![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাঁঠির বাড়ি ঠিক আছে, এমনকি লগী-বৈঠার সামনে ও বুক চিতিয়ে খাড়াঁ হওয়া সম্ভব, কিন্তু বন্দুকের নলের সামনে, তপ্ত শিঁশার বেসামাল আস্ফালনের সম্মুখভাগে বেশিক্ষন ঠিকে থাকার মতো 'বাপের বেটাঁ'র জন্ম মনে হয় এ দুনিয়ায় এখনো হয়নি। বর্তমান অবৈধ সরকারের প্রধান মন্ত্রীর স্বৈরাচারী মনোভাব ও একগুয়েমীর কারনে দেশ আজ কোন দিকে এগিয়ে যাচ্ছে সচেতন মানুষ হিসেবে দেশের সাধারণ জনগণ নিশ্চয়ই অবগত।একটি স্বাধীন দেশের তিনবারের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাসভবন থেকে বের হতে না দেয়ার মানেটা কী? প্রধান মন্ত্রী শেখ হাসিনার কিসের এতো ভয়? গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকারও কী বিরোধী দলের নেই?! আর রাজনৈতিক লেজুড়বৃত্তি করে তথা কথিত সুশীল ও সাংবাদিকরাই কিন্তু দেশকে এই ভয়ংকর পরিণতির দিকে এগিয়ে দিচ্ছেন।
বিরোধী দলের আন্দোলন দমনে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলির এই নজির পৃথিবীর ইতিহাসেই সত্যিই বিরল। সেই সাথে পুলিশের সহায়তায় ছাত্রলীগ ও যুবলীগের 'সোনার ছেলেদের' সুপ্রীম কোর্ট ও প্রেসক্লাবেরমতো জায়গায় নারকীয় তান্ডব ঘোটা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে।
গণতন্ত্রের মানসকণ্যার এই অগণতান্ত্রিক কার্যকলাপ বন্ধ হোক, শুভ বুদ্ধির উদয় হোক এবং জনগণের পাল্স বুঝার ক্ষমতাহোক সেই প্রত্যাশাই করি।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১৯
মো:আতিকুররহমান বলেছেন: এমনটা হতে হলে লজ্জা থাকতে হবে বেহায়া মানুষ কখনো শুধরায় না।
ভালোই বলেছেন।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৮
ভোরের সূর্য বলেছেন: উনি কখনও গণতন্ত্রের মানসকণ্যা ছিলেন না বরং তার বর্তমান কার্যকলাপে তিনি এখন গণতন্ত্রের স্বৈরাচারিনী কন্যা।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:২১
মো:আতিকুররহমান বলেছেন: সহমত।
তবে একটু চ্যেন্জ করে গণতন্ত্র হত্যা কন্যা বললে যুতসই হয়। আপনার কি মত?
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৮
পাঠক১৯৭১ বলেছেন: দেশ ৪২ বছর ভুল পথে ছিল, এটার অবসান হতে হলে, খালেদা ও হাসিনার পতন হতে হবে: এখন হাসিনার হাতে ক্ষমতা, সেই পারবে খালেদার পতন ঘটাতে; এতে আপনিও উপকৃত হবেন।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১
গরম কফি বলেছেন: চোর সম্রাট আর তার মাতার বড় গলা মিষ্টি লাগে ?
৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:২৭
মো:আতিকুররহমান বলেছেন: চোর সম্রাট আর তার মাতার গলা মিষ্টি লাগেনা, প্রতিবন্ধী ছেলেটার জন্য বড় বেশী মায়া লাগে!
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫০
মতিউর রহমান মিঠু বলেছেন: বাকশাল আর গনতন্ত্র এক সাথে চলে না। রক্তে মিশে আছে বাকশাল। মনের মধ্যে ৮৬ র স্বৈরাচার এখন মুখে আছে গনতন্ত্র। বাকশাল+স্বৈরাচার+গনতন্ত্র= যোগ দিয়ে কি বের হয়?
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৪
অনিকেত রহমান বলেছেন: গনতন্ত্রের গ্রীক জনক রা যদি বেচে থাকতো তাহলে গণতন্ত্রের মানসকণ্যার গনতন্ত্র রক্ষার কার্যকলাপ দেখে নির্ঘাত হার্ট ফেইল করত
৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:২৯
মো:আতিকুররহমান বলেছেন: হার্ট ফেইল করত
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৬
মুহসিন বলেছেন: কেন জানি মনে হয়, খালেদা যে পথে ছিলেন, হাসিনাও সেই পথে হাঁটছেন। খালেদাকে তত্ত্বাবধায়ক সরকারে রাজী করানোর জন্য অনির্দিষ্টকালের হরতাল ছিলো, এবার নির্দলীয় সরকারের জন্যও অনির্দিষ্টকালের অবরোধ। মুদ্রার এপিঠ আর ওপিঠ-- কেবল সময়ের পরিবর্তন!
৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩১
মো:আতিকুররহমান বলেছেন: মুদ্রার এপিঠ আর ওপিঠ
৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯
হাসিব০৭ বলেছেন: রংহেডেড এর কাছ থেকে এর চেয়ে ভাল কিছু আশা করা যায় না
৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩২
মো:আতিকুররহমান বলেছেন: রংহেডেড!
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২০
নবীউল করিম বলেছেন: এই জাতীর এটাই প্রাপ্য,আরও মাসখানেক এই রকম চললে খুব ভালো হয়।বুঝাটা খুব মোটা করে না হোলে বাঙ্গালীর রক্তের শুদ্ধতা হবে না!
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৭
মেনন আহমেদ বলেছেন: তা কখনো হবে বলে মনে হয়না।
এমনটা হতে হলে লজ্জা থাকতে হবে বেহায়া মানুষ কখনো শুধরায় না।