নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

\'\'ভারতের থাপ্পর\'\' ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি

১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫২


ছবি : তানভীর জুমার এর লেখা পোস্টের মন্তব্য থেকে নেওয়া


মন্তব্যটা পড়ে মন খারাপ হয়ে গেলো। জানিনা ভারতে কয়জন ইউনুস আছেন। যদি থেকেও থাকেন তাদেরকে ব্যক্তি হিসেবে আমার অনেক শ্রদ্ধা।
টোকাই গ্যাং বলতে কি বুঝাচ্ছে তা আমার বোধগম্য নয়।

''ভারতের থাপ্পড়'' কথাটা পড়ার পরেই কেন জানি গায়ের রক্ত গরম হয়ে গেলো।
একজন বাংলাদেশী হিসেবে হওয়াটাই স্বাভাবিক। যার একটুও রাগ হবে না শব্দটা পড়ে তার হয়তো গায়ে রক্ত নেই।
বাংলাদেশকে এমন একটা যথেষ্ট অপমানসূচক কথা মন্তব্যের মাধ্যমে প্রকাশ করার পরেও এই নিকের ব্লগে থাকার প্রয়োজনীয়তা কতটুকু তা ব্লগের মডারেটরের কাছে জানার খুব ইচ্ছে হচ্ছে। এই নিকের অন্য মন্তব্যগুলোও যথেষ্ট অভদ্র আর অপ্রাসঙ্গিক বলে মনে হলো

মন্তব্য ৩৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৩

সৈয়দ কুতুব বলেছেন: ভারতীয় দাদাদের স্বপ্নদোষ হয় ঘন ঘন। তারা কোনদিন স্বপ্ন দেখেন চট্টগ্রাম ভারতের হয়ে গেছে। আবার আজকে স্বপ্ন দেখেছেন বালাকোটের মতো জঙ্গী দমনে সার্জিকাল সেই স্ট্রাইক করবে বাংলাদেশে! আমাদের মান ইজ্জত রাজনীতিবিদেরা ডুবাইসে।

১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৫

মায়াস্পর্শ বলেছেন: মন্তব্যটি আপনি কিভাবে দেখছেন ?
আপনার কি মনে হয় এই নিকের এমন মন্তব্য করার পর আর ব্লগে থাকার প্রয়োজন আছে ?
ভারত আমাদের মিষ্টি মুখে শোষণ করে আসছে এটা সত্য।

২| ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: যার কথা বলছেন তিনি আমার ব্লগেও এগ্রেসিভ কমেন্ট করেন। কমেন্ট যোদ্ধা। আরো একবার তার বিরুদ্ধে ব্লগে লিখা হয়েছে।

১৪ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪

মায়াস্পর্শ বলেছেন: আমাদের সবার উচিত এরকম রাস্তার উচ্ছিষ্টদের বিরুদ্ধে রিপোর্ট করা এতে ব্লগের মন্তব্যগুলো ভালো পরিবেশে থাকবে।

৩| ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৭

এনামেল হউক বলেছেন: @লেখকঃ এরা মুখে বড় বড় কথা বলেই অভ্যস্ত — নিজেরা দিনে-রাতে চায়না-কানাডা-পাকিস্তানের থাপ্পড় খায় তো, তাই এইসব বলে নিজেদেরকে একটু সান্ত্বনা দেয় আর আশা করে পৃথিবীর অন্যান্য দেশগুলোও একটু দাম দিবে। আসলে অন্যরা মুচকি হেসে 'হ্যাঁ হ্যাঁ তুমি বড় হয়ে গেসো' বলে (কিন্তু নিজেরা আলাপ করার সময় ভাঁড়ৎরে নিয়ে রসিকতা করে) আর এরা তাতেই লেজ নাড়তে থাকে খুশীতে।

পারলে কিছু করে দেখাক বড় বড় কথা না বলে। বাংলাদেশের মানুষের লাত্থি এমন খাবে যে পরবর্তী ১০০ বছর মুততে আর হাগতে আলাদা পাইপ লাগবে।

১৪ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

মায়াস্পর্শ বলেছেন: যে এই নিকের পেছনে আছে সে মনে হয় কলকাতার। এরাতো নিজের দেশেই অবহেলিত। তাই একে নিয়ে কিছু বলার নেই।
একে ঘাড় ধরে ব্লগ থেকে বের করে দেওয়াই শ্রেয়।

