নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম এস মিজানুর রহমান

এম এস মিজানুর রহমান › বিস্তারিত পোস্টঃ

চারুলতা

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯



মাঝে মাঝে বসিয়া ভাবি পৃথীবিতে যদি খাদ্য না থাকিত তাহলে আমরা কি খেতাম।
.
বাংলাদেশে কি খাদ্য নেই...!?? আছে হয়তো, নাহলে আমি এতো মোটা হইতেছি কিভাবে...!! কিন্তু তাহলে মানুষ সমুদ্রপথে মৃত্যুর সাথে দেখা করতে পালায় কেন..!!! তাহলে দুই বছরের শিশুটিকে কেন অভিবাসীরর বোঝা মাথায় নিয়ে নৌকা ডুবে মরতে হল..!!
.
হঠাৎ করে মোবাইল বেজে উঠলো। একটা নাম্বার, "চারুলতার নাম্বার " । আমার প্রাণের
বান্ধবী।
.
চারুলতাকে বলিলাম, "আচ্ছা চারু, পৃথিবীতে
যদি খাদ্য না থাকিতো, তবে আমরা
কি খেতাম ...???"
.
"মানে...???"
.
"মানে, কি খেয়ে আমরা বেঁচে
থাকতাম...???"
.
"ধুর, কি আবল-তাবল বকছিস...???"
.
চারুলতা রাগ হয়ে ফোন কেটে দিলো। চারুলতা একটা
দুর্বল মেয়ে। এসব খাদ্য সংক্রান্ত জটিল
চিন্তা-ভাবনা ওঁর মাথায় ঢুকবে না।
.
চারুলতার কথা ভাবতে ভাবতে, হঠাৎ করে
আমার মধ্যে দিব্যজ্ঞানের উদয় হইলো।
আবারও চারুকে ফোন দিলাম...!!!
.
"হ্যালো চারু...???"
.
"হুম।"
.
"সমস্যার সমাধান হয়ে গেছে।"
.
"কিসের সমস্যা...???"
.
"খাদ্য সমস্যা।"
.
"ওহ্ .. কি সমাধান পেলি...???"
.
"পৃথিবীতে খাদ্য না থাকিলে, আমি শুধু
তোর মুখের দিকে তাকিয়ে যুগ যুগ পার
করে দিতে পারতাম।"
.
"যাহ শয়তান...তুই আসলেই একটা পাগল...!!!...!!!"

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

আকিব হাসান জাভেদ বলেছেন:
চারুলতা
তুমি সেজেছো কালো টিপে
চারুলতা
তুমি হেসেছো বাকা ঠোঁটে
চারুলতা
তুমি চেয়ে আছো লাজুক চােখে।
চারুলতা
তোমার অপরুপ রুপের
দুলছে ঢেউ
অধমের এই বুকে।
চারুলতা
আমি র্নিভুল ভাবে
একেছি তােমার ছবি
কালিহীন আমার মনে।
চারুলতা
আমি আসবো রােজ
তুমি পড়বে কালো টিপ
কপলের মধ্যেখানে।।

চারু নামে যেমন গুনে ও তেমন ।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: বাহ !!!
তবে আমার খাদ্য দরকার। কারো মুখ আমাকে হয়তো সাময়িক আনন্দ দিত। কিন্তু ক্ষুধা দূর করতে পারতো না।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: লুতুপুতু...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.