নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষআজিজ

মানুষআজিজ › বিস্তারিত পোস্টঃ

ঘুসখোর+পুলিশ

২৮ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

রাত্রিরে বাসায় ফিরে দেখি দরজামুক্ত ! আবার চোর এলো বুঝি? ভয়ে ভয়ে দরজার কাছে এসে দেখি শৈলী মরে পড়ে আছে! ওর শরীর মুক্ত । পর লোক জানা জানি হলো শয়ে শয়ে মানুষ এলো ,পুলিশ এলো । পুলিশ বললো -আপনার কাকে সন্দেহ হয় কে এ কাজ করতে পারে?।

আমি বললুম -মৃণাল হতে পারে ও প্রায়ই নাকি আমার অনুপস্থিতিতে বাসায় আসে।কিন্তু মৃণাল তো ওকে ভালোবাসতো??

পুলিশ: তাহলে বলতে চান আপনার বন্ধু মৃর্ণাল করেছে?
আমি: আর কেউ তো আসতো না ওর কাছে।
পুলিশ:মৃর্ণাল থাকে কোথা?
আমি: মিরপুরে।
পুলিশ: কি করে মৃর্ণাল ?
আমি: বেকার।
পুলিশ : বেকার কেন?
আমি: গত বছর এসআইতে কাজ হবার কথা ছিল 20 লক্ষ্য টাকা ঘুস চাইছিল।
পুলিশ: ঘুষ দেয়নি কেন?
আমি: ওরা যে গরীব।
পুলিশ: দুর মিয়া আসামীর টাকা নেই?
আমি :" অর অত নেই।
পুলিশ: তাহলে ভুলে যান।বাড়ি যান।এটা স্বাভাবিক মৃত্যু।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৪

ডার্ক ম্যান বলেছেন: কল্পনা আরো ভাল হতে পারতো

২| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১৭

মাহমুদুর রহমান বলেছেন: হয়ত এসব বাস্তবেও ঘটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.