৪| ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১০

ভুয়া মফিজ বলেছেন: এই ব্লগারের একটা নিক ইতোমধ্যেই ব্যান করা হয়েছে। তবে ব্লগ কর্তৃপক্ষের কাজ-কারবার যথেষ্ট আনন্দদায়ক। এনারা নিক ব্যান করেন, একই ব্যক্তির নিক জানার পরও ব্যক্তিকে না। ফলে যারা ল্যাদানোকে তাদের জীবনের মূল লক্ষ্য হিসাবে বেছে নিয়েছে, তারা একটা ল্যাদানো নিক ব্যান হলে আরেকটা খুলে ল্যাদায়, আর কর্তৃপক্ষ বালুতে মুখ গুজে রাখে!!! আনন্দের কোন কমতি তারা রাখতে চায় না!!!! :P

উপরন্তু ভারতীয় ব্লগারদের ক্ষেত্রে ব্লগ কর্তৃপক্ষের নীতি হলো, অতিথিপরায়নতা। তারা লাথি-গুতা যাই দেক, ''অতিথি ভগবান''। এদের অপমানসূচক কথাবার্তার কোন সীমা-পরিসীমা নাই; কিন্তু কর্তৃপক্ষ সেসব গায়ে মাখে না। তাদের পিঠে কুলো, কানে তুলো। কদাচিৎ মোহভঙ্গ হলে খানিকটা মোচড়া-মুচড়ি করে আর কি!!!!! =p~

আপনি মন খারাপ করবেন না, রক্তও গরম করা যাবে না। মনে রাখবেন..........অতিথি ভগবান।

১৪ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪০

মায়াস্পর্শ বলেছেন: আপনি মন খারাপ করবেন না, রক্তও গরম করা যাবে না। মনে রাখবেন..........অতিথি ভগবান।
আপনার মন্তব্য বরাবরই দারুন কিছু বলে যায়।
জ্বলন্ত চুলার ওপর ভাতের হাড়ি রেখে দিলে সেটা অবশ্যই গরম হবে , আমার অবস্থাও তাই হয়েছে। বাংলাদেশি রক্ততো তাই গরম না হয়েও উপায় নাই। ওরা ভুলে যায় এই রক্ত নিয়ে আমরা রাজপথে হোলি খেলি।

ওর মন্তব্যটা যদি গভীরভাবে চিন্তা করে সবাই তাহলে বুঝতে পারবে কত বড় স্পর্ধা ওর,পুরো বাংলাদেশকে অপমান করেছে ও।
ভারতের কয়েকটা প্রদেশ ছাড়া বেশি সংখ্যক প্রদেশই দারিদ্রতায় পরিপূর্ণ। এদের পাছায় কোন স্প্রিং যে লাগানো আছে তা আমার বুঝে আসে না,অযথা লাফায়।
দেখি আমাদের ব্লগ কর্তৃপক্ষ আমার এই পোস্টের কোনো গুরুত্ব দে কিনা। ধন্যবাদ অনেক অনেক।

৫| ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মডুর থাপ্পরটা যদি নিকের উপর পড়তো তবেই না মনে শান্তি পেতুম

১৪ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

মায়াস্পর্শ বলেছেন: মনে হচ্ছে পড়া উচিত। নইলে এরা সংঘবদ্ধভাবে বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করে যাবে যদিও এরা রাস্তার উচ্ছিষ্ট ছাড়া আর কিছুই নয়।

৬| ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৭

মেঘনা বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: ভারতীয় দাদাদের স্বপ্নদোষ হয় ঘন ঘন। তারা কোনদিন স্বপ্ন দেখেন চট্টগ্রাম ভারতের হয়ে গেছে। আবার আজকে স্বপ্ন দেখেছেন বালাকোটের মতো জঙ্গী দমনে সার্জিকাল সেই স্ট্রাইক করবে বাংলাদেশে! আমাদের মান ইজ্জত রাজনীতিবিদেরা ডুবাইসে।


স্বপ্নদোষ বাংলাদেশের মুমিন ভাইদেরও হয় সেভেনসিস্টার নিয়া। তয় ইদানিং বিশেষ কইরা জনাব আসিফ নজরুলের ইলিশ পাঠানোর পর থিকা ভারত বয়কট মার্কেটে কমছে মনে হয়।

১৪ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

মায়াস্পর্শ বলেছেন: আপনি কলকাতার কোন চিপা থেকে আগত ?

