নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম এস মিজানুর রহমান

এম এস মিজানুর রহমান › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত গল্প

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১:২৪

সচরাচর চারু'র সাথে খুব গভীর রাত পর্যন্ত কথা হয়না আমার। প্রায় প্রতিরাতই কথা বলার মাঝেই ১টা ২টার দিকে আমি ঘুমিয়ে পরি। তারপর চারু একা একাই ঘুমন্ত আমার সাথে কথা বলত, এক পর্যায়ে যখন আমি নাক ডাকা শুরু করতাম তখন সেই শব্দটা মোবাইলে রেকর্ড করে পরদিন আমার সামনে টুকটুকিকে শোনাত আর টুকটুকি মিরাক্কেলের মত ফিক ফিক করে হাসত আর মহারাণী বসে মজা নিত।

**
‌ কাল চারু ফুলবাড়ি চলে যাবে, দুদিন পর রোজার ঈদ। ভোর সাড়ে চারটা, আজ আর আমার ঘুম আসছেনা। আগামি ৪-৫ দিন চারু'র সাথে দেখা হবেনা, এটা ভাবতেই আমার চোখে জল চলে আসতেছে। চারুকে বললাম; তোর বাস কখন কালকে। আমার তোকে খুব দেখতে ইচ্ছা হচ্ছে।
‌চারু বলল: ঈদের আগে আর দেখা হচ্ছে না। আমার সকালের অনেক কাজ বাকি। সকাল ১০ টায় আমার বাস। এখন ফোন রাখি, পরে কথা হবে। এটা বলেই কলটা কেটে দিল।

**
‌সকাল সাতটা, চারু'র কল। কলটা রিসিভ করতেই চারু বলল: কিরে ঘুমাসনি। প্রথমবারেই কল রিসিভ করে ফেললি..!!!
: না ঘুম আসছে না। চারু আমি মিরপুর আসি?
: না থাক, মিরপুর আসতে হবেনা। তুই বাসার নিচে নাম। আমি আম গাছটার নিচে দাড়িয়ে আছি।
: বসার নিচে দাড়িয়ে আছিস মানে...!!! বাহিরে ত বৃষ্টি হচ্ছে।
: হলে সমস্যা কি,,,তুই ত বৃষ্টি খুব ভালোবাসিস। এক মিনিটের মধ্যে নামবি। আমার সময় নেই। বাস মিস হয়ে যাবে দেরি হলে।

[ আমি দৌড়ে নিচে গিয়ে দেখি পিংক কালারের ছাতাটা হাতে নিয়ে বৃষ্টির মাঝে দাড়িয়ে পরির চেয়েও সুন্দর মেয়েটা থরথর করে কাপছে। আমাকে দেখতে পেয়েই চারু মুসকি হাসি দিল। টোল পরা গালে স্বর্গময় সে হাসি, যতবার দেখি ততবার নতুন করে সে হাসির প্রেমে পড়ি। ]

: চারু এত সুন্দর করে হাসবিনা ত,,, হৃদয়ে রক্তক্ষরণ হয়।

: আচ্ছা হাসবোনা,,, তোর হৃদয়ের রক্তক্ষরণ শেষ হয়ে থাকলে আমি যাই এবার।

: কোথায় যাবি, মত্রই ত আসলাম...!!!

: মাত্র আসলেও কিছু করার নেই। মিরপুর যাওয়ার আগে মণীপুরি পাড়া যেতে হবে।

:আমিও যাবো...!!!

: না,, তোকে নিবোনা,,, তুই আসার সময় মন খারাপ করবি। তারপর আমারও খারাপ লাগবে।

: মন খারাপ করবনা,,,আচ্ছা নিবেদিকা পর্যন্ত যাই।

: ইশস্... আচ্ছা চল।

**

: চারু শোন...!!!
: কি?
: চলদি চলে আছিস...!!!
: ইশস্... আসবনা...।।।

***
মিজান শোন...!!!
: কি?
: তুই একটা পাগল...!!!
: আর তুই সেই পাগলের পাগলী...।।।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: গল্পটা ভালোভাবে শুরু করেছিলেন। কিন্তু ভালো ভাবে শেষ করতে পারলেন না।

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৬

এম এস মিজানুর রহমান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.