![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জল
মোঃ মিজানুর রহমান
.................
তোমায় নিয়ে কবিতা লিখতে গিয়ে দেখি -
তোমার দেওয়া প্রিয় কলমটায় মরিচা ধরে গেছে
লাল কলমে আজ ধূসরের রাজত্ব।
কবিতার প্রথম লাইন খুজতে গিয়ে খেয়াল হলো
ঘন্টা চারেক বসে আছি -
অথচ এক লাইনও লিখা হয়নি তোমাকে নিয়ে।
তোমার হাসি কান্না চোখ কোনটায় মনে নেই
শুধু তুমিকেই চোখে অল্প অল্প করে ঝাপসা দেখছি।
এই ঝাপসা তুমিটাকে-
আজকাল আমার ভালোবাসা অনেক কষ্ঠের
নির্ঘুম রাত,অচেনা ভোর আর স্বার্থপর জীবন-
এই সব কিছুকেই আমার সময় দিতে হয়।
তারপর এসে নিঃস্বার্থ ভালোবাসা-
ক্লান্ত নিঃশ্বাসে আমার হৃদয়কে বলে-"আমি বেঁচে আছি!"
তোমার বেচে থাকার নিঃশ্বাসে-
আমার চোখে জল আসে;
তোমার মুখের হাসির জল।
২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২৮
এম এস মিজানুর রহমান বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে মে, ২০১৮ রাত ১২:০৭
প্রামানিক বলেছেন: দারুণ
২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২৮
এম এস মিজানুর রহমান বলেছেন: ধন্যবাদ
৩| ২৩ শে মে, ২০১৮ রাত ২:১১
অনুতপ্ত হৃদয় বলেছেন: দারুন হয়েছে ভালো লেগেছে।
২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২৮
এম এস মিজানুর রহমান বলেছেন: ধন্যবাদ
৪| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: --- মুখ হা করে কি করো?
---হাওয়া খাই!
---হা করে কেন?
---হাওয়া তো বাতাস; তাই।
---ওহ। খেতে ভালো?
---না। রান্না ভালো হয়নি। খেয়ে দেখো।
---তাই তো! টক টক লাগছে।
---তুমি ভুল বলছ; কিছুই লাগছে না।
---ওহ। ঠিকই। কে রান্না করেছে; বাতাস?
--- মনে হয় মেঘ।
---মেঘকে বলো তবে।
২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২৮
এম এস মিজানুর রহমান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৮ রাত ১১:৩৪
কাইকর বলেছেন: আহা....ভালবাসা