নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশা ব্যবসা ও চাকরি। জ্ঞানভিত্তিক জীবনদর্শনে বিশ্বাসী। নির্জনে ও নীরবে প্রকৃতির নৈসর্গিক রূপ উপভোগ করতে ভালোবাসি। বই পড়তে, ভ্রমণ করতে, একলা চলতে এবং জটিল চরিত্রের মানুষ থেকে দূরে থাকতে পছন্দ করি। –এম. জেড. ফারুক

এমজেডএফ

কথায় নয় কাজে বিশ্বাসী

এমজেডএফ › বিস্তারিত পোস্টঃ

\'চুরি তো চুরি, আবার সিনাজুরি\'

০৩ রা মে, ২০২৪ রাত ১০:৪৮


নীলসাধুকে চকলেট বিতরণের দায়িত্ব দিয়ে প্রবাসী ব্লগার সোহানীর যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তা বিলম্বে হলেও আমরা জেনেছি। যাদেরকে চকলেট দেওয়ার কথা ছিল তাদের একজনকেও তিনি চকলেট দেননি। এমতাবস্থায় প্রায় দুই বছর পর শতভাগ নিশ্চিত হয়ে সোহানি উনার একটি পোস্টে বিষয়টি উল্লেখ করেছিলেন। নীলসাধু যদি দুই-একজনকেও চকলেট বিতরণ করতেন তাহলে আমরা ধরে নিতাম উনার বিতরণের ইচ্ছা ছিল হয়তো সময় ও সুযোগের অভাবে পারে নাই। নীলসাধু নিজেও অস্বীকার করেনি যে উনি চকলেট বিতরণ করেনি। যাই-হোক ব্যাপারটি নিয়ে আমরা সবাই বিব্রত হয়েছিলাম এবং আশা করেছিলাম সবাই এই অনিভেপ্রেত ঘটনাটি ভুলে গিয়ে আবার স্বাভাবিক ব্লগিং-এ ফিরে আসবে।

কয়েকদিন আগে দেখলাম নীলসাধু ব্যক্তিগতভাবে সবাইকে চকলেট আড্ডার আমন্ত্রণ জানিয়েছিল। সেই পোস্টে মন্তব্যের অপশনটি বন্ধ ছিল। তাই আদৌ কেউ সেই আড্ডায় যেতে আগ্রহী কিনা জানা সম্ভব হয়নি। আমি এটিকে পজিটিভলি নিয়েছিলাম এই ভেবে - "পাপের প্রায়চিত্ত করার শুভ উদ্যোগ"!

কিন্তু আজকে আবার সেই ঘটনাকে কমেডিয়ান ভাষায় ব্যঙ্গ করে একটি দৃষ্টিকটূ ও আপত্তিজনক পোস্ট দিয়েছে। মনে করেছিলাম এডমিন পোস্টটি সরিয়ে নেবে কিন্তু নেয়নি।
রম্য রচনা- চকলেট কাহিনী - নীলসাধু

মানুষ কতবড় নির্লজ্জ হলে চুরি করে আবার সিনাজুরি দেখাই!

উল্লেখ্য, নীলসাধুর পোস্টে কমেন্ট অফ থাকায় আমার মন্তব্য জানাবার জন্য সাময়িকভাবে এই পোস্টটি লিখলাম। এখানে আপনাদের মন্তব্যও শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২৪ রাত ১০:৫৭

সোনালি কাবিন বলেছেন: কীয়েক্টাবস্থা!

২| ০৩ রা মে, ২০২৪ রাত ১১:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: লোকটার শুধু নির্লজ্জ নয়, নির্বোধও। একজন জনপ্রিয় ব্লগারের সাথে বাটপারি করে সে কেমনে ভাবল চেপে যাবে?

৩| ০৩ রা মে, ২০২৪ রাত ১১:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: পোষ্ট করে মন্তব্য অপশন বন্ধ রাখা ঠিক না।

৪| ০৩ রা মে, ২০২৪ রাত ১১:০৮

সামরিন হক বলেছেন: দুঃখজনক ঘটনা।

৫| ০৩ রা মে, ২০২৪ রাত ১১:২৬

নীলসাধু বলেছেন: পোষ্ট দিয়েছি আমি।
আমার কথা জেনে আসুন। কার দালালি করতে এছেন ব্লগে নাম বলুন
শুনি

৬| ০৩ রা মে, ২০২৪ রাত ১১:৩৩

নীলসাধু বলেছেন: অনিকেত বৈরাগী তূর্য্য
নিজে বাটপার হলে সবাইকে বাটপারই মনে হবে।

৭| ০৩ রা মে, ২০২৪ রাত ১১:৪৬

অ্যালেকজান্ডার ফ্লেমিং বলেছেন: একটি ইতি টানা বিষয় নিয়ে নীল সাধুর আবার নতুন পোস্ট দেয়া খুবই অনুচিৎ হয়েছে। প্রিয় ব্লগারদের কোন ব্লগারের অসম্মান হয় এমন মন্তব্য ও আচরণ করা থেকে বিরত থাকবার আর্জি রহিল।

