![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমএবি সুজন। এমএসএস (পাস) ডিপ্লোমা ইন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন। তথ্য সংগ্রহ ও রচনা: ক্রাইম পেট্রোল (এটিএন বাংলা), ক্রাইম ফিকশন (জিটিভি), সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস সোসাইটি (ঢাকা মহানগর উত্তর)
পিতামাতার অবাধ্যতায় জাহান্নামের বাতাস লাগে গায়
এমএবি সুজন
বৃদ্ধরাও শিশু তাঁরাও বলতে চায় কতকিছু! সেসব শোনার মত চারদিকে কান আছে, দেখার মত চোখ আছে তবে তেমন দেহমন নেই যেখানে সেখানেই শিষ্টাচার শিক্ষার অভাব পারিবারিক ও সামাজিক প্রথায়। বিবিধ ভারসাম্যহারা সহায় সম্বল ও অর্থহীন বৃদ্ধরাও অবুঝ শিশুর মত বেসামাল অথচ চিরঋণী হওয়া স্বত্তেও আমরা শিশুর তুলনায় একজন বৃদ্ধকে সমান সুলভ ভালবাসা দিয়ে আদর ভালবাসা ও মায়া মমতায় ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গি কিংবা মানবিক ব্যবহারে মুগ্ধ করতে পারিনা। আমরা মানুষ কেবল স্বার্থের টানে পঞ্চমাত্রায় কানপড়া খাই অনবরত অমানুষ হয়ে যাই। শিশুরা সংসারে স্বর্গ আনে। বৃদ্ধরাও জীবনের সাকুল্য বিনিময়ে দোয়া ও দয়া করে চিরতরে বেহেশতের সাজানো বাগান রেখে যান অনুজদের মাঝে যা অর্জন করা এবং ধরে রাখতে তাঁদের সাথে অতিসহনশীল বিনয় নম্রতা ভদ্রতার ব্যবহার প্রদর্শণ অতীব দরকার যেমনঃ সন্তানদের বাধ্যতায় ও কোমল আচরণে পিতামাতার আত্মাচক্ষু শীতল হয় রোগশোক ভুলে যায় তারা। তাঁদের মন থেকে তখন সংসারের প্রতি দোয়াখায়ের ও বরকতের মাহফিল হয়। আমাদের জানপ্রাণ কলিজার টুকরা শিশুবাচ্চাদের জায়গা সবার কোলে বুকেপিঠে, মাথার উপরে আর বৃদ্ধ নরনারীর বাস্তবতা কোথায়? বয়স্করা অসহায় তথাপি তাদের পারিবারিক কিংবা সামাজিক বোঝা মনেকরা অমানবিক ও পাশবিক বটে। আমরাও বৃদ্ধ হবো। আল্লাহ্! আমাদের কি হবে? শিশুদের চেয়ে বৃদ্ধরা বেশি অসহায় তারা নিঃসঙ্গতার সাগরে নিমজ্জন। শিশুর মত তাদেরও আছে সৌহার্দ্য সংস্পর্শ আর সময়ের প্রয়োজন।
২| ০৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৪৬
রাজীব নুর বলেছেন: সন্তানের উচিত বাবা মার প্রতি লক্ষ রাখা। মাঝে বাবা মাকে নিয়ে বাইরে খেতে যাওয়া, বেড়াতে যাওয়া।
৩| ০৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৫২
চাঁদগাজী বলেছেন:
আপনি কি নাটকের স্যুটিং করছেন?
৪| ০৫ ই মে, ২০২০ রাত ৮:৩৮
পলাতক মুর্গ বলেছেন: ++++++++++++++
অত্যন্ত সঠিক কথা। শুধু নিজের বাপ-মা নয়, বরং যুবক বয়সে আপনি যে কোন বৃদ্ধ/বয়স্ক লোককে সাহায্য এবং শ্রদ্ধা করলে আপনি যখন বৃদ্ধ হবেন তখন লোকে আপনার সাথে একইভাবে ভাল আচরণ করবে।
৫| ০৫ ই মে, ২০২০ রাত ১০:৫২
নেওয়াজ আলি বলেছেন: সুজন ভাই কতজন মানে এমন কথা। বৃদ্ধ আশ্রয় কেন্দ্র বাড়তেই আছে
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০২০ বিকাল ৪:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আরো লিখুন।
আরো পড়ুন।
ভালো থাকুন সব সময়।