![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমএবি সুজন। এমএসএস (পাস) ডিপ্লোমা ইন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন। তথ্য সংগ্রহ ও রচনা: ক্রাইম পেট্রোল (এটিএন বাংলা), ক্রাইম ফিকশন (জিটিভি), সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস সোসাইটি (ঢাকা মহানগর উত্তর)
হঠাৎ ঘন্টুর কাছে শুনলাম আমাদের খুদবান্দি পশ্চিম পাড়ায় গোটকা আসছে। আমাদের সিরাজগঞ্জে আঞ্চলিক ভাষায় চ্যাংকাটার হাজামদের গোটকা বলে। গোটকার ভয়ে যন্ত্র মুঠ করে পালিয়ে গেলাম। আকন্দ বাড়ীর পিছে পাটক্ষেতে লুকিয়ে ছিলাম আমি, অকোবার আর গেদা সাইদুল। রাজাকারের মত খবরটা বলে দিয়েছিল চাচাতো ভাই বদি। কারণ সে ইতিমধ্যে চ্যাংদোলা ধৃত হয়েছে। যথারীতি কানটেনে আমাদের ধরে নিয়ে গেল। চাচা মহির খাঁর বারান্দায় গিয়ে দেখি কাটাকাটি শুরু হয়ে গেছে। বাই সিরিয়াল মোট ১৭ জন নগদ কাইটা মুসলমান হলাম। চোখের পানি চালভাজার সাথে চিবিয়ে খাচ্ছি আর হাজাম ব্যাটাকে ভাল করে দেখছি। শালা কি নির্মম! এক বৈঠকে ১৭ জনের চ্যাং কাটলো। অথচ তার কাছে কাপড়ের কোন পট্টি নাই! কাটাচ্যাংএ পট্টির বদলে ছাই দিয়ে ফিনিশিং দিলো। কেয়ারলেছ হাজাম আমাদের কান্না দেখে রোবটের মত বাতচিত করছে মুরুব্বিদের সাথে। প্রায় ৪০ বছর কুডুর খবর জানিনা তবে আজীবন শুভগাছার সেই কুডু হাজামের প্রতি আমি চিরকৃতজ্ঞ। যাহোক ইদানিং হাজাম কুডুর কথা খুউব মনে পরে। কারণ প্রতিদিন তার কার্বনকপি দেখি টেলিভিশনে মহামারী করোনার ব্রিফিং দিয়ে যাচ্ছেন এক প্রভাবশালী মন্ত্রী। কাকতলীয় অবাক কান্ড! কুডু হাজামের চেহারা বাচনভঙ্গি মাশাল্লাহ্ অনেকটাই অবিকল আমাদের বর্তমান মাননীয় ঐ মন্ত্রীর মতো হুবহু। আর এজন্য আমি ব্যক্তিগতভাবে মাননীয় মন্ত্রীর নিকট চিরকৃতজ্ঞ। বিষয়টা মনের ভেতর চাপা রাখতে পারলাম না আবেগ ও বিবেকের ঠ্যালায়। তথাপি আমি দুঃখিত। বক্তব্য অশালীন হলে সবার নিকট আমি ক্ষমা প্রার্থী। ধন্যবাদ চ্যাংকাটা হাজাম সদৃশ মাননীয় মন্ত্রী! দোয়াকরি আল্লাহ্ যেনো কোন একদিন আপনাকে অনেক বড় মূখ্যমন্ত্রী বানায়। আমিন!
২| ০৬ ই মে, ২০২০ রাত ২:৪১
রাজীব নুর বলেছেন: বেশি।
৩| ০৬ ই মে, ২০২০ রাত ২:৪৭
নেওয়াজ আলি বলেছেন: Ameen
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০২০ রাত ২:৩০
মা.হাসান বলেছেন: আমিন।