| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রাচীন সভ্যতা, পুরাণ, সংখ্যাতত্ত্ব, শব্দের ইতিহাস ভালো লাগা একজন মানুষ
![]()
গ্রিক পুরাণে, লিথি (Lethe) হচ্ছে পাতালের (Hades) পঞ্চ নদীর এক নদী—রহস্যময় এক স্রোতস্বিনী, যার পানি পান করলে মানুষ হারিয়ে ফেলে পূর্ব জীবনের সব স্মৃতি, হয়ে পড়ে ঘুম ঢুলুঢুলু, অবসাদগ্রস্ত, অসাড়।
পুরাণে লিথি নামে এক নায়াডেরও (Naiad) নাম পাওয়া যায়। দেবতা এরিসের কন্যা, এই নায়াড সম্ভবত নদীটির সাথে সম্পর্কিত নয়, বরং বিস্মৃতির স্বতন্ত্র, দৈহিক মূর্ত রূপ (personification)।
কোনো কোনো প্রাচীন গ্রিক বিশ্বাস করত, পুনর্জন্মের পূর্বে আত্মাদেরকে লিথির পান করানো হয়, যাতে তারা পূর্বজীবনের কথা ভুলে যায়। প্লেটোর রিপাবলিক গ্রন্থের শেষাংশে এর-পুরাণে (Myth of Er), লিথির পাতাল সমভূমিতে আগত এরূপ মৃত মানুষের কথা বলা আছে।
লিথির পানি এবং লিথিয়ান (lethean) বিশেষণটি তাই ব্যবহৃত হয়ে আসছে স্মৃতি ভুলে সম্পূর্ণ আত্মবিস্মৃত হয়ে যাওয়া অর্থে, আর লেথার্জি (lethargy) বিশেষ্যটির মানে দাঁড়ায় জড়তা, অবসাদগ্রস্ততা, গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো চেতনাহীনতা।
Lethargy এর সমার্থক: apathy, disregard, indifference, insensibility, lassitude, unconcern, unresponsivenes
কিছু কিছু রহস্যবাদী গোত্র আরো একটি নদীর কথা বলে থাকে, নিমোসিনি (Mnemosyne); যারা নিমোসিনির পানি পান করবে, তারা স্মরণ রাখবে সব কিছু এবং অর্জন করবে সর্বজ্ঞান ধরে রাখার ক্ষমতা। এ মতবাদে অভিমন্ত্রিত (initiates) বা দীক্ষিতদের শিক্ষা দেয়া হয়, মৃত্যুর পর তাদেরকে যেকোনো একটি নদীর পানি পান করতে বলা হবে, তখন তারা যেন লিথির পরিবর্তে নিমোসিনিকে বেছে নেয়।
![]()
আলাস্কার লিথি নদী
২২ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭
ম্যাভেরিক বলেছেন: শুভেচ্ছা। চমৎকার কাটুক আপনার সময়। আশা করি, শব্দ-রাজ্যে আপনার বিচরণ আনন্দময় হবে।
সুখে স্বস্তিতে থাকুন।
২|
২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫০
জ্বিনের বাদশা বলেছেন: প্লাস ... চমৎকার সিরিজ
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:১২
ম্যাভেরিক বলেছেন: ধন্যবাদ। আপনার প্রেরণা সিরিজের গতিপথ সমুন্নত রাখবে।
ভাল থাকুন।
৩|
২২ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
শান্তির দেবদূত বলেছেন: কত কিছু জানার আছে ! অনেক ধন্যবাদ
....
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:২২
ম্যাভেরিক বলেছেন: হ্যাঁ, অপার রহস্যের দুনিয়া।
চমৎকার থাকুন।
৪|
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:১৮
রাহা বলেছেন: +
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:২৮
ম্যাভেরিক বলেছেন: শুভেচ্ছা। আপনার আইকনের কথাটি সুন্দর।
৫|
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫১
'লেনিন' বলেছেন: সুতরাং আমরা Lethargic না হয়ে Mnemonics চর্চায় মেতে উঠি ![]()
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৬
ম্যাভেরিক বলেছেন: তবে তাহাই হোক, তাহাই হোক, হে কবি! ![]()
৬|
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০৯
নাইয়ার বলেছেন: দারুন হয়েছে+++++++
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৫
ম্যাভেরিক বলেছেন: শুভেচ্ছা, নাইয়ার। সময় পেলে অভিযানের অন্যান্য কাহিনী পড়বেন। আশা করি, চমৎকার আনন্দময় অনুষঙ্গ হবে শব্দ-রাজ্যে আপনার বিচরণ।
সুখ স্বস্তিতে জীবন হোক প্রদীপ্ত আপনার।
৭|
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৮
সব্যসাচী প্রসূন বলেছেন: বসে আছি ইস্টিশনেতে... অঞ্জন দত্তের গানটা কেন যে মনে পড়ল বুঝছি না..