৮| ০৩ রা মে, ২০২৪ রাত ১১:৫০

নীলসাধু বলেছেন: অ্যালেকজান্ডার ফ্লেমিং
একটি অসত্য কথা ছড়িয়ে দিয়ে ব্লগার সোহানী অন্যায় করেছেন। আমার বিরুদ্ধে অশালীন কদর্য মন্তব্য করেছেন। সহ ব্লগারদের বিভ্রান্ত করেছেন। এগুলোর সুরাহা হয়নি।

৯| ০৪ ঠা মে, ২০২৪ রাত ১:৫৯

রানার ব্লগ বলেছেন: বিষয় টা যখন সামান্য চকলেট। নিজ দায়িত্বে চকলেট কিনে, মুখে পুড়ে চকলেটের আনন্দ নিন। খেল খতম কাহিনি হজম। আমরা আসলেই শিশু। সকল শিশু ঘুমিয়ে আছে সকল বৃদ্ধের অন্তরে।

১০| ০৪ ঠা মে, ২০২৪ রাত ৩:১৪

কামাল১৮ বলেছেন: বিষটা নিয়ে যত ঘাটাঘাটি করবেন ততই গন্ধ ছড়াবে।

১১| ০৪ ঠা মে, ২০২৪ সকাল ৯:২৯

নীলসাধু বলেছেন: কামাল১৮
সোহানীর পোষ্টে অশালীন কদর্য মন্তব্যের গন্ধ কেমন লেগেছে?

১২| ০৪ ঠা মে, ২০২৪ সকাল ৯:৩১

নীলসাধু বলেছেন: রানার ব্লগ

চকলেট সামান্য ইস্যু নয়।
সোহানী এমন ভুল তথ্য ছড়িয়ে একজনকে হেয় করতে পারেন না। সেই রাইট নেই তার। তিনি মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। আমাকে আক্রমন করে দল বেধে আবার মানহানি করেছেন। আমি তার দেয়া চকলেট ব্লগারদের না দিয়ে কী করেছি?
এটি লজ্জাজনক।

১৩| ০৪ ঠা মে, ২০২৪ সকাল ১১:২৮

এম ডি মুসা বলেছেন: পরিবেশে দূষণ কারী জন্য দায়ী যারা তাদের কে যারা সাপোর্ট করে দুটোই সমাজের অখাদ্য ....... খাদ্যের অভাবে গাছে কাটে আর
তাপমাত্রা বাড়ে, মানুষ কষ্ট পায়। আর পরিবেশ নোংরা করে গন্ধ আসে , গন্ধ ছড়ায় দুটোই খারাপ...।

১৪| ০৪ ঠা মে, ২০২৪ সকাল ১১:৩০

এম ডি মুসা বলেছেন: এই পরিবেশ দূষণ কারী, সমাজকে দূষিত করা মূর্খ লোকের কাজ। তাদের নিজেরই জ্ঞানের অভাব।

১৫| ০৪ ঠা মে, ২০২৪ দুপুর ১২:৩৬

সায়েমুজজ্জামান বলেছেন: ওই ব্যক্তি যখন চকলেট গ্রহণ করেছেন তখনি তার উপর সেগুলো ব্লগার যাদের পাবেন তাদেরকে দিয়ে দেয়ার দায়িত্ব বর্তায়। তিনি সেগুলো দিয়েছেন কী না তা জানানো সাধারণ ভদ্রতা। দেখা যাচ্ছে তিনি সাধারণ ভদ্রতা পর্যন্ত দেখাণি। তাকে নক করে জানতে হলো। এতে তিনি তাকে আনফ্রেন্ড করে ব্লক করে দিয়েছেন। এরপর বলছেন ফেসবুকে কারে রাখবেন না না রাখবেন সেটা তার ব্যাপার। কী ভয়নক মানসিকতা! এ রপর যখন সবাই তার ভুল ধরিয়ে দিচ্ছেন সেখানে তিনি একাই লড়াই করে যাচ্ছেন। নিজে পোস্ট দিয়েছেন। কী মারাত্মক ব্যাপার!

প্রশ্ন হলো এই লোকের স্থান ব্লগে হলো কীভাবে! তার তো অন্য কোথাও থাকা উচিত! তবে যেহেতু প্রকাশক সেহেতু তার অ্যাটিচিউট ঠিক আছে!! সমস্যাটা হচ্ছে এই লোককে যে অভিধায় বিশেষিত করা হোকনা কেন তিনি তার পাল্টা দিচ্ছেন। এজন্য তাকে কিছু বলা নিরাপদ নয়। নিজের সম্মান নষ্ট করতে কে চায়!

