নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক কথার কিছু কথা

মালেক চৌধুরী

মালেক চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আপনার দেশকে একটু আমার দেশ বলে ডাকতে দেবেন ?একটু শান্তিতে বসবাস করতে দেবেন ?

২৭ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৫৪



আমার আজকের লেখার শীরনামটি বঙ্গবন্ধুর শিশু পুত্র শেখ রাসেলের একটি উক্তির প্যারডি বাক্য, যা তিনি তাঁর বড় আপু (বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী) শেখ হাসিনাকে বলেছিলেন।মূল বাক্যটি ছিলো “বড় আপু তোমার আব্বুকে একটু আব্বু ডাকতে দেবে ?” সেই আপু আজ ক্ষমতায়,এই দেশ তাঁরই হাতে।তিনি জাতীর জনকের কন্যা,সেই হিসেব আমাদের সকলের প্রিয় ‘হাসিনা আপা’।এই দেশ অবশ্যই আপনার বাবার দ্বারা অর্জিত,সেই হিসেবে আপনারই দেশ।তবে যেহেতু আপনার বাবাকে আমাদের সকলকে বাবা ডাকতে দিয়েছেন,সেহেতু দেশের উত্তরাধিকার আমাদের কি পাওয়ার অধিকার নেই?আমরা একথা বলার স্পর্দা দেখাবো না যে,এদেশতো আমাদেরও বাপ-দাদার ভিটা-মাটি।একথাও বলার মতো বেয়াদবি করবো না যে এ’দেশ স্বাধীন করতে আমাদের বাবারাও যুদ্ধ করেছেন,শহীদ হয়েছেন,আমাদের মা-বোনরাও ইজ্জত হারিয়েছেন।কক্ষখনো বলবো না যে,আমরাও আপনার একান্ত চেলা-চামচাদের মতো সমান অধিকার চাই।শুধু এইটুকু আরজ করবো,আপনার দেশ শাসনের পন্থা আরও স্নেহ-মমতা, ভালোবাসা ও দয়া-মায়া মিশ্রিত হওয়ার কথা ছিলো বা হওয়া উচিত।আপনার হাতে দেশ শাসনের ভার থাকা অবস্থায় সাধারণ জনগণ নির্যাতিত হবে?কারণ একটু ভেবে দেখুন,এ’দেশের মানুষ বঙ্গবন্ধুর কন্যার কাছে নিরাপত্তা ও আশ্রয় না পেলে পাবে কার কাছে?

দেশকে আপনি মধ্যম আয়ের দেশ বানাবেন,বিশ্বের দরবারে এ’জাতি মাথা উঁচু করে দাঁড়াবে ইত্যাদি অনেক স্বপ্ন দেখান কিন্তু বাস্তবে সেই লক্ষণ বা সেই চেষ্টা কত খানি?নাকী মিথ্যা আশ্বাস?যদি মিথ্যা হয়,তবে কি আপনার সার্বিক অবস্থান থেকে মিথ্যা বলা বা মিথ্যা প্রতিশ্রুতি জাতিকে দেওয়া উচিত হবে? এ’সব মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি আরও নিচের দিকের নেতারা করে,আপনার মতো ঐ পর্যায়ের নেতা-নেত্রিরা করা বড় বেশি বে- মানান। আর যদি ধরে নেই দেশ আসলেই অগ্রগতীর দিকে এগুচ্ছে তাহলে প্রশ্ন হলো আমাদের পেরেশানী দূর হচ্ছেনা কেনো? অর্থাৎ জনগণের জীবন যাপনের কষ্ট কমছেনা কেনো?তাহলে কি দেশের সকল উন্নয়ন ও অগ্রগতি বিশেষ বিশেষ কিছু শ্রেণির মানুষের সম্পদের পাহাড় গড়ার কাজে ব্যবহৃত হচ্ছে কিন্তু সাধারণ মানুষ এ’সবের কোনো ফল ভোগ করছে না।আর এইসব কিছু হচ্ছে আপনার চোখের সামনে,আপনার ক্ষমতাকে কেন্দ্র করে।এ’সব বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়,আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের ভক্ত-অনুসারী এবং আমরা যারা আপনাকে বোনের মর্যাদা দেই প্রধান মন্ত্রীত্বের উপরে।আমরা যারা জাতীর জনকের আদর্শের প্রকৃত উত্তরাধিকারী বলতে অধিকার রাখি কারণ কোনো ধরণের আদর্শের বিচ্যুতি স্পর্শ করেনি যাদের,তারা সকলে ঐক্যবদ্ধ ভাবে যদি বলি-আপনি আমাদের বাবাকে বাবা ডাকতে পারবেন না,কারণ আপনি বাবার আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন।বাবা বলেছিলেন-“সমাজ আজ দুই ভাগে বিভক্ত,শোষক ও শোষিত আমি শোষিতের পক্ষে”।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:২৪

প্যারিস থেকে আমি বলেছেন: ভালো লিখেছেন।

২| ২৭ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৪৬

ধমনী বলেছেন: তথ্য ভুল। উক্তিটি শেখ কামালের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.