![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামু আলাইকুম,
আজ ঈদের দিন। চারদিকে উৎসবের আমেজ, হাসি-খুশি, নতুন জামা আর মিষ্টি মুখের আদান-প্রদান। আমি ইউরোপে আমার পরিবারের সাথে এই আনন্দের মুহূর্ত কাটাচ্ছি। কিন্তু আমার হৃদয়ের একটা কোণে একটা ফাঁকা ভাব, একটা চাপা কষ্ট রয়ে গেছে। কারণ আমি জানি, আমার মতো সবাই এই সৌভাগ্য পায় না। আমার চারপাশে এমন অনেকে আছেন, যারা দেশে তাদের পরিবার, মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তানদের রেখে প্রবাসে ঈদের দিনটি কাটাচ্ছেন। তাদের চোখে হাসি থাকলেও, মনে এক অদৃশ্য দুঃখের ছায়া।
প্রবাসে ঈদ মানে শুধু একটা দিন নয়, এটা একটা যুদ্ধ। পরিবারের জন্য কষ্ট করে রোজগার করা টাকায় দেশে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু নিজেরা সেই আনন্দ থেকে বঞ্চিত হওয়া। ফোনে মায়ের কণ্ঠে “কবে আসবি?” শুনে চোখের কোণটা ভিজে ওঠে, বাচ্চারা “আব্বু, তুমি থাকলে ঈদ আরো মজার হতো” বললে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। তবু তারা হাসেন, সবাইকে খুশি রাখার জন্য নিজেদের কষ্ট লুকিয়ে রাখেন। এই ত্যাগ, এই ভালোবাসা আমাদের প্রবাসী ভাই-বোনদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।
আমি আজ তাদের প্রত্যেকের কথা ভাবছি। যারা প্রবাসে দিনরাত পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটান, তাদের প্রতি আমার হৃদয় থেকে উঠে আসা শ্রদ্ধা আর ভালোবাসা জানাই। তোমরা আমাদের গর্ব। তোমাদের কারণেই দেশে ঈদের আনন্দ আরো গভীর হয়। আমি জানি, দূরত্ব শরীরকে আলাদা করতে পারে, কিন্তু হৃদয়ের বন্ধনকে কখনো ছিন্ন করতে পারে না। তাই আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ঈদ মোবারক! তোমাদের প্রতিটি কষ্টের বিনিময়ে আল্লাহ যেন তোমাদের দ্বিগুণ সুখ দেন, এই দোয়া করি।
আর দেশে আমার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন এবং দেশ মাতৃকা —তোমাদের কথাও মনে পড়ছে। তোমাদের সাথে কাটানো ঈদের স্মৃতি আমার জীবনের অমূল্য সম্পদ। তোমরা যে আনন্দে আছ, সে আনন্দ যেন কখনো কমে না। আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। দূরে থেকেও আমি তোমাদের কাছাকাছি আছি, আমার দোয়া আর ভালোবাসা সবসময় তোমাদের সাথে।
ঈদ মানে একতা, ভালোবাসা আর ক্ষমা। আসুন, এই ঈদে আমরা সবাই মিলে দূরত্ব ভুলে একে অপরের জন্য দোয়া করি। প্রবাসে যারা আছেন, তাদের জন্য দোয়া করি যেন তারা শিগগিরই পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারেন। আর দেশে যারা আছেন, তাদের জন্য দোয়া করি যেন তাদের জীবনে সুখ-শান্তি বিরাজ করে।
সবাইকে ঈদ মোবারক!
৩০ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:২৪
আমিই সাইফুল বলেছেন: গত ১৭-১৮ বছর আপনার এই মানবতা কই ছিলো? লাখ লাখ নিরপরাধ জামায়াত বিএনপির নেতাকর্মীরা যখন পালিয়ে বেড়িয়েছিল তখন কি আপনার সো কল্ড মানবতার দন্ড খানা এভাবেই দাড়াত?
আর এক কাজ করেন চাচা! আম্রিকা যখন এতই খারাপ। আম্রিকার উপর চেত দেখাইয়া দেশে চইলা যান। তাদের দেশে থেকে আবার তাদেরই বদনামি অনেকটা যেই থালায় খান সেই থালাতেই মলত্যাগ করার মত হয়ে গেলনা?
২| ৩০ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:৫০
চেংগিস খান বলেছেন:
আমেরিকা পাকিস্তানে ক্যু করে ১৯৫৮ সালে আইয়ুবকে ক্ষমতায় বসায়েছিলো; তাতে পাকিস্তান ভেংগে ২ টুকরা হয়েছে, আজো পাকিস্তান মিলিটারীর পেটে; ১৯৭১ সালে আমেরিকা আমাদের দেশে ক্যু করানোতে, আমাদের জাতি শেষ। কোটী কোটী বাংগালী দেশে বউ রাখে আরবে চাকুরী করে।
ভারতে আমেরিকা হাত দিতে পারেনি; তাই ভারত বিশ্বের ৫ম শক্তি।
আপনি এসব বুঝার মতো অবস্হানে নেই; এসব বুঝতে পারলে, আপনি ব্লগের ১ম পাতায় ৫টি নীচু মানুষ পোষ্ট একসাথে দিতেন না।
৩| ৩০ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:৫৬
চেংগিস খান বলেছেন:
পড়তে হলে মানুষকে আমেরিকা আসতে হয়; আমি আমেরিকা পড়ালেখা করতে এসেছিলা.
