী"

২৮ শে মার্চ, ২০২৫ রাত ১১:২৫

আমিই সাইফুল বলেছেন: হা হা হা! সে কি বার বার নতুন নিকে ফিরে আসে?

১১| ২৯ শে মার্চ, ২০২৫ রাত ১:৪০

জনারণ্যে একজন বলেছেন: আবারো সেই পুরোনো ইতিহাসের পুনরাবৃত্তি। এক লুপের মধ্যে পড়ে গেলাম এখানে।

ফলাফল যদিও জানা, কিন্তু চক্রাকারে ঘূর্ণন ছাড়া আপাততঃ আর কোনো গতি দেখছি না।

২৯ শে মার্চ, ২০২৫ রাত ৩:০৮

আমিই সাইফুল বলেছেন: কিছুই হবেনা! ব্লগ দিয়া ইন্টারনেট চালানোর যুগে সামুর নিক নিয়ে যেই পরিমাণ আকাঙ্ক্ষা ছিলো। সেটা এখন আর নেই! তাই চিল! নিক হারালেও নো টেনশন!!!

১২| ২৯ শে মার্চ, ২০২৫ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: আপনি যাকে ''জঞ্জাল'' বললেন- উনি সামুর প্রান। উনি সামুর ওস্তাদ। উনি একজন শক্তিশালী ব্লগার।
একজন মানুষকে না জেনে-শুনে মন্দ কথা বলতে হয় না। আগে তাকে চিনুন। জানুন।
আপনি তো হাতে গোনা কয়দিন ধরে ব্লগিং করছেন। আর উনি ব্লগের প্রথম দিন থেকে ব্লগিং করছেন।

উনি একজন মুক্তিযোদ্ধা। পিএইচডি করেছেন আপনার জন্মের আগে। উনি একজন শিক্ষক। সামুতে উনি আছেন বলেই- জামাত শিবির মাথাচারা দিয়ে উঠতে পারে না। ক্রিমিনাল ব্লগাররা সামুর পরিবেশ নষ্ট করতে পারে না।

২৯ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:১০

আমিই সাইফুল বলেছেন: জানতেও চাইনা উনি কোন তালেবর। আমাকে হেয় করার চেষ্টা করলে আমি সাধারণত এড়িয়ে যাই। কিন্তু উনি ক্রমাগত করেই যাচ্ছিলেন তাই পোস্ট দিয়েছি।

১৩| ২৯ শে মার্চ, ২০২৫ দুপুর ২:০৯

আজব লিংকন বলেছেন: এটা কি ব্লগ না গোয়েন্দা অফিস?

১৪| ২৯ শে মার্চ, ২০২৫ দুপুর ২:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: কারো মন্তব্য পছন্দ না হলে মুছে দিন।

২৯ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:১১

আমিই সাইফুল বলেছেন: কেউ যদি বারবার খোচাতে আসে! রিপ্লাই দেয়া ছাড়া কিছু করার থাকেনা।

১৫| ২৯ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:০৪

নতুন নকিব বলেছেন:



ইল্লত না যায় ধুইলে,
খাসলত না যায় মইলে।

২৯ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:১২

আমিই সাইফুল বলেছেন: সঠিক।

১৬| ২৯ শে মার্চ, ২০২৫ রাত ৯:৪২

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: এই বদ লোকটার কমেন্ট মুছে ফেলুন। যখনই কমেন্ট করবে তখনই মুছে ফেলুন। ওর স্বভাব হচ্ছে পায়ে পরে ঝগড়া করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.