নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
অবারিত সুখে বিহ্বল হয়ে
তুমি আমায় খুঁজতে থাকো,
আমি স্বয়ং আত্মগোপনে,
নিজের কাছে নিজে।
তোমার জিঘাংসা , উৎকণ্ঠা পেরিয়ে
আমার সন্নিহিত হতে পারো না,
আমিই বিঘ্নতার সৃস্টি করে বসি।
খোলাসা করার বা হওয়ার অভীপ্সায় ,
ব্যাপৃত তুমি আমি দুজন।
আত্মগোপনের গূঢ়, স্বইচ্ছায় ব্যক্ত করছি তবে।
আমি যে তরী নিয়ে যে যাত্রা করেছি ,
তা তুমি পূর্বজ্ঞাত।
তোমার বিরহ স্থলনে আমি শক্ত নগ ,
ক্লান্তি কালের পিয়াসায় সুপেয় ,
ভীতিতে হিংস্র শরভ।
আমার সাথে তোমার দুঃখ
নিভৃতে করো সঞ্চার
আমি তাতেই তুষ্ট
যথেষ্ট।
তোমার সুখকালের সান্নিধ্য
আমার প্রগাঢ় অবলোকনীয় ,
সত্তা হারিয়ে তুমি আমাকে
কোনো এক কোনে রেখে
হারিয়ে যাও ,
যা অবস্থান করে
আমার অস্তিত্বের বাহিরে ।
তাই সুখে বিহ্বল হয়ে থাকা
তোমার চতুর্পাশে আমি অদৃশ্য,
সেখানে আমারও অন্যরকম সুখ বিরাজ করে।
১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:০৪
মায়াস্পর্শ বলেছেন: নতুন শব্দে লিখলে মনে হয় ভালো হবে তাইনা?
শব্দ চয়ন এর ক্ষেত্রে খেয়াল রাখবো নাকি বিষয় বস্তুর উপর?
ধন্যবাদ এভাবে শিখিয়ে দেওয়ার জন্য।
২| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৫
বিজন রয় বলেছেন: বিষয়বস্তু অনেক ভালো হয়েছে। অনেক গভীর আর তাৎপর্যময়।
শব্দচয়নও ঠিক আছে।
কিন্তু একটি শব্দ ৩০/৪০ এর দশকে যেরূপে ব্যবহার হয়েছে, এখন সেরূপে ব্যবহার করলে ঠিক ভাল লাগে না।
হ্যাঁ, যদি সবগুলো শব্দ একই ঢঙে বলেন তো কিছুটা মানানসই হয়।
এ বিষয়গুলি দেখুন। বানান খেয়াল রাখুন।
শুভকামনা রইল।
১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০২
মায়াস্পর্শ বলেছেন: আশা করছি পরবর্তীতে ঠিক হয়ে যাবে। গভীর শ্রদ্ধা আপনাকে।
৩| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৩
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ নিবেন জনাব।
৪| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫০
মিরোরডডল বলেছেন:
কংগ্রেচুলেশন্স!
প্রথম পাতায় পোষ্ট।
you can see the difference.
ব্লগের বিজ্ঞ কবিরা পড়ে এডভাইস করে যাচ্ছে।
এখন মার্শর লেখা স্বার্থক।
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৭
মায়াস্পর্শ বলেছেন: লেখা প্রথম পাতায় আসছে? আমি কিভাবে বুঝতে পারবো?
৫| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৩
মিরোরডডল বলেছেন:
আমি কিভাবে বুঝতে পারবো?
এটা কিন্তু একটু বেশি হয়ে গেলো!
কাল প্রথম পাতায় ছিলো, আজ সেকেন্ড পেইজে।
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৬
মায়াস্পর্শ বলেছেন: এটা কিন্তু একটু বেশি হয়ে গেলো!
আপনি না বললে সত্যিই জানতাম না।
আচ্ছা, দেখছি তবে
১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪০
মায়াস্পর্শ বলেছেন:
৬| ১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৫
মিরোরডডল বলেছেন:
okay I understood.