দেশে, আমেরিকায় ও ইউরোপে কাজ করেছি; বাস করি দেশে; সম্প্রতি চিকিৎসার জন্য আমেরিকায় এসেছি। আমি আপনার মতো প্রবাসী নই, ভুমধ্য সাগর পাড়ি দিইনি ও আরবেও কাজ করিনি।
৩০ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:১০
আমিই সাইফুল বলেছেন: সম্প্রতি আপনি আমাকে একটা মন্তব্য করেছেন, আপনি আমেরিকায় থাকেন। চিকিৎসার জন্য যাওয়া আর আমেরিকায় থাকা এক কথা নয়। হয় আপনি আগের মন্তব্যে মিথ্যে বলেছেন। নাহয় এখন মিথ্যা বলছেন।
৪| ৩০ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:৫৯
চেংগিস খান বলেছেন:
আপনি লিখেছেন , আপনি সৌভাগ্যবান, প্রবাসে আনন্দে আছেন। দেশের বেশীর মানুষ কষ্টে আছে ঠিক; তবে, প্রবাসে কোন বাংগালী আনন্দে থাকে না।
৩০ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:১২
আমিই সাইফুল বলেছেন: জ্বী আমি সৌভাগ্যবান। ধন্যবাদ।
৫| ৩০ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:০৬
চেংগিস খান বলেছেন:
৩ নং মনতব্য ও অন্যন্য মন্তব্যে টাইপো:
পড়তে হলে মানুষকে আমেরিকা আসতে হয়; আমি আমেরিকা পড়ালেখা করতে এসেছিলাম।
৩০ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:১৪
আমিই সাইফুল বলেছেন: ড়তে হলে শুধু মানুষ আমেরিকায় যায়না। আমার ব্যাচেলর করেছি নিউজিল্যান্ড থেকে! কাজ করছি ইউরোপে। আমি কোনদিন আরবে যাইনাই। ভূমধ্যসাগরও পাড়ি দেইনি(যেভাবে আপনি ইংগিত করেছেন)।
৬| ৩০ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৩১
চেংগিস খান বলেছেন:
আমি করোনার সময় কাজ করিনি, তখন থেকে চিকিৎসার জন্য আমেরিকায় আছি; সেজন্য বলেছি যে, আমি আমেরিকায় থাকি; ইহাতে ভাষাগত সমস্যা হলে, আমি স্যরি।
৭| ৩০ শে মার্চ, ২০২৫ রাত ৮:৩৫
কামাল১৮ বলেছেন: ঈদের নামাজ কোথায় পড়লেন।আমি যেখানে থাকি তীর দশ মাইলের মধ্যে কোথাও ঈদের নামাজ হয় না।যদিও আমি কোনও নামাজই পড়ি না।
৩০ শে মার্চ, ২০২৫ রাত ৯:৪৫
আমিই সাইফুল বলেছেন: আমার শহরে বেশ কয়েকটা মসজিদ আছে। আমি যে সাভার্বে থাকি সেখানকার মুসলিম কমিউনিটি পাশের একটা ছোট বাস্কেটবল মাঠে অনুমতি নিয়ে জামায়াত করে থাকে। নামাজে আমারও অনিহা রয়েছে। লাস্ট কবে নামাজ পরেছি ঠিক মনে নাই। ব্যাড!!! ভেরি ব্যাড!!!
৮| ৩১ শে মার্চ, ২০২৫ রাত ১২:৪৬
Sulaiman hossain বলেছেন: নামাজ হল মুমিনের মিরাজ।ঈদের নামাজ তো ওয়াজিব।আমার মতে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে মিরাজের ব্যাপারটি সম্পর্কিত। ঈদের নামাজের সাথে নয়।
৩১ শে মার্চ, ২০২৫ সকাল ৭:৪৮
আমিই সাইফুল বলেছেন: আমি দু;খিত। আমার ধর্ম জ্ঞান প্রায় শুন্যের কোটায় ।
৯| ৩১ শে মার্চ, ২০২৫ রাত ১২:৪৯
আহমেদ জী এস বলেছেন: আমিই সাইফুল,
আসুন, এই ঈদে আমরা সবাই মিলে দূরত্ব ভুলে একে অপরের জন্য দোয়া করি। প্রবাসে যারা আছেন, তাদের জন্য দোয়া করি যেন তারা শিগগিরই পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারেন। আর দেশে যারা আছেন, তাদের জন্য দোয়া করি যেন তাদের জীবনে সুখ-শান্তি বিরাজ করে।
সবাইকে ঈদ মোবারক!
৩১ শে মার্চ, ২০২৫ সকাল ৭:৪৭
আমিই সাইফুল বলেছেন: ঈদ মোবারক ।
১০| ৩১ শে মার্চ, ২০২৫ রাত ১২:৫৯
নতুন নকিব বলেছেন:
ঈদ মুবারক!
৩১ শে মার্চ, ২০২৫ সকাল ৭:৪৬
আমিই সাইফুল বলেছেন: দ মোবারক ভাই ।
১১| ৩১ শে মার্চ, ২০২৫ রাত ১:৫০
অপ্সরা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া!
৩১ শে মার্চ, ২০২৫ সকাল ৭:৪৬
আমিই সাইফুল বলেছেন: ঈদ মোবারক আপু।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:১০
চেংগিস খান বলেছেন:
আমেরিকান ক্যু'এর শুভেচ্ছা?
লাখ লাখ পরিবার মৃত্যু ভয়ে ভীত, সেখানে কিসের ঈদ? জামাত শিবিরের ভয়ে লাখ লাখ নিরপরাধ আওয়ামী সাপোর্টার পালিয়ে আছে; আমেরিকার কারণে আমাদের মিলিটারী শিবিরকে সাপোর্ট করে যাচ্ছে; ইহা ঈদ নহে, আপনাকে আমেরিকান ক্যু'এর শুভেচ্ছা।