নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি আমি এবং কিছু গল্প-কবিতা।

ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙ্গে।

মশিউর রহমান"

আমাকে ভাবতে সময় দাও, আমি তোমাকে গল্প দেবো।

মশিউর রহমান" › বিস্তারিত পোস্টঃ

ঘুম শেষে তুমি-আমি

১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩১

ঘুম চোখে তোকে দেখে,

আঙুলেতে সুখ মেখে;

খুঁজি সুখ দেই ডুব,

স্বপ্নের মাঝপথে।



কবিতারা নেয় ছুটি,

ভাবনায় লুটোপুটি;

মাঝপথে তুই এসে,

মেখে যাস খুনসুটি।



তোর ঠোঁট যায় ছুঁয়ে,

মাখে আদর কাছে পেয়ে;

আমি-তুই ঘুম ঘুম,

নেশাগুলো দেয় চুম।



ঘুম শেষে কাটে ঘোর,

আমি কার কে বা তোর;

একা ঘর একা আমি,

এভাবেই নামে ভোর।



নেই তুই তবু ছিলি,

তোর সাথেই লুকোচুরি;

আমি জিতি আমি হারি,

নিজেকেই করি ফেরি।



সুখগুলো মাখে ধুলো,

করে যায় অগোছালো;

ক্রমে ক্রমে যাই সরে,

নিজে হয়ে এলোমেলো।









মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.