নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন মৃত্য এবং প্রশ্ন

এমএিব সুজন

এমএবি সুজন। এমএসএস (পাস) ডিপ্লোমা ইন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন। তথ্য সংগ্রহ ও রচনা: ক্রাইম পেট্রোল (এটিএন বাংলা), ক্রাইম ফিকশন (জিটিভি), সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস সোসাইটি (ঢাকা মহানগর উত্তর)

এমএিব সুজন › বিস্তারিত পোস্টঃ

ডু এন্ড ডাই অর বি কা্ইন্ড এন্ড ইনজয় বেটার!

০৫ ই মে, ২০২০ ভোর ৪:০১

ডু এন্ড ডাই অর বি কা্ইন্ড এন্ড ইনজয় বেটার!

এমএবি সুজন

কথা হচ্ছে মসজিদ অলাভজনক ধর্মীয় প্রতিষ্ঠান সেখানেতো অর্থনীতির চাকা নেই তাই ওসব বন্ধ। পঙ্গপাল প্রতিরোধ করা সরকার তথা কারো বাপদাদার পক্ষে সম্ভব নয় তাই গার্মেন্টস সচল জলজলা। দিনে দিনে গণপরিবহনও ফুলে ফুঁসে উঠছে। মার্কেট শপিং মল খোলা তাতে আর অসুবিধা কোথায়? সম্ভব হলে ব্যক্তিগত ও পারিবারিকভাবে জনবহুল হাটবাজার মার্কেট শপিং মল ত্যাগ করি ঈদের কেনাকাটা বর্জন করি সামাজিক নৈকট্য বয়কট করে জেনেশুনে করোনার বিষপান করা থেকে সবাই বিরত থাকি। আসছে নতুন পৃথিবীতে বাঁচার আশা আছে তাই আরও বেশি সচেতন হই সাবধান ও সতর্কতা অবলম্বন করি। এসব কি হচ্ছে কেন হচ্ছে হায়হুঁতাশ দীর্ঘশ্বাস! এটা কি ওটা কেন কি করিলে কি হবে এসব লেকচার দেই মৃত্যুর আগে আরও কি কি করা দরকার সেসব নিয়ে ভাবিত করি। প্রতিপালকের কাছে ক্ষমা চাই প্রতি ওয়াক্তে তওবা করি। এখন লকডাউন এর বিপরীতে ডু এন্ড ডাই কন্ডিশন চলছে। দিনশেষে জীবন জীবনের জন্য নিজের সেরাটা উপহার দেই। ইয়া আল্লাহ্ হামকো হেদায়া গুনাহেবে আদদ রবা রেবস্তাম হাজারাবার তওবাহা সেকাস্তাম হার তরফছে হুকে হাম খারওতবা আপরেহাম তেরে দরবার আয়েলা বুজুর্গি নেহি হামকো জরুরাত গোলাম আপনা বানা হামকো খোদায়া। আমিন!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২০ ভোর ৫:১৫

ভুয়া মফিজ বলেছেন: আপনার এই পোষ্টটা দারুন হয়েছে। তিন তিনটা ভাষার সমাহার!!! =p~

হেডিং ইংলিশ, মুল অংশ বাংলায়, আর উপসংহার হিন্দি বা উর্দুতে।
উপসংহারে কি কইছেন, বুঝি নাই অবশ্য!! :P

২| ০৫ ই মে, ২০২০ ভোর ৬:১২

নেওয়াজ আলি বলেছেন: চাল তেল চুরির টাকা এবং পিপিই তে কামনো টাকা খরচ করবে এখন শপিং করে।

৩| ০৫ ই মে, ২০২০ সকাল ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


মসজিদ কমিটিগুলো ব্যবসা পাচ্ছেন না?

৪| ০৫ ই মে, ২০২০ সকাল ১০:০৮

নজসু বলেছেন:




থ্যাংক আপনাকে বহুত খুব।

৫| ০৫ ই মে, ২০২০ দুপুর ১২:০২

সাইন বোর্ড বলেছেন: নিজের দায়িত্ব নিজেই নিতে হবে ।

৬| ০৫ ই মে, ২০২০ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: মসজিদ গুলো আজীবন বন্ধ থাকলেও কোনো সমস্যা নাই।
মসজিদে মানুষের ভাতের ব্যবস্থা করে না। কলকারখানা খোলা থাকলে মানুষ দুটো খেতে পারবে।

৭| ০৬ ই মে, ২০২০ দুপুর ১:১৬

পদ্মপুকুর বলেছেন: রাজীব নুর বলেছেন: মসজিদ গুলো আজীবন বন্ধ থাকলেও কোনো সমস্যা নাই। মসজিদে মানুষের ভাতের ব্যবস্থা করে না। কলকারখানা খোলা থাকলে মানুষ দুটো খেতে পারবে।

আপনার এই চিন্তা সুস্থ চিন্তা না। জীবনটা যদি শুধু 'খেতে পাওয়া'র নিমিত্তেই হতো, তাহলে এই পৃথিবীর অনেক কিছুই সৃষ্টি হতো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.