নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষআজিজ

মানুষআজিজ › বিস্তারিত পোস্টঃ

রমা,উপোস ও নৌকোখন্ড

১১ ই মে, ২০১৯ দুপুর ১২:৩৬

#রমা_উপোস_নৌকাখন্ড

একবার উপোসের মাসে রমা ওর জেঠিমার বাড়ি বেড়াতে গেছিলো। পথে ওঁকে আনতে গিয়ে দেরী হয়ে গেল, সন্ধে ঘনিয়ে এলো , পাড়াগায়ের ঝোপ থেকে ঝিঝি শব্দ বের হচ্ছিলো! দুর থেকে কাঁসার ঘন্টা ধব্বনী ও দুর থেকে আসা মৃদু আযানের শব্দ শুনেচিলাম। পথ আরো পাঁচ কোশের মত বাকি, ৪০ মিনিট তো লেগেই যাবে। উপোসের মাস কোন গরুর গাড়ির চালকও রাজি হলো না আসতে। পথের নির্জনতা ভয় পাইয়ে দিছিলো। সাথে কোন খাবারও নেই, রমাকে মিন মিন করে বললাম , সারাদিনতো উপোস থাকলে এখন সন্ধে হয়ে এলো যে। রমা বললো, বাসায় গিয়েই জলমুড়ি মুখে দিব। কিন্তু উপোসটা ভাঙ্গা দরকার নয় কি?
রমা: খাবার তো কিছু আনিনি সাথে! জলও নেই।
-চুমু খেয়ে কি ভাঙ্গা যায় না রমা?
রমা: এই ঘুরছে তোমার তোমার মাথায়! ওহ গড!
-ঘুরার কি আছে!
রমা: প্লিজ নির্জন পথে অসভ্যতা করো না!
-চুমু খাওয়া তোমার সাথে অসভ্যতার সম্পক?
রমা: ঐ তো নদী ঘাট;কিছুক্ষনপর বাসাতেই চলে যাব।
-মাঝি তো নেই মনে হচ্ছে,আজও নৌকো বেয়ে যেতে হবে।

রমা নৌকায় উঠলো । আমি বৈঠা নিলাম, মাঝ নদীতে নৌকো থামিয়ে বললাম যদি চুমু খেতে না দাও আর যাব না ! এই বৈঠা এখনি ফেলে দিব কিন্ত!
রমা: ফেল ফেল করে তাকিয়ে থেকে বললো ঐসব কান্ড এখন না ঘটালেই কি নয়!

বি:দ্: অতপর রমার নীরব আত্মসর্মপন । চুমু এবং আমাদের নৌকো খন্ড।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৯ দুপুর ২:২৬

মা.হাসান বলেছেন: চমৎকার!
যদি আমারো বয়স থাকতো :(

২| ১১ ই মে, ২০১৯ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: আহা!!

৩| ২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অমন উপোস ভাঙ্গা !

জনম জনম উপোস থাকা যায় বুঝি ;) হা হা হা

ছোট গল্পে গভীর জীবন বোধ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.