... সম্ভবত গায়ক করছিল ট্রেনের অপেক্ষা আর আমি করি আপনার পোষ্টের অপেক্ষা.... তাহলে সারমর্ম কি দাড়ালো?? দু'জনই কাঙ্খিত বস্তুটার জন্য অপেক্ষায় রয়েছে...
.... হ্যাটস অফ
২৩ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:৪৩
ম্যাভেরিক বলেছেন: সম্মান, শুভ কামনা, কল্যাণপ্রত্যাশী অপেক্ষা--বেঁচে থাকাটা আসলেই আনন্দময় শ্রদ্ধার, হৃদয়ে সতত অনুভব।
আপনার জন্যও সম্মান, শুভ কামনা, কল্যাণপ্রত্যাশী অপেক্ষা।
৮|
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৮
আরিফুর রহমান বলেছেন: চলুক!
প্রাণভরে উৎসাহ দিতে চাই।
২৩ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:৪৪
ম্যাভেরিক বলেছেন: শুভেচ্ছা। সুখ শান্তি সফলতায় কাটুক আপনার জীবন।
৯|
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৩
'লেনিন' বলেছেন: লজ্জা দিচ্ছেন কেনো? আর কোনো কবিতা আসছে না মনে
এমনকি ছড়াও হচ্ছে না।
২৩ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:৪৬
ম্যাভেরিক বলেছেন: লজ্জা নয়, আস্থা। কাজেই লিখে ফেলুন।
১০|
২৩ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৫
জইন বলেছেন: এজন্যই আপনি আমার প্রিয়তে...........
২৩ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২২
ম্যাভেরিক বলেছেন: অমূল্য সম্মানন...
ভালো থাকুন।
১১|
২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০০
জনৈক আরাফাত বলেছেন: নতুন করে কী কিছু বলার আছে?
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:১২
ম্যাভেরিক বলেছেন: ধন্যবাদ। আপনার উপস্থিতিই বিশাল আনন্দের।
১২|
২৫ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:১৪
শূন্য আরণ্যক বলেছেন: জানতাম ..
দারুন ।
Styx নদী আর আকিলিস হিল সম্পর্কে পোষ্ট চাই
২৫ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:২০
ম্যাভেরিক বলেছেন: ধন্যবাদ।
Styx থেকে এসেছে Stygian. পোস্টের পরিকল্পনা রইলো। ![]()
১৩|
২৪ শে জুন, ২০০৯ সকাল ১০:৫০
সোহানা মাহবুব বলেছেন: অভাবনীয়।+++
২৬ শে জুন, ২০০৯ রাত ৮:২৩
ম্যাভেরিক বলেছেন: আপিকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
১৪|
২১ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:০১
ফাহাদ চৌধুরী বলেছেন:
দুইহাজার আটে আপনার এই শব্দসিরিজের মাধ্যমেই ব্লগের প্রতি আগ্রহ সৃষ্টি হয় ।
অন্য নদীগুলো নিয়ে কি পোষ্ট দিয়েছিলেন পরে?
২১ শে অক্টোবর, ২০১২ রাত ১১:২২
ম্যাভেরিক বলেছেন: শুভেচ্ছা। আপনার মন্তব্যে ভালো লাগল খুব।
অন্য নদীগুলো দিয়ে পোস্ট দেয়া হয়নি আর। আপনি একটু লিখুন না, আপনার চমৎকার গদ্যগাঁথায় সেগুলো কিন্তু সুন্দর ফুটে উঠবে।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:২২
ফয়সল নোই বলেছেন: জানতামই না।
ভালো লাগলো পড়ে। অন্য লেখাগুলোও ভাল লাগলো।
ভাল থাকবেন। +