![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি
মোঃ মিজানুর রহমান
...................
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি!
শুনতে চাও কতটুকু ভালোবাসি?
যতটুকু তুমি শুনতে চাও -
তার চেয়ে বেশী ভালোবাসি।
যতটুকু আমি বলতে পারি -
তার চেয়ে বেশী ভালোবাসি।
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি!
অনেক ভালোবাসি,
আমি তোমায় ভালোবাসি।
জানতে চাও কতটুকু ভালোবাসি?
ভালোবাসা যেখানে শেষ হয়-
তার চেয়ে বেশী ভালোবাসি,
কিংবা ভালোবাসা যেখানে ফুরোই না-
তার চেয়ে বেশী ভালোবাসি।
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
সত্যিই ভালোবাসি,
আমি তোমায় ভালোবাসি।
শুনতে চাও কতটুকু ভালোবাসি?
প্রথম সকালে তোমার হাসি যত সুন্দর
তার চেয়ে বেশী ভালোবাসি,
মধ্যদুপুরে তোমার ভেজা চুল,
কিংবা গোধূলি লগণে তুমি যত সুন্দর-
তার চেয়ে বেশী ভালোবাসি।
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি!
শুনতে চাও কতটুকু ভালোবাসি?
আমার দুঃখ যত বেশী-
তার চেয়ে বেশী ভালোবাসি
তোমার সুখ যত বেশী-
তার চেয়ে বেশী ভালোবাসি।
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি!
শুনতে চাও কতটুকু ভালোবাসি?
যতটুকু তুমি আমায় ভালোবাসো-
তার চেয়ে বেশী ভালোবাসি,
যতটুকু আমি তোমায় ভালোবাসি-
তার চেয়ে ভালোবাসি।
অনেক ভালোবাসি-
সত্যিই ভালোবাসি-
এই পাগল আমি তোমায় ভালোবাসি।
আচ্ছা তুমি কি আমায় ভালোবাসো!
নাকি এটা শুধুই দুঃখ
মধ্য রাতের নোনা জল!
ভালোবাসা-
তুমি কি আমায় অনেক ভালোবাসো!
নাকি তার চেয়ে কম,
কিংবা আরো অনেক কম।
আচ্ছা শুধু এতটুকুই বলো-
তুমি আমায় ভালোবাসো ত!
যদি ভালোবাসা তুমি মিথ্যে বলো
তখনো তোমায় ভালোবাসি!
অনেক ভালোবাসি-
সত্যিই ভালোবাসি-
আমি তোমায় ভালোবাসি-
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি!
০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:১২
এম এস মিজানুর রহমান বলেছেন: হাহাহা....আমারও
২| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:২৭
সনেট কবি বলেছেন:
এস এম মিজানুর রহমানের‘ ভালোবাস ‘ কবিতায় মন্তব্য-
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি বেশ
অটুট থাকুক এটি বিচ্ছিন্ন না হয়ে
প্রেমাস্পদে বেঁধে দৃঢ় প্রেমের আগলে
যেন তারা কাছাকাছি থকে আজীবন।
ভালোবাসাবাসি রেশ চলুক চলুক
বয়ে অনিবার স্রোতে ভাসাতে প্রেমের
দরিয়ায় দু’জনায় প্রেম জোছনায়
সুখের ফল্গুধারায় নিরন্ত নিঃশেষ।
কোন তুফান না ভাঙ্গে যেন সে প্রেমের বাাঁধ
সে মত করে গড়তে হবে শক্ত করে
প্রেমের অটুট বাঁধ শক্ত প্রতিজ্ঞায়।
প্রেমেতে চাইনা কাঁচ যা ভেঙ্গে নিমিসে
আনছে মরন ডেকে, সেথায় ইস্পাত
কঠিন বাঁধন কাম্য সাফল্য আশায়।
৩| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:২৯
সনেট কবি বলেছেন: নবম পদের ‘কোন’ শব্দটি বাদ যাবে।
৪| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৩
এম এস মিজানুর রহমান বলেছেন: ধন্যবাদ
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সর্বনাশ আপনিও ভালোবাসেন অয়শ্রিয়াকে ।
১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
এম এস মিজানুর রহমান বলেছেন: হাহাহাহা..।
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৫
ভ্রমরের ডানা বলেছেন:
লাইনে লাইনে ভালবাসা...
১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
এম এস মিজানুর রহমান বলেছেন: হা..
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:০৮
নায়না নাসরিন বলেছেন: আমার বড়ই প্রিয় নায়িকা![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)