![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা ছিল আমার ঘুম আসবে তোমায় ভেবে
মধ্য রাতের গভীর আবেগ-
ভোরবেলায় এসে আমার মুখে হাসি ফোটাবে।
দুপুর গড়িয়ে সন্ধ্যে হল-
তোমায় ভেবে আমার মুখে হাসি ফোটেনি,
আমার স্বার্থপর ভালোবাসা তার কথা রাখেনি।
কথা ছিল আমার দিনের শুরু হবে তোমার ভেবে
মধ্যাহ্নের দীর্ঘশ্বাস শেষ বিকেলে এসে -
তোমার স্পর্শে ভালোবাসার রং ছড়াবে।
আজ তোমার স্পর্শ আমার ভালোবাসায় রং ছড়ায়নি,
আমার স্বার্থপর ভালোবাসা তার কথা রাখেনি।
দিনের ক্ষাণিক একটু সময় আমি তোমায় ভালোবাসিনা
কথা ছিল আমি তোমায় দিনের প্রতিক্ষণ ভালোবাসিব,
আমার নিঃস্বার্থ ভালোবাসা তার কথা রাখেনি।
কথা ছিল -
একটা লাল বেনারসি
দু'হাতে গুচ্ছ কাঁচের চুড়ি
কপালে মধ্যিখানে টুকটুকে লাল টিপ
আর তোর টোল পড়া গালে-
মিষ্টি হাসি নিয়ে আমাকে বলবি-
"ভালোবাসিস তো আমায়!"
আমি অপেক্ষায় ছিলাম -
তোর ভালোবাসা কথা রাখেনি!
১৯ শে মে, ২০২০ বিকাল ৫:০০
এম এস মিজানুর রহমান বলেছেন: ধন্যবাদ
২| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪
রাজীব নুর বলেছেন: আহা!!!
বেশ বেশ !!!
১৯ শে মে, ২০২০ বিকাল ৫:০১
এম এস মিজানুর রহমান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৭
হাবিব বলেছেন: সুন্দর........।