নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মো: আতিকুর রহমান

মো:আতিকুররহমান

মো:আতিকুররহমান › বিস্তারিত পোস্টঃ

দরবেশ হইতে সাবধান!!! ভবিষ্যত হিরোর প্রতি শুভকামনা

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৮

দরবেশ বাবাজির হাত অনেক লম্বা মাশাআল্লাহ!!! এমপি সাহেবকে ও নাকানী-চুবানী কিভাবে খাওয়াতে হয় তা তার খুব ভালো ভাবেই জানা আছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চড় মারার পরও যার টিকিটি পর্যন্ত কেউ ছুতে পারেনি, সাধারণ এক এমপি কি-না তাকে নিয়ে বড় বড় কথা বলে! সাহস কতো!

আর আমাদের পদ্মা আবুল, মালযুক্ত রাবিশ আবুল, ঝাকানাকা মখা, মতিয়া সুন্দরীসহ কালো বিড়াল চুরনজিত বাবুতো এতদিন এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলেন । এবার সুযোগ বুঝে একে জেলের ভাত খাওয়াতে পারলেই মনের সুখ পাওয়া যাবে । বুঝো এবার ঠেলার নাম বাবাজি কাকে বলে!!!

আর রনি ভাইকে বলি, জেল থেকে বের হয়ে আপনি একটু সিনেমার লাইনে ট্রাই করে দেখতে পারেন! আপনি যেভাবে কিল-ঘুষি মারেন নির্ঘাত হিরোর পাঠ পেতে পারেন! আগামী দিনের সিনেমার হিরোর প্রতি রইলো অফুরন্ত শুভকামনা!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৯

ভ্রমন কারী বলেছেন: #:-S #:-S #:-S

২| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৫

আবিরে রাঙ্গানো বলেছেন: কতজন কত কোটি কোটি টাকা দুর্নীতি করে, বস্তা বস্তা টাকা পাওয়া যায় তাদের কিছু করে না, আর রনি কোথায় নিজের বাসায় গাড়ীর ড্রাইভারকে থাকতে দিলো তাতে দোষ হয়ে গেলো। এর চেয়ে জঘন্য কাজ অনেকেই তো করে, তাদের পিছনে তো সাংবাদিকরা লাগে না। আসলে রনি সত্য কথা বলে বলেই যত দোষ। অন্যদের মত প্রধানমন্ত্রীকে তৈলমর্দন করতে পারে না, সত্য কথা বলার সময় সালমান এফ রহমানের মত মানুষদের পরোয়া করে না বলেই আজ তাকে নিয়ে ছেলে খেলা শুরু হয়েছে। রনি সাংবাদিকদের পিটানোর পরে অনেকেই তার সমালোচনা করছে, কিন্তু তাদের বোঝা উচিত রনিকে আসলেই আমাদের রাজনীতিতে দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.