নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি আমি এবং কিছু গল্প-কবিতা।

ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙ্গে।

মশিউর রহমান"

আমাকে ভাবতে সময় দাও, আমি তোমাকে গল্প দেবো।

মশিউর রহমান" › বিস্তারিত পোস্টঃ

তোমার বিশ্বাস

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৩

আমাকে ভালোবাসতে গিয়ে এক সময় ভুলে যাবে,

তোমার মাঝে তুমি নামের এক জীবন্ত সত্বা ছিল।

ভুলে যাবে ভূত-ভবিষ্যৎ।

শুধুই হৃদয়ে গেঁথে থাকবে,

তোমার জন্ম হয়েছিল কোন এক প্রেমিকের জন্য।

তারপর তোমার ওই কোমল ঠোঁট ঝলসে যাবে,

প্রেমিকের উপর্যপুরি চুম্বনে।

ওষ্ঠ আর অধরার শতবর্ষী প্রতীক্ষা

নিমিষেই রুপ নেবে পূর্ণতায়।

প্রাপ্তির নেশা তোমাকে তুমি থেকে বিচ্ছিন্ন করবে।

তখন তুমি শুধুই প্রেমিকা।



আলিঙ্গনে বারবার খুন হবে,

প্রেমিক রুপক এক আততায়ীর নিষিদ্ধ ভালোবাসায়।

ছেড়া বৃত্তের পরিধি বেয়ে,

ঝরনা ধারার মতো নামবে সুখ

ক্ষণিকেই বিষাদের দাবানলে পুরে ভস্ম হবে।

তবু তোমার ভালোবাসা চাই,

চাই আমাকেই।



তোমার বিশ্বাস,

তোমার জন্ম হয়েছে শুধুই আমাকে ভালোবাসতে,

আমাকে ভালোবাসাতে।

তোমার বিশ্বাস,

তুমিই আমার নীল সাধিকার চুড়ি,

নৈঃশব্দ সন্ধ্যার আরতি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৩

অস্পিসাস প্রেইস বলেছেন: ব্লগে স্বাগতম!

১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩১

মশিউর রহমান" বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.