৭| ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কয়েকটা নতুন নিক যেটা অবশ্যই কারো মাল্টিনিক এরা যা করছে তা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। ব্লগ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

১৪ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

মায়াস্পর্শ বলেছেন: কয়েকটা নতুন নিক যেটা অবশ্যই কারো মাল্টিনিক এরা যা করছে তা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। ব্লগ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
আমার মতো সবাই এদের কে নিয়ে পোস্ট দেন। জাস্ট ১ সপ্তাহ আমরা অন্য কিছু না লিখে এদের কে নিয়েই লিখি। দেখি ব্লগ কর্তৃপক্ষ সারা দেয় কিনা।

৮| ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এর সব মন্তব্যই খুউব খারাপ।

১৪ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

মায়াস্পর্শ বলেছেন: রাস্তার উচ্ছিষ্ট। ভুল করে ব্লগে চলে আসছে। আবার পেইড কোনো দালালও হতে পারে।

৯| ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৪

জ্যাকেল বলেছেন: ভারত বাংলার শত্রু, চিরশত্রু। সেই অতীত কালে মারাঠারা তাদের দস্যুবাহিনী, ঠগীদের দিয়ে আমাদের এখান থেকে লুটতরাজ করত। বাংলাদেশের জমিনে আল্লাহর রহমত ছিল, পৃথিবীর বুকে সবচেয়ে ধনী সমৃদ্ধ অন্চল ছিল বাংলা। আজো দিল্লী থেকে ঘুটু করা হয়, সেই গুটুর লম্বা চেইন। যে চেইনের তৃণমুলে কাজ করে এইসব আহরন মাহরন কমেন্টকারীরা।
ঐ চেইনের রাগব গোয়াল ছিল খুনী হাসিনা। খুনী স্বৈরাচারীর পতনের পরেও এরা বাংলাদেশের ক্ষতি করতে থামছে না, কারন এদের জন্মই হয়েছে ইবলিসকে সার্ভ করার জন্য।

১৪ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

মায়াস্পর্শ বলেছেন: আপনার কথা সত্য।
মজার বিষয় হচ্ছে এতদিন যাদেরকে ভারতের দালাল বলে মানুষ বকেছিলো তারা সবাই এখন ভারতেই পলাতক। দুয়ে দুয়ে চার মিলে যাওয়ায় অনেক শাবকের মুখ বন্ধ হয়ে গেছে।

১০| ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৫

সৈয়দ কুতুব বলেছেন: ব্লগার মেঘনা, বাংলাদেশের কোনো নিউজ চ্যানেলে দেখিয়েছে কিনা জানা নেই ভারতের সেভেন সিস্টার্স বা ভারতের কোন অংশ বাংলাদেশের সাথে যুক্ত হলে ভারতের কি হবে! আবার কাউকে এমন ভিডিও বানাতে দেখি নাই যে বাংলাদেশ ভারতে সার্জিকাল স্ট্রাইক করবে। জনগণ বলা আর মিডিয়ার মাধ্যমে তুলে ধরা অনেক ডিফারেন্স আছে। কই ভারতীয় মিডিয়া তে মিজোরামের মুখ্যমন্ত্রী যে কুকি-চীন-জু নৃগোষ্ঠী দের জন আলাদা ভূখন্ড দাবী করেছেন তা ভারতীয় মিডিয়াতে দেখাচ্ছে না কেন?

১১| ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই নিকটা 'ভাইয়া' সম্বোধন করে খুবই আপত্তিকর ও অফেন্সিভ কমেন্ট করে। দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

১৪ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

মায়াস্পর্শ বলেছেন: আমিও আশায় আছি একে আইনের আওতায় নিয়ে এসে ব্যান করার জন্য। ও পুরো দেশকে অপমান করেছে।

১২| ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৯

মেঠোপথ২৩ বলেছেন: এই ব্লগে ঢোকার আগে ব্লাড প্রেসার মেডিসিন খেয়ে ঢুকবেন। এছাড়া আর কোন উপায়তো দেখি না

