| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাহতাব বাঙ্গালী
মাহতাব বাঙ্গালী, (চট্টগ্রাম, বাংলাদেশ) এ নামে লিখতেই আমি স্বাচ্ছন্দবোধ করি বেশি। পেশাদার কবি বা লিখক আমি নই; বড়জোর শৌখিন লিখিয়ে বলা যায়। জানিনা কবিতা কি! এরপরেও মনের খোরাক জোগাতেই স্বতঃস্ফূর্ত ভাবগুলো একত্র করে লিখি। হয়তো এর নাম কবিতা বলি।
ভোরের কারাগারে দুয়ার নেই, নেই জানালা, নেই কোনো ছাদ অবগুণ্ঠিত
উন্মুক্ত আকাশের স্বচ্ছ ঢেউয়ে খেলা করছে প্রভাতের হিরন্ময়ী সূর্য
শরতের সে প্রভাত আমায় এনে দাও
তাজা হিমেল বাতাসে পদ্ম সুবাস পাই...
হ্যাঁ! আমি স্বাধীন দেশের নাগরিক
না! কখনো মাস্ক পড়বোনা!
কে? আমার জন্য?
আমি তো আক্রান্ত নই!
আমি দায়ী হতে যাবো কেনো?
আক্রান্ত, মৃত্যু- এসবের জন্য তোমরা নিজেরাই দায়ী!
এইতো ভোটার কার্ড।
এখানে দাঁড়াবো?
না, আমি এখনো ভোট দিইনি!
আমার...
আড়ষ্ট রুষ্ট ঘৃণ্য অতি মন্দ সব অনুভূতি
শ্লোগানে মুখর নাগরিক সড়ক পথঘাট
মঞ্চে আহ্লাদিত জনতার নায়ক
অবোধ জনতা উন্মত্তে নৃত্যরত
সময়ের সায়াহ্নে কিম্ভুতকিমাকার সবই
অবাক শ্রেষ্ট জনতা কংক্রিটের চার দেয়ালে আবিষ্ট
পিতাশের রুনাজারির উৎক্ষেপণ উঠে দশদিক
মাঝপথে...
নিঃসঙ্গ
তবু নই একা
এ একক ভুবন ভেলায়
মুহুর্তের দোতারায় ভাঙছে সে গান
যে গানে অজস্র স্মৃতি আবারো
এক করেছে
এ তোমাকে, এ আমাকে
প্রেম ছিল
গভীরের অগভীর তীরে
প্রতীক্ষিত প্রহরজোড়া
অলংকরণের সাময়িক ব্যাঘাতে
হয়তো নিমীলিত সূর্য
শুভ সকাল আসবেই
প্রেমের আকাশে
এখানে শুভ্রতার...
হে প্রেম
আমি ভ্রমাত্মক; গোধূলির ধূলিকণা,
তুমি উল্কা; ছায়াপথের মহাপ্রাণ
আসো, জ্বালিয়ে দাও আমায়
অন্তর দহনে
© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
২১/০১/২০১৮
ক্ষুধার্ত বলেই
নুন আনতে পান্তা ফুরিয়ে যায়
লোভী বলেই
নুন আনতে পান্তা ফুরানোর ভয় দেখায়
রাজনীতিবিদ বলেই
পান্তা ভাতে ঘি-য়ের ইশতেহার তৈরী করে
© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
১৪/১১/২০২২
বয়সের কৃশকায় পিঞ্জরে যৌবন নীড়
আবাস ধাম গড়ে চলেছে ক্লান্ত শরীর
হাতে পায়ে ইহকাল মননে মহাকাল
নিভে যাচ্ছে সুদীপ্ত কাব্যিক মশাল !
© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
১৪/১১/২০২২
জীবন -
এক সংগ্রামের নাম
এক যুদ্ধের নাম
বোঝাপড়ার নাম
জীবন-
আলো-আঁধারির সমন্বয়ক নাম
হাসি-কান্নার যুগপৎ নাম
মান-অভিমানের পরিপোষক নাম
জীবন-
প্রেমের যুগসন্ধির নাম
বিরহ বিকর্ষণে বিয়োগের নাম
পুনর্মিলনের মহোৎসবের নাম
© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
১৪/১১/২০২২
বুক পাঁজরের দুয়ার খুলে
ধ্যান করেছিলুম তিন শব্দে
“আমি ভালোবাসি তোমাকে”
তারপর-
সময়ের অসংখ্য যোজন-বিয়োজনে
আমি হারিয়েছি আমাকে
© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
১২/১১/২০২২
সবই ঠিক ছিল, চলছিল আপন গতিতে
দ্যুলোক, ভূলোকে আপন স্নেহের প্রভাবে
তারপর দানশীল বিশ্বাস
খুলে দিয়েছে নিরন্তর দুর্ভাবনার দুয়ার!
© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
১২/১১/২০২২
স্বাধীনতা এখন বুক পকেটে
স্বাধীনতা এখন মঞ্চের আড়ম্বরতায়,
শ্রীহীন বক্তৃতায়, অসারের তর্জন গর্জনে
স্বাধীনতা এখন চোখের ইশারায় দৈনিক পত্রিকায়
স্বাধীনতা এখন দূরালাপনীর ওপারের আদেশ-নির্দেশে,
হঠাৎ ব্যাটন চার্জে, ধর-পাকড়ে
স্বাধীনতা এখন রঙ্গপ্রিয় হেডলাইনে, টকশো-র খোশগল্পে
স্বাধীনতা এখন ক্রমবর্ধমান...
©somewhere in net ltd.