নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি আমি এবং কিছু গল্প-কবিতা।

ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙ্গে।

মশিউর রহমান"

আমাকে ভাবতে সময় দাও, আমি তোমাকে গল্প দেবো।

মশিউর রহমান" › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গতায় তুমি

২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:০১

নিঃসঙ্গতা গুলো আজো তোমার গল্প লিখে,

ফিকে হওয়া সুখগুলো

বন্দী পাখির মতো ডানা ঝাঁপটায়।

অলক্ষ্যে থেকে চোখ রাঙায়

তোমার ফেলে যাওয়া স্পর্শ।

মস্তিষ্কের স্নায়ুগুলো

অবাঞ্ছিত ঘোষণা করে নিজেকে।



ডুব দেই তোমার মাঝে।

ছোট ছোট অভিমান,

তুমি আমি এক বিন্দুতে মিশে যাওয়া,

ভালোবাসার বিন্দু গল্প

অভিমানে ডুকরে কাঁদে।

রাতে ছায়াগুলো বড্ড স্বার্থপর।

যখনি অনাশ্রিত আমার অনুভূতিগুলো

কঠোর শূন্যতায় কোমলতা খুঁজে।

তখনি তুমি দীর্ঘশ্বাস দাও,

মুখ ফিরিয়ে সুখ খোঁজ অন্য কোথাও।



রাত গভীর হয়,

গভীর থেকে অতল গভীরে হারিয়ে যায়।

তবুও রাতের সাথে পাল্লা দিয়ে

তোমার গল্পগুলো প্রাণ জীবন্ত হয় আমার মাঝে,

ঠিক প্রথম তোমার চোখে আঁটকে থাকার মতো।।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.