নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি অবার বিস্ময়ে বেঁচে থাকি, অবৈধ স্থাপনার মতো উচ্ছেদ হয়ে যাবো কোনো একদিন।

Hasin mahtab

একজন নৈরাশ্যবাদী

Hasin mahtab › বিস্তারিত পোস্টঃ

বেঁচে থাকুন আরেকটি দিনের জন্য

১২ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৪

আপনি ক্রিকেটের অনেক বড় ভক্ত?
- কখনো কি দেখেছেন, এক ওভারে ৪০ রান লাগবে বলে ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে চলে এসেছে?
রাত জেগে ফুটবল খেলা দেখেন? ফুটবল আপনার প্রাণের অপর নাম!
- কখনো কি দেখেছেন ৮-০ কিংবা তারবেশী ব্যবধানে পিছিয়ে থাকা্র জন্য ১০ মিনিট আগে ফুটবলাররা মাঠ ছেড়ে দিয়েছেন?
.
না, কখনোই এরকম চিত্র দেখতে পাবেন না।পরাজয় নিশ্চিত জেনেও ব্যাটসম্যান ওভারের শেষ বলটি পর্যন্ত খেলে যায়।হতে পারে ব্যবধান কমানোর আশায় কিংবা মিরাকল করার আশায়! ভেবে দেখুন শেষ পর্যন্ত লড়াই করে যাচ্ছে শুধুমাত্র 'আশা'র ওপর ভরসা করে।
একজন ফুটবল খেলোয়াড় পায়ে বাল পাক অথবা না পাক তাকে খেলার শেষ সেকেন্ড পর্যন্ত খেলতে হয়।অনেক ব্যবধানে পিছিয়ে থাকা কিংবা আগাম নিশ্চিত ফলাফল জানার পরেও কেউ হাল ছেড়ে দেয় না! কারণ তারা আগামীর জন্য আশায় থাকে। আগামীতে কি হবে এটা কেউই জানে না!
.
-আপনি জীবনের প্রতি হতাশ? জীবনে কিচ্ছু করতে পারেন নি? চাকুরী হয়নি? অনেক টাকা কামাতে পারেন নি? বাড়ি-গাড়ী-ব্যাংক-ব্যালান্স কিচ্ছু নাই? ভালোবাসার মানুষোটিকে বিয়েও করতে পারেন নি? আস্তে আস্তে হতাশার জোয়ারে অন্ধকারে প্রবেশ করছেন? এরপর সুইসাইড করবেন?... ইত্যাদি ইত্যাদি?
> যদি তাই হয়, তো আমি আপনাকে আটকাচ্ছি না! তবে মরার আগে দুটো লাইন বলি! আপনি কি জানেন আপনার এতশত ডিপ্রেশনের কারণ কী?
সবকিছুর মূল আপনি কিছু আশা করেছিলেন অথচ সেটা পান নি। এক কথায় বলা যায় "অপ্রাপ্তি"!
- ভাই অপ্রাপ্তি বলে কোনো শব্দ নাই। আপনি যেটা পেয়েছেন সেটা আপনার ভাগ্যে ছিলো আর যেটা পান নি সেটা আদৌ আপনার ছিলো না। আপনার ভাগ্যে যদি সেটা থাকতো তাহলে পৃথিবীর কেউ তা থেকে আপনাকে বঞ্চিত করতে পারতো না! কুর-আন এর আয়াতে স্পষ্ট উল্লেখ আছে -"বান্দার ভাগ্যে যা লেখা আছে তার সামান্যতম কম বা বেশী কেউ পাবে না"! অপর এক আয়াতে বলা হয়েছে -"বান্দা যতক্ষণ না তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবে ততক্ষন তার ভাগ্য পরিবর্তন হবে না"
আপনার হতাশার আরেকটি কারণ হলো স্বপ্নহীনতা! হতাশার ফলে আপনার স্বপ্নগুলো মরে যায়! হতাশা নিয়ে যদি আত্নহত্যা করে ফেলেন তবে যাই হোক এরচেয়ে খারাপ ব্যাপার আর কিছুই হতে পারেনা।আপনি মরলে কারো কিছু যায় আসে না। কিছুদিন পরে সবাই আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু আপনি হয়ে যাবেন কাপুরুষ! যদি মুসলিম হন তাহলে আখিরাতেও আল্লাহর ঘৃণ্য ব্যক্তি বলে পরিচিতি পাবেন। পৃথিবীর কোনো ধর্মই আত্নহত্যাকে সমর্থন দেয়না।
.
পৃথিবীতে অসম্ভব বলতে কিছুই নাই! আজ পারেন তো কি হয়েছে? আগামীকাল ঠিকই হবে। আশেপাশে যাই হোক আপনাকে শুধু আপনার জন্য বেচে থাকতে হবে... আরো একটি দিনের জন্য, আরো একটি অর্জনের জন্য! স্বপ্ন দেখুন, সেই স্বপ্নই আপনাকে বাঁচতে শেখাবে! স্বপ্নই আপনাকে অনুপ্রেরণা দিবে।এক বলে ১২ রান লাগবে, ১ টা নো-বলের ফলে ২ ছক্কা মেরে ম্যাচ বিজয়ী হওয়া যায়। ৮৯ মিনিট ৫৯ সেকেন্ডেও জয়সূচক গোল হয়। পাশার দান ৩৬০ ডীগ্রী এঙ্গেলে ঘুরতে সময় নেয় না! সবই সম্ভব, নিজেকে বিশ্বাস করুন! যে বা যারা বিজ্ঞানী ছিলো তারা ভিনগ্রহের প্রানী নয়, তারা আমাদের মতো মানুষ! সফল মানুষেরা জন্ম থেকেই সফল ছিলেন না, কোটিপতি মানুষও এক সময় ১০০ টাকার চেহারা দেখেছেন।
.
একবার পারেন নি বলে হাল ছেড়ে দিলে চলে? সামান্য একটা ব্যার্থতায় স্বপ্ন ভেঙে দিবেন? প্রকৃত মানুষের স্বপ্ন কখনো মরে না! বুকের ভেতর যদি একটু সাহস রাখতে পারেন তাহলে আপনার স্বপ্নগুলো আবার জোড়া লাগবে, স্বপ্নরা ফিরে আসবে মনের ভেতর! একটা মন্ত্র শেখাই, মনপ্রাণ দিয়ে বলুন ''আমি হতাশ নই! আমি ভাগ্যকে মেনে নিলাম! আমি আগামীর জন্য প্রস্তুত, এরপর আমি সফল হবো...হবোই! যেকোনোভাবে আমি স্বপ্ন পূরণ করবো''
.
আচ্ছা আপনি না আত্নহত্যা করতে চাচ্ছিলেন? এখন কি বাঁচতে ইচ্ছা হচ্ছে?
কেন জানেন? আপনার মনে সাহস ফিরে আসতে শুরু করেছে! ভেঙে যাওয়া স্বপ্নগুলো আবার জোড়া লাগতে শুরু করেছে!
ঠিক এভাবেই স্বপ্ন পুষে আপনকে বাঁচতে হবে! আপনি একটি দিনের জন্য বাঁচুন!
.
বেঁচে থাকুক স্বপ্নবাজরা, সফল হোক তাদের প্রচেষ্টা !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.