মানুষের এক কান কাটা থাকলে রাস্তার এক পাশ দিয়ে হাটে। দুই কান কাটা থাকলে রাস্তার মাঝখান দিয়ে হাটে্। উনিও বেপরোয়া রাস্তার মাঝখান দিয়ে হাটছেন‍।

১৬| ০৪ ঠা মে, ২০২৪ দুপুর ১২:৩৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: এ ভাই, আপনারা যে যাই কন না ক্যানন, আমার কিন্তু ভাল্লাগতিছে! ব্লগে মাঝে মদ্দি ইরাম ক্যাচাল না হলি ভাল্লাগে না!

নীল, আপনার সাথে কি উনার কোন ক্যাচাল ছিলো? উনাকে একদিন ধরেছিলাম, উত্তর করতে পারেন নি, কবে না জানি আমাকে নিয়েও এমন পোষ্ট দেন!

১৭| ০৪ ঠা মে, ২০২৪ দুপুর ১২:৫৩

অর্ক বলেছেন: আরে মিয়া কীসের ইয়ের চকোলেট বিস্কুট নিয়ে পড়ে আছো। আমার সাথে যোগাযোগ কর, চৌরাস্তায় নিয়ে যেয়ে ফুল প্লেট বিরিয়ানি খাওয়াবো। তারপর চা সিগ্রেটও খাওয়াবো। যত্তসব।

১৮| ০৪ ঠা মে, ২০২৪ দুপুর ১:৫০

নীলসাধু বলেছেন: ঋণাত্মক শূণ্য
এই ভদ্রমহিলাকে আমার জ্ঞান পাপী মনে হয়। অল্প বিদ্যা।
তাকে ফেসবুকে ব্লক করে দেয়ায় মনে হয় আতে ঘা লেগেছে। তার সাথে আমার কোন সমস্যা নেই তবে খাতিরও নেই।
তার দলে আবার লোকজন, দালালে ভরা।

১৯| ০৪ ঠা মে, ২০২৪ দুপুর ১:৫১

নীলসাধু বলেছেন: অর্ক
বিরিয়ানি খেলে আবার আপনি পোষ্ট দেবেন নীলসাধু কে বিরিয়ানি খাইয়েছি। সিগারেট খেলেও বলবেন সে সিগারেট খেয়ে ধোয়া ছেড়েছে। পরিবেশ দূষনে সাধু এক নাম্বার। তার দু দিনের ফাসি চাই। ভেজাল সবখানে।

২০| ০৪ ঠা মে, ২০২৪ দুপুর ১:৫২

নীলসাধু বলেছেন: সায়েমুজজ্জামান

মিয়াঁ ভাই দেখি সব একলাই বুঝে ফেলছেন। বিরাট প্রতিভা।

২১| ০৪ ঠা মে, ২০২৪ বিকাল ৩:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার সাহসের তারিফ করতেই হয়।

মডুর অতি প্রিয় এক শিবির কর্মী (এক্টিভিটিজই তার প্রমাণ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়েও নিজেরে ঢাবিয়ান পরিচয় দিচ্ছে বলায় চাঁদগাজীরে,
চাঁদগাজী ও মিরোরডডলকে সেরা ব্লগার বলায় আমাকে ফ্রন্ট পেজ ব্যান করেছে জাদিদ সাহেব।
নীলসাধুর সাথে ক্যাচাল হওয়ায় আমারে ফ্রন্ট পেজ ব্যান করেছিলেন উনি, শুধু তাই নয় ব্লগে এবং ফেসবুকে বিশাল পোস্ট দিয়ে ব্লগ ও ফেসবুক কাঁপিয়ে দিয়েছিলেন।


তাই ব্যান এর হাত থেকে বাঁচতে "'চুরি তো চুরি, আবার সিনাজুরি' পোস্টটি তাড়াতাড়ি সরিয়ে দিন।

২২| ০৪ ঠা মে, ২০২৪ রাত ৮:১৫

সোহানী বলেছেন: ধন্যবাদ আপনাকে বিষয়টি নিয়ে প্রতিবাদ করার জন্য। দীর্ঘ এতো বছরে আমি কিছু বলিনি কারন এসব ছোট বিষয় নিয়ে কথা বলার মতো ইচ্ছে, সময়, ধৈর্য্য নেই।

তবে এখন মনে হচ্ছে, আমিই অপরাধী। ব্লগের মানুষগুলোর জন্য ভালোবেসে সামান্য কিছু জিনিস নিয়ে এ লোকটাকে তা সবাইকে দেয়ার অনুরোধ করে বিশাল অপরাধ করে ফেলেছি। এতোদিন জানতাম, চোরের মায়ের বড় গলা। এখন দেখছি চোরের গলা শুধু বড়ই নয় আরো কিছু ........................... =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৫ ই মে, ২০২৪ ভোর ৫:০৭

এমজেডএফ বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
"চকলেট কেলেঙ্কারি" নিয়ে নীলসাধুর সাম্প্রতিক বাজে ক্যাচালগুলো আপনার নজরেও পড়েছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.