নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষআজিজ

মানুষআজিজ › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির জ্বলে

২০ শে মে, ২০১৯ রাত ১১:০৫

বৃষ্টির স্রোতে সুনিতম্বিনী । মানুষ আজিজ( ছোট্ট গল্প )

সারাদিন টপ টপ বৃষ্টি পড়লো , কাজের প্রয়োজনেই বের হতে হলো । রাস্তায় জান-জট তেমন নেই, কেউ কেউ অনিচ্ছায় ভিজচ্ছে জলের ভেতর ! চায়ের দোকানের স্টলে স্টলে মানুষের ভির , রিকশাওয়ালা ,গাড়িওয়ালারা চড়া দাম নিচ্ছে যাত্রীদের কাছ থেকে । কোনদিন অন্যায়কে মানিনি বলে-বৃষ্টির জলেয় ভিজেই রওনা দিলাম, পিছন খেকে প্রাইভেট কার এসে রাস্তার জলের থাক্কায় নোংরা জলে ধুইয়ে দিল আমায় তাতে সিক্ত কাদাঁমাখা । স্টেটব্যাংকের সামনে যে ছিন্নমুল মেয়েটি রাত্রিরে রাস্তায় থাকে, তাকে পাশের মাল্টিপ্লান মার্কেটে বসার যায়গা দেয়নি বলে রাস্তায় দাড়িয়ে দাড়িয়ে ভিজচ্ছে ! ওর নাম "সুনিতম্বিনী " রাস্তায় থাকা এই মেয়েটির এত সুন্দরনাম -যাইহোক এই সুন্দর নামটি ছাড়া ওর কোন কিছুতেই সৌন্দর্য্য নেই ! আমার শরীরে কাদাঁ দেখে "সুনিতম্বিনী" বললো :- মানুষদা তোমার র্টিশাটে এটেল মাটি লেগে আছে যে ! মুছে দিব ? আমি বললাম: না থাক ।
আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম , সুনিতম্বিনী বললো:- ভিজেই তো গেলে? মার্কেটে দাড়াতে পারতে তো , তুমি তো ভদ্র মানুষ তোমাকে তো আর বারণ করবে না ? । খুব বিরক্ত লাগচ্ছিলো সুনিতম্বিনীর সাথে কথা বলতে, তবুও বললাম: সকালে কিছু খেয়েছিসরে ?
সুনিতম্বিনী: খেয়েতো যাচ্ছি বৃষ্টির জল , সকাল থেকেই তো বৃষ্টিশুরু ।
আমি: চুপ করে রইলেম , ও ভেবেছিল আজও এ শুনে ওকে কিছু টাকা দিব ।
সুনিতম্বিনী: জানো দাদা, কালরাতে মোহাম্মদপুর থানার ওসি এসেছিল ?
আমি: কেন?
সুনিতম্বিনী: আর বলো না , হারামজাদায় স্তন টিপে দিয়ে গেল কিন্তু কোন টাকাই দিল না? উল্টো বলে-ফুটপাত নাকি দখল করে আছি ? সিটি কপোর্রেশনের মেয়র খোকন নাকি বলছে ফুটপাত দখলমুক্ত করবে তাই ওরা রাতে এলো ।
আমি চুপ করে রইলেম ।
কিছুক্ষনপর সুনিতম্বিনী আবার বললো: দাদা একটা একটা অনুরোধ রাখবা ?
আমি: কি বল ?
সুনিতম্বিনী: তোমার তো অনেক জানাশুনা ,মেয়ের কে বলেদাও না একটু ,ফুটপাত যেন দখলমুক্ত না করে ।
আমি: আচ্ছা বলে দিব ।
সুনিতম্বিনী: ফুটপাত দখল করলে তো না খেয়ে জলে ডুবে মরবো ?
আমি: জলেই তো ডুবে মরছিস ?
সুনিতম্বিনী: তুমিও আমার মৃত্যু কামনা করো?
আমি: বেচেঁ থেকেই কি পাচ্ছিস ! পুলিশের কাছ থেকে তো ঘুসের ১০টা টাকাও খসাতে পারলি না ?
সুনিতম্বিনী: তুমি এ কথা বলছো আজ?
আমি : বললাম, যদি কোনদিন আবার ওসি আসে ওর লিঙ্গ কেটে আমাকে খবর দিস তার আগে না ! এত অক্ষমতা নিয়ে বেচেঁ আছিস কেন? অন্তত্ব একটা ভালো কাজ কর ?
সুনিতম্বিনী: কেন কাটঁবো ? অনেকেই তো রাতের বেলা আসে -ওসব করতে? ওসি কি তোমার কাছ থেকে কোন ঘুস খেয়েছিল ?
আমি: বেটায় আমার ডিএসএলার ক্যামারাটাই মেরেদিসে ।
সুনিতম্বিনী: এ জন্য প্রতিশোধ নিতে বলছো?
আমি: না, এটা দায়বন্ধতা দেখে করতে বলছি ।
সুনিতম্বিনী: তুমি প্রতিশোধ নাও না কেন?
আমি: কি দিয়ে নিব, আমার তো কোন অশ্র নেই ?
সুনিতম্বিনী: আমার কি আছে ?
আমি: কেন লিঙ্গ চেটেঁ দেওয়ার কথা বলে, কামড়িয়ে ছিড়তে পারবি না ?
সুনিতম্বিনী কিছুক্ষন আমার দিকে তাকিয়ে জ্বর্লে উঠে বললো: পারবো ।
আমি বললাম সুনিতম্বিনীকে : ছেলেরা যা পারে না মেয়েরা তা পারে, বস্তির মেয়ে হয়েছিস এ নিয়ে দু:খ করার কারণ নেই , একটু মাথা খাটা সবই করতে পারবি । এরপর সুনিতম্বিনী হাসলোঁ , পর বাস এলো আমি চলে এলাম ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৯ রাত ১১:৪৩

মেঘ প্রিয় বালক বলেছেন: আহ্ জীবন কখনো কখনো কতটুকু বিষাদময় আর ভয়াবহ হতে পারে,ভাবা যায় না।

২| ২১ শে মে, ২০১৯ সকাল ৭:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ++++

৩| ২১ শে মে, ২০১৯ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: ভয়াবহ!

৪| ২২ শে মে, ২০১৯ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


আপনি তো অমানুষ আজিজ! আপনি হাউকাউ লিখেন, মগজ টগজ কম নাকি?

৫| ২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবনের গভীরের দহন যাতনার অক্ষম প্রতিশোধের নিষ্পল কামনার প্রকাশ

যেন আমাদের চলমান জ্যন্ত এক টুকরো জীবন!

৬| ২৬ শে মে, ২০১৯ রাত ৯:১৬

মানুষআজিজ বলেছেন: কম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.