নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
ভেস্তে যাওয়া চোখের পলকে ঝাপসা দেখার আবশ্যকতাই সঠিক,
সেখানে সাদাকালো বা রঙিন সবই অনির্দিষ্ট
ঠিক যেন ক্যামেরার স্ক্র্যাচ পড়া লেন্সের মতো।
আমাদের ছুটোছুটির গ্রাফ আকাঁতে বললে
তুমি আমি সমান সমান হবো হয়তো বা ,
তবে আমাকে তোমার প্রয়োজন হবে
গ্রাফের x এবং y এক্সিস ঠিক করতে।
তোমার শরীরের ঘ্রান বোতল বন্দি করেছিলাম বহুকাল আগে
আজ অন্যরকম কিছু ঘ্রান আসছে একই বোতল থেকে।
একটা দরজা ছিল, আমি করা নাড়তাম সবসময়
দরজায় আল্পনা ছিল,কারুকাজ ছিল,
আমি হেলান দিয়ে দাঁড়িয়ে নিশ্চিত হয়েছিলাম, আমি সুখে আছি
সেই দরজা থেকে কিছু শব্দ আসছে ,
ঘুন পোকার নয় ,আমার অস্তিত্ব অবক্ষয়ের ভায়োলিনের সুর।
আমরা কাছে আছি, পাশাপাশি নেই।
০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৪
মায়াস্পর্শ বলেছেন: মার্শ কি জানে আমি তার লেখার একজন ভীষণ ভক্ত?
আপনি যদি মন্তব্য না করতেন তবে লেখাগুলো আগের মতোই এখানে সেখানে পরে থাকতো।
আমি অনেক খুশি হই যে আমার একজন খুব ভালো মানের পাঠক আছেন , যদিও তার সব লেখা পড়ার সৌভাগ্য আমার হয়নি , তারপরও আমি তার মন্তব্যের ভক্ত।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:৩৫
আলামিন১০৪ বলেছেন: মনে হচ্ছে এই ব্লগে পদ্য খেকো কম
০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪২
মায়াস্পর্শ বলেছেন: হয়তোবা , আবার অনেকে ইচ্ছে করেই মন্তব্য করেন না।
সব লেখা সবাইকে ভালো নাও লাগতে পারে না।
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩৬
মিরোরডডল বলেছেন:
তোমার শরীরের ঘ্রান বোতল বন্দি করেছিলাম বহুকাল আগে
আজ অন্যরকম কিছু ঘ্রান আসছে একই বোতল থেকে।
একটা দরজা ছিল, আমি করা নাড়তাম সবসময়
দরজায় আল্পনা ছিল,কারুকাজ ছিল,
আমি হেলান দিয়ে দাঁড়িয়ে নিশ্চিত হয়েছিলাম, আমি সুখে আছি
সেই দরজা থেকে কিছু শব্দ আসছে ,
ঘুন পোকার নয় ,আমার অস্তিত্ব অবক্ষয়ের ভায়োলিনের সুর।
আমরা কাছে আছি, পাশাপাশি নেই।
এতো সুন্দর একটা লেখায় কোন কমেন্ট নেই!!!!!!!!
মার্শ কি জানে আমি তার লেখার একজন ভীষণ ভক্ত?
গানটা শুনবে।