![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য সর্বদা সুন্দর । আমি সত্যের সন্ধানী এবং সত্যের পক্ষে। মানুষ ছাড়া আল্লাহর কোন দলিল নাই- সুফিবাদের জনপ্রিয় এই বাক্যে আমার অগাধ বিশ্বাস।
আজ আমি অনেক তৃষিত
আমার প্রাণ আজ পিপাসায় কাতর
গত জীবনের সমস্ত সুখ স্মৃতি জমাট করতে চাই
সুখ চাই সুখ চাই সুখ চাই ।
একটি স্লোগান মুখর সকাল চাই আজ
ব্যর্থতা ক্লান্ত করেছে আমায়
ফেলে আসা অতীত ফেলে আসা দুঃসময়, আজ সুখস্মৃত্ ।
ভূলতে চাই ভূলতে চাই ভূলতে।
একটি হাঁস ডাকা সকাল চাই আমি
ঘুম কাতুরে চোখে চেয়ে দেখতে চাই আমি
ঘোলা জলে হাসের মাখামাখি
দেখতে চাই দেখতে চাই দেখতে চাই ।
অন্তত কালকের সকালটা
ক্ষণজন্মা হয়ে নয়
দীর্ঘায়ু চাই আমি, আগামীর জন্য
বাচতে চাই বাচতে চাই বাচতে চাই।
©somewhere in net ltd.