নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
কখনো বলনি,
এসো জাপটে ধরি বুকে,
এসো ভেজা চোখের ক্লান্তি নিরসন করে
কিছু সুখ উপলব্ধি করে সতেজ হও।
কখনো শুধরে দাওনি,
প্রশ্নবানে জর্জরিত করেছো সময়ে অসময়ে
আমি অভিমানী,তোমার চেয়েও কিছুটা বেশি,
উত্তর দিতে চেয়েও দেই নি তুমি কষ্ট পাবে।
আচ্ছা ,
ভালোবাসার শতদিনের চেয়ে,
বিরহের একদিনকে সঙ্গী করে চলা কি খুব সুখকর?
কখনও কি মনে হয়না,
গভীর থেকে গভীর ভালোবাসার প্রয়োজন আমাদের আছে?
বুকের বাম পাশ ডান পাশ বিভক্ত করে আর চলে না
আমার পুরোটাই তোমাতে আসক্ত,নিমজ্জিত।
তুমি তো আমার সন্ধ্যামালতী ,
সারা বেলা অপেক্ষা করে তোমার প্রস্ফুটিত রূপ দেখে আমার ক্ষুধা মিটে,
তোমার রূপ যৌবন অবলম্বিত হয় আমার চিত্রকল্পে,
আমি রঙিন তোমাকে আঁকিয়ে আরো রঙিন করে তুলি,
আমার রং ফুরিয়ে যায় ,
তুমি অবলীলায় বল আমি ভ্রান্ত ধারণায়।
আমি অভিমানী হয়ে উঠি, তোমার আশ্রয় খুঁজি আড়চোখে,
কখনো বলনি,
এসো জাপটে ধরি বুকে,
এসো ভেজা চোখের ক্লান্তি নিরসন করে
কিছু সুখ উপলব্ধি করে সতেজ হও।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩২
মায়াস্পর্শ বলেছেন: বলতে হবে কেনো!
বুঝে নিতে হয় মন কি চায়।
পজিটিভ বুঝলে তা নেগেটিভ হয়ে যায়।
আর না বুঝেই ঝাঁপ দেওয়া আমি মন খারাপ হয়ে ফিরে আসি।
পাওয়ার যে আকাঙ্ক্ষা, ওটাতেই সত্যিকারের ভালোলাগা
এটা থেকেই কত সৃষ্টি , কত আবহ, কত মায়া , কত স্পর্শ।
সেদিনের গানটা শোনেনি!
কে বললো শোনেনি ?
আমার ডল নামে একটা প্লেলিস্ট আছে।
লেখা ভালো হয়েছে মার্শ।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩২
অস্বাধীন মানুষ বলেছেন: বাহ্ কি অসাধারণ লেখা।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩৮
মায়াস্পর্শ বলেছেন: বাহ্ কি অসাধারণ লেখা।
লেখা পড়ার জন্য ধন্যবাদ
মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৫
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: কে বললো শোনেনি ?
আমার ডল নামে একটা প্লেলিস্ট আছে।
সিরিয়াসলি???
তাহলে এই গানটাও সেই লিস্ট থাকবে
১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১০
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ এতো সুন্দর একটা গান শেয়ার করার জন্য, প্লে লিস্ট এ রেখেছি।
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০৪
মিরোরডডল বলেছেন:
কখনো বলনি,
এসো জাপটে ধরি বুকে,
বলতে হবে কেনো!
বুঝে নিতে হয় মন কি চায়।
ভালোবাসার শতদিনের চেয়ে,
বিরহের একদিনকে সঙ্গী করে চলা কি খুব সুখকর?
সুখকর কিনা জানিনা, কিন্তু ভালোবাসার যে প্রাপ্তি, সেটা সুখের কিন্তু সেই সুখ ক্ষণস্থায়ী।
পেয়ে গেলেই ভালো লাগা ফুরিয়ে যায়।
কিন্তু না পাওয়ার যে কষ্ট সেটার গভীরতা অনেক! পাওয়ার যে আকাঙ্ক্ষা, ওটাতেই সত্যিকারের ভালোলাগা।
লেখা ভালো হয়েছে মার্শ।
সেদিনের গানটা শোনেনি!