১৪ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০২

মায়াস্পর্শ বলেছেন: এই প্রেসার যদি মেডিসিন দিয়ে কমে যেত তবে পৃথিবীতে শান্তির কোনো অভাব থাকতো না।
তার এমন মন্তব্য নিয়ে কিছু বলুন।

১৩| ১৪ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

কথামৃত বলেছেন: একে বগ্ল থেকে বের করে দেওয়া হোক

১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১৬

মায়াস্পর্শ বলেছেন: একে ব্লগ থেকে বের করার দাবি জানাচ্ছি।

১৪| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০৮

কামাল১৮ বলেছেন: ভারত বিশ্বের পঞ্চম শক্তিশালী দেশ।আমরা যেনো কতোতম।চাপার দিক দিয়ে আমরা প্রথম।

১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২০

মায়াস্পর্শ বলেছেন: আপনি তো অনেক পুরোনো ব্লগার। বয়সও কম হবে না হয়তো।
আপনার মন্তব্য পরে মনে হলো আপনি মগজ ভারতে রেখে এসেছেন।
লজ্জা লজ্জা।

১৫| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১৩

ইথার রহমান বলেছেন: দাদারা দিল্লি থেকে বারবার লাথি-উষ্ঠা খেয়ে সে রাগ প্রতিবেশীর উপরে ঝারে, কতটা নির্লজ্জ আর বেহায়া হলে এরকম মন্তব্য করা যায়!

১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৩

মায়াস্পর্শ বলেছেন: কামাল ১৮ এর মন্তব্যে আমি আরো বেশি বেহায়াপনা আর নির্লজ্যতা দেখলাম। এদের মতো দেশদ্রোহীদের জন্যই এসব রাস্তার পচা গলা উচ্ছিষ্ট গুলো এরকম মন্তব্য করা সাহস পায়।

১৬| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১৪

ইফতেখার ভূইয়া বলেছেন: এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ব্যক্তিগতভাবে আমি এ ধরনের মন্তব্যকারীকে নিজের ব্লগে কমেন্ট ব্লকে রাখি ও তাদের লিখায়ও মন্তব্য করা থেকে বিরত থাকি। আপত্তিজনক মন্তব্য মনে হলে সেটাও রিপোর্ট করুন। প্রয়োজনে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।

১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৪

মায়াস্পর্শ বলেছেন: সঠিক বলেছেন ।

১৭| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৩

শায়মা বলেছেন: মডুর থাপ্পড় খেয়ে এক নিক গেছে। এখন দরকার আরেক থাপ্পড়। :)

১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৩৬

মায়াস্পর্শ বলেছেন: সেই থাপ্পড় পড়ার অপেক্ষায় আছি। B-)

১৮| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১৫

মেঘনা বলেছেন: মায়াস্পর্শ বলেছেন: আপনি কলকাতার কোন চিপা থেকে আগত ?

শহর হিসাবে কলকাতা বাংলার গর্ব।
বাঙ্গলি সংস্কৃতির নবজাগরন কলকাতাকে কেন্দ্র করেই।

১৯| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:২৪

রবিন_২০২০ বলেছেন: @ মেঘনা , চিপাগলি বলে ভুল করেছে, আমি মায়াস্পর্শ এর পক্ষ থেকে sorry বলে নিচ্ছি।
আপনি কলকাতার সোনাগাছি থেকে আগত। তাই না দিদি ? B-)

১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৪০

মায়াস্পর্শ বলেছেন: ছেড়ে দিন এবারের মতো।

২০| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:২৯

শেরজা তপন বলেছেন: ব্লগে ভালই দুই বাংলার বুদ্ধিবৃত্তিক চর্চা হচ্ছে :)

১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৩৯

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ। আপনার থেকে ওই মন্তব্যের বিষয়ে জানতে চাচ্ছি।
মন্তব্যটা পড়ে একজন বাংলাদেশি হিসেবে আপনার মন্তব্য কি?

২১| ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:১৮

আহরণ বলেছেন: ভাইয়া, অল্পতেই আপনার রক্ত গরম হয়ে যায়!!? এটা কিন্তু খারাপ লক্ষণ। দেখলেন তো, গাজায় হামাস জেহাদীরা মাথা গরম করে ইসরাইলে হামলা করে বসলো। কিন্তু এর consequence কতটা ভয়াবহ এখন বুঝেছেন নিশ্চয়।

তো ভাইয়া, you better take a cold shower. Thank you.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.