নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

যে চিঠি পৌঁছাবার নয়

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৬

এক ফোটা জল,
যদি ইচ্ছেও না হয়
গড়িয়ে ফেলো চোখ থেকে।
মনে মনে হেসো,
আমার অন্তিম যাত্রার পথে,
ছিটিয়ে দিও ছেঁড়া গাদা ফুল।
বলে দিও কানে কানে,
তবে সব ছিল ভুল।
জানি অশ্রু ধারায়,সিক্ত হবে না
তোমার চোখের কাজল।
একটা দীর্ঘশ্বাস
যদি অনুভূতিহীনও হয়,
তবু বুক চেপে
নিও আমায় দেখিয়ে,
এক পাক্ষিক ভালোবাসায়
আমার বিশ্বাস দিও ভেঙে।
ভেজা কর্পূর মেশানো গন্ধে
অচেনা রাতপাখির ক্রন্দনে,
জানি মাঝরাতে আর, ঘুম ভাঙবেনা
তোমার নরম বালিশে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৯

মিরোরডডল বলেছেন:





মনটা এমনিতেও ভালো নেই মার্শ।
তারপর এই মন খারাপ করা কবিতা পড়ে আরও অবসাদ!
যদিও লেখাটা মন ছুঁয়ে যাওয়া।

কেমন আছে মার্শ?
সব ঠিক আছে তো?

পাখি রে গানটার মতো আরেকটা গান দিবে প্লীজ।
ওই গানটা কি যে ভালো লেগেছিলো!!!
মনে পড়ে গেলো, এখন আবার শুনবো।
ভালো থাকবে মার্শ।


১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৬

মায়াস্পর্শ বলেছেন: মনটা এমনিতেও ভালো নেই মার্শ।
তারপর এই মন খারাপ করা কবিতা পড়ে আরও অবসাদ!
যদিও লেখাটা মন ছুঁয়ে যাওয়া।

মন খারাপ কেন ?
আমারও মনটা খারাপ ছিল তাই এমন লেখা বেরিয়েছে।

কেমন আছে মার্শ?
সব ঠিক আছে তো?

ভালো আছি ,
জোড়াতালি দিয়ে চালাচ্ছি একরকম।

পাখি রে গানটার মতো আরেকটা গান দিবে প্লীজ।
রেকর্ড করা নেই , গিটারও নেই যে রেকর্ড করবো।
চেষ্টায় আছি দেখি পারি কিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.