নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন মৃত্য এবং প্রশ্ন

এমএিব সুজন

এমএবি সুজন। এমএসএস (পাস) ডিপ্লোমা ইন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন। তথ্য সংগ্রহ ও রচনা: ক্রাইম পেট্রোল (এটিএন বাংলা), ক্রাইম ফিকশন (জিটিভি), সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস সোসাইটি (ঢাকা মহানগর উত্তর)

এমএিব সুজন › বিস্তারিত পোস্টঃ

দেহমন সহমরণ!

২০ শে মে, ২০২০ রাত ২:১৫

দেহমন সহমরণ!

এমএবি সুজন

দেহ মরে একেবারে একবার মন মরে কত
যত চাওয়া পাওয়া না পাওয়া না চাওয়া
তত জীবন জীবিকার নানা কষাঘাত শত
বেদনাবশতঃ আরও কত মন মরার মরণকাহন
প্রসঙ্গত যেই মন মায়ায় ভরা সেই মন মরেনাতো
মায়ারমন দেহ ছাড়ি সফর করি
মানুষের মনেমনে মায়াবিলি অনন্ত অবিরত
মায়ামন নিরন্তর নিরিবিলি অসঙ্গত
মনের মৃত্যুদন্ড দেহের যাবজ্জীবন পরাজয়
মন দেহ ছাড়ি উড়াল মারি স্বার্থপর মেলায়
আমরা মনের দামে দেহ নিলাম ধরি যথা
মনের ময়ালে সুজন এমএবি খেয়ালে ধরি
বাহিরে লকডাউন ছতর ভিতরে সদর সারি
ঐ আমি মরিনাইরে দোস্ত আমি আর মরি নাই
এখনও বাঁইচা আছি খোদার ফজলে
দেহমন উচাটন শয়তান সুপারি গাছে ধরে
যেখানে বেশি আদমের বাগান মিলন মেলা
সেখানেই সব কানামাছি শশী শয়তান অটলা
সবই দেহ মন দান দৌলত ধনের দোকানদারী
ফুলের মত পবিত্র অটোমন বাজারে বিকায়
ফুলটাই দেহ মন তার সুবাস বাতাস বয়
পবিত্র ফুল গাছের আগায় দোলে যতক্ষণ
হাতে হাতে ফুলের গন্ধ সুবাস হারায় পুষ্পচন্দন
রঙের ফুল ফুলদানিতে গাছের কথা কয়না
সুন্দর মন দেহ সুন্দর এমন সৌন্দর্য কোথায়?
দেহের বাজার মন্দা আবার মনের বাজারে ধান্ধা
কলিকালের ভাইরাস করোনা কালা জনম আন্ধা
মনের খোরাক ছিরি ছাই প্যাটে নাই দানাপানি
তারেও দিলা ঠুঁস! মারি জীবনের বাত্তি নিভাইলা
তারচেয়েও বেশি জলরাশি রাশি জয় ঝামেলায়
দেহ কিন্তু মনের গোলাম মন বেজার দেহ নিলামে
মনের বিষক্রিয়া হাজার ক্ষতি অযুত নিযুত ভয়
সব ভাইরাসের চিকিৎসা আছে বিজ্ঞান সম্মত নয়
আল্লাহর ওয়াস্তে সাবধানতায় প্রচেষ্টা সফল জয়
মনের ভয় রোগ ক্ষয়রোগ আতংক মৃত্যুতে গড়ায়
মন সাগরে ডোবার কালে যদি আতংক মনেরা
ভয়কে জয় করা যায় আতংক ভাইরাস ছড়ায়
বিপদে আপদ বাড়ে আসমান ভাইঙ্গা মাথায় পড়ে
দেহ দেয় কবর মন তোর হইলো হিসাব খবর!
দৈন্যদেনা দানব হামলা বত্রিশ শত্রু মামলা কয়
দেহ লোভীরাই রিলিফ চোর তোর ফল্লা মারি
ত্রাণবাজ ঘুঘু এই শালা মুখ সামলা; দুলাভাই ক
পরের ধনে ধনী গনি আছো ঈমানদার সাজিয়ারে
হাটে হাড়ি ভাঙ চোরে চুরি মাঙ হারা হারি চ্যাঙ রে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২০ রাত ২:৪৪

নেওয়াজ আলি বলেছেন: মুগ্ধকর লেখা ।

২| ২০ শে মে, ২০২০ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.