নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষআজিজ

মানুষআজিজ › বিস্তারিত পোস্টঃ

হিংসুটে

০৭ ই জুলাই, ২০১৯ সকাল ৭:২২

#হিংসুটে

ক্লাসের রিফা মেমের সাথে আমার খুব দন্ধছিল ।ঐ মহিলাটি যেন কোন দিন আমাকে সহ্য করতে পারতো না । পর শুনেছিলাম এর কারন-পর বলছি সেটা । ক্লাসে এসেই আমাকে পড়া জিজ্ঞাসা করতো ,খুটিয়ে খুঁটিয়ে ভুল ধরতো আর ভুলের কারনে সারা ক্লাস আমাকে দাড় করিয়ে রাখতো। সে এমন ভাব করতো যেন সবজান্তা; একদিন সে ইতিহাস নিয়ে পটপট করছিল তারপর আমি তাঁকে জিজ্ঞাসা করছিলাম , বলুনতো:-রাজা রামমোহন রায় কোন প্রদেশের রাজাছিল? ।সে মুহুর্তেই বলেদিল, কলিকাতার রাজা ছিল , এমন ভাবে বললো যেন এটাই সত্য ।পর বললাম,মেম ভুল বলচেন, সে কোন এলাকার রাজা ছিল না,ওটা উপাধি ।ক্লাসের একাংশ তার সর্মথন ছিল , সে ওদের দিগে তাকিয়ে বললো -শুনেছো তোমরা ? রাজারা নাকি এলাকার রাজা ছিল না? ভাওয়াল রাজা,মানিক রাজা,রাজা নিলাম্বর,হাসনরাজা ,রাজা আজান খান,রাজা লক্ষ সেন ,রাজা বল্লব সেন , এরা রাজা নাহলে রাজা হবে কেন? দেখেছো মানুষ পাগল হয়ে গেছে ।উপস্থিত সবাই ক্লাসের হাসছিল ।

পুনশ্চ;

যার কারনে এগ্রেসিভ ছিল সে আমার প্রতি। মেমছিল ডির্বোসী, একটা মেয়ে হয়েচিল তাঁদের ।সন্তান হবার পর পর বর মেমকে ডির্বোস দেয় । এর কারনে তার স্বামীরপ্রতি প্রচুর বিরক্ত হয়েছিল । তার স্বামীর নাম আমার নাম হুবহু মিল থাকায় এ এমন করতো । এমনকি যাদের নামে তার স্বামীর নামে সাথে ফ্রেমিলি নেমের মিল পেত তাদেরও দেখতে পারতো না সে , বা যাঁরা তার স্বামীর জেলার ছাত্র। এই একজন হিংসুটে নারী দেখেচিলুম মনে দাগ লেগে আছে, এমনও মানুষ হয়? মানুষ সত্যিই বৈচিত্র্য ।

-মানুষ আজিজ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.