![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের অব্যক্ত শব্দ গুলো এবার পাবে ভাষা। সাদাকালো অক্ষরের অক্ষরবৃত্তে প্রতিবাদী বাক্য হবে উত্তপ্ত ।।
যেদেশে ১৬ বছর পড়ালেখা করে পড়ালেখার
পাঠ চুকিয়ে চাকরির আবেদন করতে গিয়ে বেকার
যুবক শোনে "অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না",
তখন প্রশ্ন জাগে তাহলে ১৬ বছর ওয়ার্কশপে কাজ
শিখলেই হতো!
যেদেশে পাশ করার ৪ বছরের মধ্যে
প্রেমিকাকে বিয়ে করতে গেলে প্রেমিকার মা
"প্রতিষ্ঠিত পাত্রের" দোহাই
দিয়ে বিদায় করে দেয় সেখানেও প্রশ্ন আসে
১৬ বছর
পড়ালেখা না করে তো ব্যবসার চিন্তা করলেই
হতো... কাড়ি কাড়ি টাকা থাকতো!
এদেশে কি সার্টিফিকেট আর ২ টাকার পুরোনো
নোটের মধ্যে আদৌ কি কোন পার্থক্য থাকছে?
১৬ বছর পড়াশোনা করে যদি ১২ হাজার টাকা বেতনে
সকাল
৯টা টু রাত ৯টা ডিউটির অফার আসে। তাহলে নামের
আগে ওই "অনার্স/মাস্টার্স/ইঞ্জিনিয়ার" ডিগ্রী
শব্দের
দরকার কি? সিএনজি চালিয়েও ১৫-২০ হাজারেরও
বেশী ইনকাম করা যায়! তারুণ্যের হতাশা হাজার
মোটিভেশনাল বাণী শুনিয়ে দূর করা যায়না। রাতারাতি
বদলে দেয়াও যায়না। প্ল্যান কি আপনাদের? আগামী
দশ বছর পর যে আরো কয়েক লাখ যুবক
বেকার হবে তাদের জন্যে পরিকল্পনা কি এখন
থেকেই
করে রাখা উচিত না? নাকি পাশ করে বের হলেই
কোন এক সমাবেশে মোটিভেশনাল স্পীচ
দিয়ে দায় সারবেন। পেটে ভাত না থাকলে
মোটভেশন পিছন দিয়ে পালাবে! ☺☺☺
©somewhere in net ltd.