নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

শিরোনামগুলো মন্তব্যেই থাক, ইচ্ছেমতো শিরোনাম লিখে দিন

২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৩

তুমি আমি রূপকথা শুনি,
ভালোবেসে স্বপ্ন বুনি
তুমি আমি চুপচাপ,
অসময়ে ধুপধাপ।
দুঃস্বপ্নের কারাগারে ,কত সত্যের হাহাকার
চাপা কান্নায় কত মৃত্যু, উন্নয়নের ধারায়।


তুমি আমি নির্ঘুম সুশীল,
অন্যায় দেখে পাশ ফিরি,
করি দেশ রক্ষার শপথ,
বীর দর্পে চলি পথ।
বদ্ধ আয়না ঘরে, কত মজলুম সন্তান আটকে থাকে
তাদের ছিড়ে যাওয়া লিগামেন্টগুলো নির্যাতনের গল্প বলে।


তুমি আমি স্যালুট মারি,
গর্ব করে বুক চাপড়াই
দেশ রক্ষার প্রয়োজনে,
মিথ্যা সকল আয়োজনে।
বিভৎস্য কত মৃত্যুর সাক্ষী, পিলখানা আজও দাঁড়িয়ে আছে
হন্তারক গুলোই হর্তা-কর্তা, মা বোন গুলো বিধবা সাজে।


তুমি আমি নদীর পারের ,
কবিতা লিখে বই ছাপাই,
কত সুন্দর এই দেশ,
কত সুন্দর প্রকৃতির বেশ।
৭ টি লাশ ভেসে উঠে , শীতলক্ষ্যা কান্না করে , প্রসব বেদনায়
কি এমন পাপ করেছিল তারা এই নিষ্ঠূর জামানায়।


তুমি আমি বিদ্রোহী ,
আজ প্রয়োজনে বিপ্লবী
দীর্ঘ দাসত্বের ভাঙো শিকল,
রক্তের নদী বইছে কলকল।
জিতে যেতে শিখেছি , আর হারাবার নয় , মাথা নোয়াবার নই
প্রতিটি মৃত্যুর মহানায়কেরা শান্তিতে ঘুমিয়ে রয়।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২২

আলমগীর সরকার লিটন বলেছেন: সুর করেছেন নাকি খুব সুন্দর হয়েছে কবি
সবসময় ভাল থাকবেন----------

২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৪

মায়াস্পর্শ বলেছেন: সুর করিনি দাদা। গিটার টা সাথে নেই। ধন্যবাদ অনেক অনেক।

২| ২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুবই দারুন হয়েছে।

২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৫

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই। ভালো থাকবেন।

৩| ২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৭

আলমগীর সরকার লিটন বলেছেন: গিটার কিনেন পাওয়া যায় না

২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৩

মায়াস্পর্শ বলেছেন: কিনবো দাদা , কয়েকদিন পরে ।

৪| ২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৩

মিরোরডডল বলেছেন:





মথা নোয়াবার নই

এটা ঠিক করে নিবে।
খুব ভালো লিখেছে মার্শ।



২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫২

মায়াস্পর্শ বলেছেন: কেমন আছেন ? আপনার কোনো খোঁজ পাইনা।
আপনি অফলাইনে থেকে সব পড়েন কিন্তু আমি জানি।

খুব ভালো লিখেছে মার্শ।
কবিতা লিখতে ভুলে গিয়েছি , আগের মতো খুব সহজেই লিখতে পারিনা।
ধন্যবাদ।

৫| ২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে

২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৩

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপু। কেমন আছেন ?

৬| ২২ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৫২

শায়মা বলেছেন: শ্লোগান কাব্য হয়েছে। :)

২২ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৩৬

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপু। মিছিলের সামনে থেকে স্লোগান দেওয়া কিন্তু একটা বিরাট ব্যাপার, যদিও আমার সে ভাগ্য হয় নি। মাঝে মাঝে চোখ বন্ধ করে ইমাজিন করি যে আমি স্লোগান দিচ্ছি।

৭| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৩৪

মিরোরডডল বলেছেন:





লেখক বলেছেন: কেমন আছেন ? আপনার কোনো খোঁজ পাইনা।
আপনি অফলাইনে থেকে সব পড়েন কিন্তু আমি জানি।


not always.
মাঝে মাঝে চোখ রাখি।
সত্যি বলতে ব্লগে ইদানিং এমন কিছু ইট পাটকেল ছোঁড়াছুড়ি পোষ্ট আসে, এগুলো দেখে খুবই বিরক্ত লাগে।
প্রাপ্তবয়স্ক মানুষেরা কি ধরনের শিশুসুলভ আচরণ করে!!!

কবিতা লিখতে ভুলে গিয়েছি , আগের মতো খুব সহজেই লিখতে পারিনা।

এটা বললে হবে?
কতদিন মার্শর লেখা সুন্দর কবিতা পড়ি না!


২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:০১

মায়াস্পর্শ বলেছেন: প্রাপ্তবয়স্ক মানুষেরা কি ধরনের শিশুসুলভ আচরণ করে!!!
আসলে অনেক কাল পরে মানুষজন স্বাধীনতা পেয়েছে তো এইটা তারই বহিঃপ্রকাশ। যারা অপকর্মের পক্ষের মানুষজন তারাও ডিফেন্ড করার চেষ্টা করছে।
কতদিন মার্শর লেখা সুন্দর কবিতা পড়ি না!
লিখতে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.