![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমএবি সুজন। এমএসএস (পাস) ডিপ্লোমা ইন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন। তথ্য সংগ্রহ ও রচনা: ক্রাইম পেট্রোল (এটিএন বাংলা), ক্রাইম ফিকশন (জিটিভি), সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস সোসাইটি (ঢাকা মহানগর উত্তর)
সত্যের মৃত্যু নেই। সত্যের ঘাত আঘাত হীরার চেয়ে শক্ত মজবুত। বর্তমান সত্য এক ভাইরাস করোনা। যতদূর জানা যায়, করোনা স্বজনপ্রীতি জানেনা। স্বজনপ্রীতি আত্মীয়স্বজন একমাত্র মানুষ। একমাত্র মানুষই পাপবিদ্ধ হলে তার ঊপযুক্ত শাস্তি পেতে হয় স্বাভাবিক নিয়মে। অভিশাপ মানুষের সহজলভ্য হাতের কামাই। ক্রমাগত অভিশাপের সাজা কোনক্রমেই মওকুফ হবার নয়। এই যে করোনাময় তৃতীয় বিশ্বযুদ্ধের পৃথিবীতে বাঁচার কোন নিশ্চয়তা নেই কারো কাছে অথচ আমরা খাদ্য চুরি ও অহেতুক মজুদের অপচেষ্টায় লিপ্ত আছি। যেসব কারণে মানুষের বিরুদ্ধে করোনার আবির্ভাব সেসব অপকর্ম পরিহার করতে না পারলে আসন্ন মহামারী ফেরানো যাবেনা কোনমতেই। যুগে যুগে অন্যায় অত্যাচার ব্যাভিচার ও লুটতরাজ বিষবাষ্পে আচ্ছন্ন জগতটাকে শায়েস্তা করতে অতীতে পানি, বায়ু ও শব্দ শক্তি দ্বারা বহু মানব সভ্যতাকে ধ্বংস করা হয়েছে। ইতিহাস মরেনা কোনকালে। ইতিহাস থেকেই শিক্ষা নিতে হয় মানুষকে। এখন অদৃশ্য এক প্রোটন অনু করোনা ভাইরাস গিলে খাচ্ছে কত বড় বড় মানুুষ! প্রকৃতি ও পৃথিবীই যেনো মুখ ফিরিয়ে নিয়েছে মানুষের কাছ থেকে। মৃত্যু অনিবার্য মতে তবুও যারা বেঁচে থাকবেন তারা হয়তবা অবশ্যই পৃথিবীতে বসবাসযোগ্য মানবিক মানুষ হবেন। আর যারা এই দূর্যোগময় মূহুর্তে চোরাবালিতে চুরিদারী ও দূর্ণীতির ফায়দা লুটছেন ভেবে দেখুন একটিবার হাতের কাজটিই হতে পারে আপনার আমার জীবনের শেষ কাজ! কাজটি কি হচ্ছে; ভাল কি মন্দ? ভাল না হোক অন্তত মন্দ থেকে বিরত থাকার তাওফিক দান করুন আল্লাহ্! আপনি অতিশয় দয়ালু মেহেরবান। আপনি দয়ার সাগর রহমতের অশেষ দরিয়া অতল। ইয়া মালিক আপনার ক্ষমার পাশাপাশি আপনার রহমত চাই। এই দুটো পেলে বাঁচামরার কোন ভয় নেই মাবুদ। আল্লাহু আকবার! আমিন!
২| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১১
নেওয়াজ আলি বলেছেন: Ameen
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৭
রাজীব নুর বলেছেন: করোনা থেকে মুক্তি কবে মিলবে- এটা কেউ জানে না।