নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
যে ছোঁয়ায় কামনা মরে যায়,
সেখানে ভালোবাসার কোন অবস্থা বিরাজ করে
জানিনা ।
দুই ঠোটের কাঁপুনি ধরা লজ্জায়,
চোখ বন্ধ করে যখন
একে অপরকে স্পর্শ করেছিলাম,
তখন তা ইতিহাস হয়ে জন্ম নিলো ।
মনে হলেই সে ইতিহাস ,
হারিয়ে যাই সেই স্বর্গে,
যেখানে কলুষতা শুন্য,
আচার অনাচার মৃত।
যখন বাস্তবে ফিরি, হারিয়ে ফেলি সব।
ছুটে যেতে চাই তার বুকের নরমে,
মুখ লুকিয়ে নির্মল শরমে ।
১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৯
মায়াস্পর্শ বলেছেন: আমি একদমই নতুন । ভুলগুলো ধরে দেওয়ার জন্য ধন্যবাদ। শেখার আশায় লিখেছি ।
অশক্য অর্থ অসাধ্য ।
২| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২০
বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।
নিক নেমটি খুব সুন্দর হয়েছে। মায়াস্পর্শ
শুভব্লগিং।
শুভকামনা।
২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০০
মায়াস্পর্শ বলেছেন: আমায় সাদরে গ্রহন করার জন্য কৃতজ্ঞ, ধন্যবাদ জানবেন ।
৩| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০২
বিজন রয় বলেছেন: অশক্য দুর্বলতা........... শিরোণামে লেখা অশক্য মানে কি, একটু বলবেন দয়া করে? আমার জানা নেই।
২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৩
মায়াস্পর্শ বলেছেন: অসাধ্য ।
দুর্বলতার সেই পর্যায় যেখানে দুর্বলতা নিস্তেজ হয়ে যায়, যা আসলে বিপরীত আচরণ করে ।
আমি এটা বুঝেই লিখেছি। ভুল হয়ে থাকলে সঠিকটা জানাবেন দয়া করে ।
৪| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৭
বিজন রয় বলেছেন: অশক্য..... মানে আমার জানা নেই। আপনি বললেন সেটা আমি খুঁজে দেখবো আরো।
দূর্বলতা বানানটি এটা হবে বোধহয়।
২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৬
মায়াস্পর্শ বলেছেন: ঠিক করে নিয়েছি । ধন্যবাদ ।
৫| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১
বিজন রয় বলেছেন: কিছু মনে করেননি তো?
কথা হবে আরো।
শুভকামনা রইল।
২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৫
মায়াস্পর্শ বলেছেন: আপনারা ভুলগুলো শুধরে দিচ্ছেন । এটা আমার বড় পওয়া । কোন সাহসে কিছু মনে করবো ? কথা হবে আরো ।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৪
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর
২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৯
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ জানবেন।
৭| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অশক্য শব্দর তেমন প্রচলন নেই তাই কেমন দূর্বোধ্য ঠেকে? ধন্যবাদ।
০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫১
মায়াস্পর্শ বলেছেন: অশক্য শব্দর তেমন প্রচলন নেই তাই কেমন দূর্বোধ্য ঠেকে?
পরিহার করছি এমন শব্দ। আপনাকে ধন্যবাদ।
৮| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৭
খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম! শুভ ও সফল হোক আপনার ব্লগযাত্রা, নিরাপদ হোক!
যে সকল শব্দের অর্থ বুঝতে হলে একজন সাধারণ শিক্ষিত মানুষকে অভিধান খুঁজতে হয়, সে সকল শব্দ পরিহার করে লিখবেন, বিশেষ করে কবিতায়। কারণ আপনি নিশ্চয়ই চান যে আপনার লেখাটি ঠাঁই করে নিক সাধারণ পাঠকের মনে, শুধু ভাষাপণ্ডিতদের মনে নয়।
৪ নং মন্তব্য ও প্রতিমন্তব্য প্রসঙ্গেঃ
আপনার প্রথম বানানটাই সঠিক ছিল, অর্থাৎ দুর্বলতা। যেসব শব্দ দু দিয়ে শুরু হয়, তার মধ্যে কেবলমাত্র দূরত্ব সম্পর্কিত শব্দগুলোর বানান দূ দিয়ে শুরু হয়। বাকি সব দু দিয়ে।
"দুর্বলতা দূর করার উপায়" - এই বাক্যাংশটুকু দিয়ে উপরের কথাটা কিছুটা বুঝা যেতে পারে।
সুতরাং, শিরোনামের দুর্বলতা কথাটাকে আবার সংশোধন করে নিতে পারেন।
১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৪
মায়াস্পর্শ বলেছেন: আমার বিনম্র শ্রদ্ধা নিবেন। আপনার মন্তব্য আমি অনেক গুরুত্বের সাথে গ্রহণ করছি এবং সে অনুযায়ি লিখার চেষ্টা করে যাবো। ব্লগের প্রথম লিখায় আপনি এতো সুন্দর করে মন্তব্য করে অনুপ্রেরণা দিলেন , যা আমার জন্য অভাবনীয়।
৯| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১১
খায়রুল আহসান বলেছেন: প্রথম পাতায় প্রবেশাধিকার পেতে হলে আপনাকে বেশি বেশি করে অন্যের লেখা পাঠ করে সুচিন্তিত মন্তব্য করতে হবে।
১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৫
মায়াস্পর্শ বলেছেন: যদিও আমি প্রথম পাতায় একসেস পাওয়ার আশায় লিখিনা , তবে একবার একসেস পেয়ে আবার অজানা কারণে ওয়াচ মুড এ রেখেছেন। হয়তো কোনো অনাকাঙ্খিত ভুল হয়েছিল যা আমার জানা নেই। আবার হয়তো একসেস পাবো কোনো একসময়।
মতামত জানানোর মতো সাহস এখনো করিনা , শুধু পড়ি সবার লেখা এবং বুঝতে চেষ্টা করছি ব্লগের নিয়ম কানুন।
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫০
মিরোরডডল বলেছেন:
যে ছোয়াই
সম্ভবত যে ছোঁয়ায় হবে, তাই না?
অশক্য অর্থ কি?
লেখাটা ভালো লেগেছে।
থ্যাংকস।