নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষআজিজ

মানুষআজিজ › বিস্তারিত পোস্টঃ

রাত্রির বিভা

০৫ ই মে, ২০১৯ রাত ১:১৩

#এই রাত্রির বিভা

বিভা দেখো পৃথিবীতে একদিন রক্তপাতের যুদ্ধ শেষ হবে; বোকা মানুষগুলো বুঝতে পারবে কাউকে দমিয়ে/ঠকালেই বুদ্ধিমান হয় না।

বিভা ফোপিয়ে দম নিয়ে বললো : এটা মনে রেখো পরাজিতদেরও কেউ সন্মান করে না!

আমি বলেছিলাম: আমাকেই তো বলছো এমন? যে বিষয়ে জয়ী হতে বলছো তার পিছনে ছুটতে যেয়ে যদি নিজেকেই হারিয়ে ফেলি? বা তোমাকে ?

বিভা: দুর্বল আত্মার মানুষদেরই ওমন চিন্তে হয় !

খুব জেদ চেপেছিল গায়ে শার্ট দিয়ে বের হচ্ছিলাম। বিভা বললো : নিজেকে বিক্রি করতে যাচ্ছো তো ?

আমি: তাতেও যদি তুমি শান্তি পাও!

বিভা: আমার শান্তি? ! হাহাহাহা ! ও হে নিজেকে বিক্রি না করতে পেলে বইলো , চেস্টা করে দেখবো আমাকে বিক্রি করা যায় নাকি! শতহোক ভোগবাদী পৃথিবীতে পুরুষ থেকে নারীর রক্ত -মাংসের যথেস্ট চাহিদা আছে!!

আমি: কিছু মুখে আটকায় না তোমার ? দেখো এসব কথা যদি বলো তোমাকে খুন করে দেশান্তরী হবো।

বিভা: আতে ঘা লাগলেই মানুষের আসল চেহারাটা বের হয়!

আমি চিৎকার করে হাতের কাছ দুটি গ্লাস ভেঙ্গে বলেছিলাম , হে আমি আর পারছি না ! শুধু আমি পারি না! আমার হয় না এ শুনতে শুনতে আমি ক্লান্ত! বের হয়ে গেলাম ঘর থেকে ।


বি:দ্: এরপর আরো কিছুদিন থাকা হলো ওর সাথে। আজ আমি কেমন আছি বা বিভা কেমন আছে ! কেউ জানে না! ভাবছি , হয়তো মানিয়ে নেয়া যেত! যত দ্রুত ভা্ঙা যায় তত দ্রুত গড়া যায় না। কত অবিমান ,রাগ , ক্লেদের পরও তো ঠিকি বিভা বলতো সমসাময়িক সমস্যা ঠিক কহয়ে যাবে মানুষ। ঘুম আসছে না আজ রাতে, অনেক স্মৃতি মনে পড়ছে, ওঁকে বুলতে পারছি না। দুর দেশে বন্ধুহীন একা বেঁচে আছি; কোথায় যাচ্ছি জানি না ।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৯ রাত ১:৩০

রুদ্র কারণ বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.