নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম এস মিজানুর রহমান

এম এস মিজানুর রহমান › বিস্তারিত পোস্টঃ

চারুলতা (সেই মেয়েটি)

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪১



এই মামা যাবেন?? কার্জনহল?
.
যাব,,,
.
কত??
.
৪০ টাকা,,,,,
.
২৫ টাকা দিব,,, যাবেন?
.
আচ্ছা ৩০ টাকা দিয়েন,,,
.
আমি, চারু আর চারু'র এক মোটা ট্রলি ব্যাগ ছোট্ট রিকশায়,,,,চারু ভয়ে বারবার বলতেছে :- মামা আস্তে রিকশা চালান, পড়ে যাব। সাথে সাথে আমিও বলে উঠি :- মামা আস্তে চালান, চারু পড়ে যাবে,,,,। সাথে সাথে চারু অল্প খেপে গিয়ে বলে :- ইশস্ মিজান চুপ,,,,।
.
[যতবারই কার্জনহলে যেতাম প্রতিবারই ভাবতাম,,,,, ঢাকা ভার্সিটির সবখানেই তো চারু'র সাথে ঘুড়ছি শুধু এই কার্জনহলেই কখনো চারু'র সাথে আসা হয়নি,,, অনেক ইচ্ছে ছিল চারুকে কার্জনহল দেখাব,,, জায়গাটা খুব ভালো লাগে আমার ]
.
দেখলি তোর এত বড় ট্রলি ব্যাগের জন্য মামা রিকশাবাড়া বেশি নিচ্ছে।
.
আমার কি দোষ,,,, তুই ই তো বললি বড় ব্যাগ কিনতে,,,,।
.
হুম,,,, মামা রিকশা গেইটের ভেতরে ডুকিয়ে দেন।
.
মিজান, চল ওখানে বসি। ফাকা আছে।
.
না,,, আমার সাথে আয়। ঐ দিকে বসব।
.
মাইজান জায়গাটা অনেক সুন্দররে,,,, এখানে একটা বাড়ি করতে পারলে থেকে যেতাম।
.
কিন্তু আমি থাকতাম না। আমার ঢাকা থাকতে ভালো লাগে না।
.
আহারে,,, তাহলে কোথায় থাকতে ভালো লাগে?
.
চিত্রা নদীর পারে,,,,
.
দুনিয়াতে এত নদী থাকতে চিত্রা নদীর পারে কেন? কেউ থাকে নাকি তোর ওখানে?
.
আরে না,,,, কে থাকবে,,, আমার কি কেউ আছে নাকি ওরকম,,,,!!!
.
তাহলে ওখানে থাকতে চাচ্ছিস কেন???
.
এমনি,,,, ভালো লাগে তাই,,,
.
ওও আচ্ছা,,, তাহলে থাকিস তুই তোর চিত্রা নদীর পারে।
.
চারু জানিস আমরা যেখানে বসে আছি, ঠিক এখানেই "চিত্রা নদীর পারে" ছবির শুটিং হয়েছিল।
.
কার্জনহলে,,,
.
হা,,,
.
কিন্তু এটা আবার কোন মুভি,,,,যাই হোক আমি তোর মত এত বাংলা মুভি দেখিনা।
.
আর এই যে আমি বসে আছি, ঠিক এই জায়গায় তৌকির আহমেদ ছবিতে বসে ছিল। তার ঠিক কিছুদিন পরই তৌকির আহমেদ মুভিতে মারা যায়।
.
মিজান তোর এসব আজাইরা চিন্তা বাদ দিয়ে জলদি খাঁ তো,,,,
.
আমি আর খাব না,,, তুই খাঁ বাকিটুকু,,,,
.
বিরিয়ানিটা বেশি ভালো হয়নি তাই না। সব মসলা ছিলনা,,, আর খুব দ্রুত রান্না করে চলে আচ্ছিতো,,,,,,
.
আরে গাধী,,, আমি কি বলছি ভালো হয়নি,,,, তুই আমার জন্য যা রান্না করিস তাই আমার কাছে সবচেয়ে স্বাদের খাবার।সে খাবারে মসলা দিলেই কি আর না দিলেই কি। শুধু তুই রাঁধলেই হলো,,, তুই যে শ্রেষ্ঠ রাঁধুনি।
.
হইছে মাইজান,,,, তুমি বললা আর তাতেই বুঝি আমি শ্রেষ্ঠ রাঁধুনি হয়ে গেলাম,,,,,,
.
আমি একা বললাম কই,,,,, সবাই তো বলে চারু অনেক ভালো রান্না করতে পারে।
.
তাহলে সবটুকু খেলিনা কেন,,,,
.
বারে,,,, তুই না বললি তোর ক্ষুধা লাগছে,,,
.
হাহাহা,,,,, আচ্ছা দে খাই,,, সত্যিই অনেক ক্ষুদা লাগছে,,,, আর ব্যাগে ঐটা কিসের পতাকা লাগাইছিস,,,বাঝে লাগতেছে,,,, খুলতে পারিস না,,,,!!!
.
সময় পাইনা খোলার,,,,,
.
ইস্ কত ব্যাস্থ মানুষ আপনি,,,,সময় পাননা,,,,,দে আমি খুলে দেই।
.
চারু পতাকা খুলতে খুলতে বলল :- তুই দেশকে অনেক ভালোবাসিস তাই না,,,!!!
.
হুম বাসি, অনেক ভালোবাসি,,,
.
তাই নাকি,, আর কাকে কাকে অনেক ভালোবাসিস,,,!!!
.
আর তোকে অনেক ভালোবাসি,,, আর তোকে অনেক ভালোবাসি,,,,, আআআ আর তোকে অনেক ভালোবাসি,,,,,,,,,
.
এই নে খুলে দিছি,,,,এখানে মুছে নিস, ময়লা হয়ে গেছে পতাকার নিচে।
.
আচ্ছা,,,,,,
.
চল এবার উঠি, সন্ধা হয়ে যাচ্ছে।
.
চল,,,,
.
মিজান শুন,,,,, এত বেশী ভালোবাসিসনা,,,,!!!
.
কাকে,,,,
.
কিছুনা চল,,,,!!! আমাকে কোলফি কিনে দে,,,
.
কিন্তু তোর তো ঠান্ডা,,,
.
ইশস্,,,তুই কোলফি খাওয়ালে ঠান্ডা ভালো হয়ে যাবে,,,তুই তো ডাক্তার,,,
.
হাহাহা,,, আচ্ছা ওখানে বসে খেয়ে নে,,,
.
না,,, আজ রিকশায় বসে দু'জন কোলফি খেতে খেতে বাসায় যাব,,,!!!
.
ওহহ,,, তুই একটা পাগলী,,,
.
আর তুই সেই পাগলীর পাগল,, ,!!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:




ভাবছিলাম, এই ডায়ালগের শেষ হবে না কোনদিন, বাঁচা গেলো, শেষ দেখলাম।

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

এম এস মিজানুর রহমান বলেছেন: ধন্যবাদ

২| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১২

পুলক ঢালী বলেছেন: ভালই লিখেছেন । লিখতে থাকুন।

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

এম এস মিজানুর রহমান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.