কিন্তু লেখাটা প্রথম পাতায় গিয়েছিলো।
এই নোটিস কখন পেয়েছে?
১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৩
মায়াস্পর্শ বলেছেন: গতকাল।
এটা এমন কেন হয়েছে বলতে পারবেন ?
আমার মনে হয় লেখা প্রথম পাতায় না আসায় ভালো।
৭| ১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৪
মিরোরডডল বলেছেন:
কেনো হয়েছে এটা, ইউ নো বেটার।
ইফ নট, ইমেইল এডমিন।
all I can say, if I do anything wrong, I will say sorry for this and obviously I will try not to do the same again.
১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৪
মায়াস্পর্শ বলেছেন: আমি নিজেও জানিনা বা এখনো বুঝতে পারিনি কি কারণ এর । তবে থাক এমন। এতে আমার কোনো প্রব্লেম নেই বা হবেও না।
As far I know , I didn't anything wrong . Though any wrong occured , its was by mistakenly.
Any way , How are you ? and thanks for your suggestions.
৮| ১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৬
মিরোরডডল বলেছেন:
আমরা বুঝে না বুঝে অনেক সময় অন্যায় করে ফেলি, কিন্তু সেটা বুঝতে না চাওয়া বা স্বীকার না করাটাও আরেকটা অন্যায়।
যদি করেও থাকি সেটা ভুল করে
ভুল করে করলেও সেটা ন্যায় হয়ে যায়না।
অন্যায় করলে সেটা এডমিট করে স্যরি বললে কেউ কখনো ছোট হয়না।
না করলেই বরং একধরণের স্ট্যাবর্ননেস প্রকাশ পায়, যেটা ভালো না।
আমি ভালো আছি, এখন সামুর প্রব্লেমটা কাল রাত থেকে আগের মতো হচ্ছে না।
১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৬
মায়াস্পর্শ বলেছেন: এখন সামুর প্রব্লেমটা কাল রাত থেকে আগের মতো হচ্ছে না।
তবে তো ভাল ।
আমরা বুঝে না বুঝে অনেক সময় অন্যায় করে ফেলি, কিন্তু সেটা বুঝতে না চাওয়া বা স্বীকার না করাটাও আরেকটা অন্যায়।
আমি একটু বুঝে উঠলেও ভালো হতো । কি ভাবে কি বলব বা করব সেটা সম্পুর্ন অজানা । তাই এভাবে বলেছি ।
৯| ১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪১
মিরোরডডল বলেছেন:
কি ভাবে কি বলব বা করব সেটা সম্পুর্ন অজানা ।
নিজেকে একটু এফোর্ট দিতে হবে, বাকিটা সময় বলে দিবে।
take your time.
১০| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৩
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভাষার ব্যবহার সুন্দর। আপনার অনেকগুলো লেখাই পড়লাম।
সৃষ্টি বানান এভাবে।
অভিস্পায় শব্দের অর্থটা জানাবেন।
১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৪
মায়াস্পর্শ বলেছেন: অভিস্পায়
ইচ্ছা
১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৭
মায়াস্পর্শ বলেছেন: নতুন লিখছি তো , আপনাদের সহযোগিতায় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আশা করছি এভাবে সহযোগিতা করে যাবেন।
অনেক অনেক ধন্যবাদ জানবেন।
১১| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৯
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: লেখক বলেছেন: অভিস্পায়
ইচ্ছা[/sb
শব্দটা অভীপ্সা
একটু চেক করবেন।
আপনার লেখার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।
১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৬
মায়াস্পর্শ বলেছেন: ঠিক বলেছেন। ঠিক করে নিব। ধন্যবাদ অনেক।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩০
বিজন রয় বলেছেন: কবিতায় অনেক কথা বলা হয়েচে।
কিন্ত পুরানো শব্দ আর নতুন শব্দ এভাবে সংমিশ্রণ কেমন যেন লাগে।
কবিতাটি আরো ভালো হতে পারতো সেদিকটা একটু খেয়াল রাখার অনুরোধ রাখছি।
শুভকামনা।