নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম এস মিজানুর রহমান

এম এস মিজানুর রহমান › বিস্তারিত পোস্টঃ

চারুলতা

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৭



চারুলতা

মোঃ মিজানুর রহমান
...........................

কতবার যে তোর প্রেম এ পড়ছি;
ঘুমানোর আগে-
ঘুমানোর পরে-
আর যতক্ষণ ঘুমিয়ে ছিলাম তার পুরুটা সময়,
সে কথা শুধু আমিই জানি!
শুধু বলিনি কখনো ভালবাসি।
কতবার যে তোর জন্য কবিতা লিখতে বসেও
লিখিনি;
কবিতার নাম কি দিবো-
ভালবাসি-
নাকি আনেক ভালবাসি!

এ কথা ভাবিয়া ভাবিয়া কতবার যে সকাল দেখেছি,
সে কথা শুধু আমিই জানি!
কতবার যে তোর জন্য গোলাপ কিনতে গিয়েও
কিনিনি;
একটা কিনবো-
নাকি আনেক গুলো-
প্রথমেই লাল গোলাপ দিবো-
না থাক, হলদেই কিনি; তার খুব প্রিয় রঙ,
শাহবাগ এর পাশ দিয়ে যাওয়ার সময় কতবার যে ভাবিয়াছি,
সে কথা শুধু আমিই জানি!
কতবার যে তোর হাতটি ধরতে চেয়েও ধরিনি;
ধরব কি?
না থাক- যদি কিছু মনে করে,
আচ্ছা একবার ধরেই ফেলি-
যা হওয়ার হবে।
এরকম দ্বিদার মধ্যে কতবার যে রাস্তার শেষ
ঠিকানাই চলে গেছি,
সে কথা শুধু আমিই জানি!
শুধু তোর হাতটা ধরা হইনি কখনো।
কতবার যে জ্যোৎস্না দেখার সময় তোকে মিস
করেছি;
সে কি জেগে আছে?
কল দিব?
না থাক আনেক রাত হয়ে গেছে-
মিষ্টি মেয়ে-
ঘুমোনোর সময় কতইনা সুন্দর লাগে তাকে-
আমি কি করে তার ঘুম ভাঙ্গি?
এ কথা ভাবিয়া ভাবিয়া কতবার যে জ্যোৎস্না ফুঁড়িয়ে
গেছে,
সে কথা শুধু আমিই জানি!
শুধু কখনো বলিনি আমি তোর জন্য জ্যোৎস্না
দেখি।
কারো জন্য খুব মায়া আমার-
খুব বেশি চাই তাকে-
সেই কবে তার জন্য মরে গেছি আমি!
মৃত মানুষ কখনো বলেনা-
আমি তোমাকে ভালবাসি!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

সুব্রত দত্ত বলেছেন: কবিতাটা খুব সুন্দর হয়েছে। তবে একটা কথা বলি রাগ কইরেন না, পুরো কবিতাটাতে যতগুলো সাধু শব্দ ব্যবহার করেছেন, সেগুলো চলিত শব্দ হলেও সঙ্কট হত না।

০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৪৭

এম এস মিজানুর রহমান বলেছেন: ধন্যবাদ

২| ০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

অতৃপ্তচোখ বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা। সবার মনেই স্পর্শনীয়। একেই বলে বুঝি ভালোবাসা_______

কবি'কে অভিনন্দন। শুভকামনা

০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৪৮

এম এস মিজানুর রহমান বলেছেন: ধন্যবাদ

৩| ০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২১

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর ++

০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৪৮

এম এস মিজানুর রহমান বলেছেন: ধন্যবাদ

৪| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:৫৬

আলম দীপ্র বলেছেন: প্লাস :-B !
আরো ভাল লিখে চলুন নিরন্তর !
শুভকামনা !

০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৪৮

এম এস মিজানুর রহমান বলেছেন: ধন্যবাদ

৫| ০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

এহতেশাম আহমেদ বলেছেন: শুভকামনা কবি! অসাধারণ সু্‌ন্দর উপস্থাপনা ভালবাসার গভীরতা, সময় ও ক্ষনগুলো প্রকাশের। তবে একটি মাত্র শব্দের সাধু রুপের ব্যবহার ও কিছু শব্দের বানানের দিকটা কবি খেয়াল করবেন এবং আরও অনেক অনেক কবিতা আমরা উপভোগ করবো এই কামনা করি।

০৩ রা জুলাই, ২০১৬ রাত ৮:৩২

এম এস মিজানুর রহমান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.