নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম এস মিজানুর রহমান

এম এস মিজানুর রহমান › বিস্তারিত পোস্টঃ

♥চারু♥

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭

হ্যালো
.
চারুকে ফোনটা দাও
.
আপনার চারু নাই,,,!!!
.
নাই মানে,,,!!! এত সকালে কোথায় গেছে।
.
হোস্টেলের বাহিরে গেছে।
.
ওহু টুকটুকি,,,এইবার কিন্তু সত্যিই রাগ উঠতেছে। কোথায় গেছে সত্যি করে বল।

.
[টুকটুকি চারু'র রুমমেট। লম্বা করে ফর্সা সোলার মত চিকন এই মেয়েটিই সর্বপ্রথম চারুকে বলেছিল """ছেলেটা তোকে অনেক ভালোবাসেরে চারু """আমি সেদিন খুব মনোবল নিয়ে টুকটুকির সাথে দ্বিমত পোষন করেছিলাম। কিন্তু চারু ঠিকই জানত আমি মিথ্যা বলতেছি। ]
.
আহারে আমারো এত সখ নাই আপনাকে রাগানোর,,,, আপনার চারু জগিং করতে গেছে।
.
হঠাৎ জগিং করতে গেল,,,, কেন !!!
.
আমি কি জানি,,,আপনিই নাকি আপনার চারুকে মোটকি বলছেন। আর উনি খুব ভোরে হোস্টেলে সরগুল করে দৌড়াইতে চলে গেছেন।
.
কোথায় গেছে,,,!!!
.
কোথায় আবার,,,চন্দ্রিমায়।
.
আচ্ছা পরে কথা হবে।

[ চারু খুব অল্পতেই জিদ করে বসে, রাগ কিংবা অভিমান যাই বলি চারু'র মাঝে একটু বেশিই আছে,,,ঠিক আমার মত,,,ভাগ্যিস দু'জন একসাথে অভিমান করিনা। ]
.
আমি তখনি চন্দ্রিমায় চলে গেলাম। আর যথারীতি চারুকে অনেক খুজার পর পেয়েও গেলাম।

ঐ চারু থাম এইবার,,, আর দৌড়াইতে হবে না,,,অনেক সুকাইছিস।
.
না আরো এক ঘন্টা দৌড়াবো,,,, তুই যা এখান থেকে।
.
হাহাহা,,,, হাতি এক ঘন্টা দৌড়ালেই আর সারাদিন দৌড়ালেই কি আসে যায়।
.
eeeeeeeeee,,,, মিজাইন্যা আবার যদি হাতি বলছস,,,, জীবনেও কথা বলবনা তোর সাথে।
.
আচ্ছা বলিস না,,,তাও চল আর জগিং করতে হবেনা। পরীদের চিকন হওয়া লাগে না। পরীরা সবসময় সুন্দর।
.
ইশস আবার পাম দেওয়া শুরু করছিস।
.
পাম দিব কেন। সত্যিই তুই পৃথিবীর সবচেয়ে কিউট মেয়ে।
.
হইছে এইবার চল,,,,,,,,,
আচ্ছা মাইজান আমি যদি চলে যায় তখন কি করবি।
.
কি করব আর,,,বসে বসে তোর আর আমার গল্প লিখব।
.
হাহাহা,,,,, আচ্ছা লিখিস।

,,,,,,,
,,,,,,
,,,,,,

মরে যাব,,,,
.
মরে যাব মানে,,,,,
.
কিছুনা,,,চল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.