নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
সবুজ বাগান, কলকলে ঝর্ণার ধারা,
ময়ূরাক্ষী ঋদ্ধ নাচে বেমালুম হয়ে আছে,
লাল নীল কত ফুলের বাহার,
উড়ছে হাজার রঙের বাহারি প্রজাপতি।
সদ্য যৌবন প্রাপ্ত আমি ঘুরে ঘুরে দেখছি সব
মনে হচ্ছে এক অবয়ের দেখা পেয়েছি মাত্রই,
সবুজ রেশমের আবরণে আধখোলা চেহারার
একঝলক দর্শনেই আমি অচেতন।
অসার আমি চেতনার আবেশে ফিরে এসে দেখলাম,
অষ্টরম্ভা আমায় কুর্নিশ করে দাঁড়িয়ে আছে,
যে ঘ্রাণ আমায় শুন্যে ভাসিয়ে নিয়ে এসেছিলো
সেই ঘ্রাণ তাদের বক্ষ থেকেই আসছে,
আমি চোখ বুজলাম।
আমার গালে মুখে আলতো ছোঁয়া,
শরীর জুড়ে নরম পালকের চেয়েও নরম স্পর্শ
ভেজা ঠোঁটের চুম্বনে চোখ জোড়া আরো জুড়িয়ে গেলো।
সাহস করলাম চোখ খোলার,
সবুজাভ ঘোলাটে রেশম আবৃত নরম বক্ষে আমার মুখ,
চোখ মেলে উপরে চাহনি ফেলতেই
একজোড়া ডাগর নীল চোখ আমায় কেড়ে নিলো আমার থেকে।
ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে তন্দ্রার গল্প শুনছিলাম
বুজে আসা দুই চোখের আহব নিদ্রায় সন্নিবেশিত হয়ে
চুপচাপ ঢেকে গিয়েছিলো পর্দার অন্তরালে।
০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৪
মায়াস্পর্শ বলেছেন: স্বপ্নটা এখনো আমার চোখে ভাসে। যদি এই স্বপ্নের ধারাবাহিকতা থাকতো ভালো হতো।
আমি চোখে সুরমা দিয়ে স্বপ্নটা দেখেছিলাম।
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৩৫
মিরোরডডল বলেছেন:
স্বপ্নটা খুব সুন্দর মার্শ।
বর্ণনা থেকে ওমর খৈয়ামের রুবাইয়াৎ এর মতো মনে হচ্ছে।