নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
ছবি : এ আই
পাশাপাশি হেটে যাওয়া সে পথ,
যে পথে এখনো মানুষের আনাগোনা কম,
কিছু সজনে পাতা আর ফুল,
পড়ে থাকে আগের মতো।
তড়িঘড়ি ছুটে এসে তোমার সুতি শাড়ীর আঁচলে মুখের ঘাম মুছতাম,
অপেক্ষমান তোমায় রাগ করতে না দিয়েই
একটা হাবলা মার্কা হাসি,
চুপি সাড়ে গালে ঠোঁট ঘষিয়ে বলতাম,
ভালোবাসি।
পাশাপাশি হেটে যাওয়া সে পথ,
যে পথে এখনো বাবুই পাখিদের কিচিরমিচির শোনা যায়,
সন্ধ্যের ঠিক আগে আগে আগ বাড়িয়ে
রিক্সায় উঠতে বলা মামা এখনো বসে থাকে
ঘাড়ে সেই হলুদ আর সবুজ রঙের গামছা নিয়ে।
রিক্সায় জবুথবু হয়ে বসে হুড উঠানোর ঝগড়ায়,
তুমি জয়ী হয়ে আমায় কামড়ে দিতে বাম পাশের বাহুতে,
পরক্ষনেই তোমার চোখ ভারী হয়ে আসতো
ব্যাথা পেয়েছি কিনা তাই ভেবে।
তুমি চোখ বন্ধ করলে কপালে ঠোঁট ঘষিয়ে বলতাম,
ভালোবাসি।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৪
মায়াস্পর্শ বলেছেন: কাছেই থাকে সে, দুরের হয়ে,
ভালোবাসি বলার সুযোগ আর নেই,
তাই কবিতা হয়ে ওঠে তার প্রতিটি স্মৃতির পাতা।
ধন্যবাদ আপু অনেক অনেক। ভালো থাকবেন সবসময়।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১০
অস্বাধীন মানুষ বলেছেন: সুন্দর কবিতা।+
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫৪
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৭
আজব লিংকন বলেছেন: কবিতায় অনুভূতিগুলো সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। পড়ে ভাল লাগলো।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:১০
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪৪
শায়মা বলেছেন: তারপর কোথায় গেলো সে?