নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন মৃত্য এবং প্রশ্ন

এমএিব সুজন

এমএবি সুজন। এমএসএস (পাস) ডিপ্লোমা ইন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন। তথ্য সংগ্রহ ও রচনা: ক্রাইম পেট্রোল (এটিএন বাংলা), ক্রাইম ফিকশন (জিটিভি), সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস সোসাইটি (ঢাকা মহানগর উত্তর)

এমএিব সুজন › বিস্তারিত পোস্টঃ

মে দিবসের কয়েকটি সংলাপ

০১ লা মে, ২০২০ দুপুর ১২:৪৯

আজ মহান মে দিবস! সকল শ্রমিকদের প্রতি ভক্তি শ্রদ্ধা ও ভালবাসা জানাই। মালিক সাবধান হও শ্রমিক বাঁচাও নতুন পৃথিবী সাজাও

এমএবি সুজন।

আমার লেখা মে দিবসের একটি নাটকের কয়েকটি সংলাপ।

মালিকঃ করোনার কামড়ে কমবেশি সবাই জর্জরিত। তবে দেশে এখনও এমন কিছু ঘটে নাই যে মানুষ না খেয়ে মারা যাবে। কষ্ট করুণ! আমরা সরকারের কাছে পিটিশন দিয়েছি। প্রণোদনা হাতে পেলে সুকিঞ্চিত বিবেচনা করবো ইনশাল্লাহ্! সূতরাং তোমাদের প্রতি এই মুহুর্তে কোন প্রকার করুণা করার সুযোগ নেই।
শ্রমিকঃ আমরা করুণা ভিক্ষা চাইনা, কল্যাণ ফান্ড থেকে আমরা ন্যায্য সাহায্য সহযোগিতা চাই।
মালিকঃ কল্যাণ ফান্ড! ফান্ডতো ফান্টুস মনেকরি খাইফালাইছি
শ্রমিকঃ মানে? আমাদের হক মেরে খাবেন?
মালিকঃ কল্যাণ তহবিল কোনদিন কাজে লাগেনা তাই তোমাদের হকের সৎকার করেছি।
শ্রমিকঃ আমরা ক্ষুধার্ত বাঘ! এখন তোর গোস্ত খাবো আমরা।
মালিকঃ ছিঃ ছিঃ মানুষের গোস্ত খাওয়া যে হারাম তা তোমরা জানোনা?
শ্রমিকঃ জানি। হারামীর গোস্ত খাওয়া হারাম হবেনা। কাঁকড়া হুজুরের ইউটিউব পাইছি। সাবক্রাইব কইরা দেখ হারামজাদা............

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২০ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: সংলাপে জোর আছে, তেজ আছে। মজা আছে।

২| ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

নেওয়াজ আলি বলেছেন: দুনিয়া মজদু এক হও । লড়াই করো অধিকার এবং স্বাধিকারের জন্য। তোমাকে মানুষ হিসাবে বাঁচতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.