নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মো: আতিকুর রহমান

মো:আতিকুররহমান

মো:আতিকুররহমান › বিস্তারিত পোস্টঃ

নেত্রী এখন টু মাচ্‌ করে ফেলছেন। আর মেনে নেওয়া যায় না।

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৮

ঘনঅমানিশায় নিমজ্জিত আমাদের দেশ। প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে। জিনিস পত্রের দাম আকাশছোয়া। দেশের অর্থনীটি মুখ তুবড়ে পড়েছে। বিরোধী দলের আন্দোলনকে দমিয়ে রাখতে রাষ্ট্রীয় যন্ত্রের পাশাপাশি দলীয় ক্যাডারদের অস্ত্র হাতে রাস্তায় ছেড়ে দেয়া হয়েছে। গণতন্ত্র কি আদৌ আছে না হিমঘরে বন্ধী তা কেউ বলতে পারেনা। তারপরও শুধুমাত্র রাজনৈতিক হীন স্বার্থের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আশপাশে চাঁটুকারদের অভাব নেই। তিনি যা বলেন তাতেই সহমত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাথার তুবড়ি ফোটান নেতা-কর্মীরা। এ অবস্হায় খুব একটা আশাহত হয়েছিলাম। কিন্তু আজ বেশ কয়েকজন ঘোর আওয়ামীলীগারের সাথে কথা বলে ধারনা পাল্টে গেলো। তারাও আর এখন নেত্রীর এই স্বৈরাচারী মনোভাব মেনে নিতে পারছেন না। বন্ধুসম এক আওয়ামীলীগ লিডারের মতে, 'নেত্রী এখন টু মাচ্‌ করে ফেলছেন। এটা আর মেনে নেওয়া যায় না।' সাধারণ মানুষের কথা না হয় বাদই দিলাম, নিজ দলের এসব নিবেদিত প্রাণ কর্মীদের কথা বিবেচনা করে অন্তত মাননীয় প্রধানমন্ত্রীর একটু নমনীয় হওয়া দরকার। তা না হলে সমূহ বিপদের আশংকা করছেন অনেকেই।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৯

কলাবাগান১ বলেছেন: দেশে কি গনতন্ত্র আদৌও আছে? আমারও প্রশ্ন সেটা। টিভি খুললেই টক শোর বক্তাদের মুখের কথার তুবড়ি ছোটে.. পারলে সরকারের কাপড়ও খুলে রেখে দেয়..। প্রতিযোগিতা চলে কে কত বেশী সরকারের কাপড় খুলতে পারে...... অলমোস্ট ৮০-৯০% বক্তাই দিনরাত সরকার কে দোষ দিয়ে যাচ্ছেন আর বুক চাপড়াচ্ছেন যে দেশে গনতন্ত্র বলে কিছুই নেই......। ব্লগে বলুন আর প্রিন্ট মিডিয়ায় বলুন (আমার দেশ, সংগ্রাম, দিনকাল, নয়া দিগন্ত, প্রথম আলো, ইনকিলাব এগুলি মনে হয় উনারা আন্ডারগ্রাউন্ড থেকে লিখতে হচ্ছে কেননা দেশে গনতন্ত্র নাই, সরাসরি লিখলে উনারা গায়েব হয়ে যাবেন)... টক শোর কয়জন ব্ক্তা গায়েব হয়েছেন উনাদের অনলবর্ষী কথামালায়????

উনাদের কাছে গনতন্ত্রের মানে হল... রেলের ফিশ প্লেট তুলব- বাধা দেওয়া যাবে না, বাসে পেট্রোল বোমা মারব- বাধা দেওয়া যাবে না...... আবার বাধা নি দিলে যদি কেউ মারা যায় তাহলে দেশে কি কোন সরকার আছে যে সে জানমালের নিরাপত্তা দিতে পারে না.... স্বরাস্ট মন্ত্রী পদত্যাগ কেন করে না .........

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০১

মো:আতিকুররহমান বলেছেন: হ্যা আমরাও তো তাই বলি। গণতন্ত্র আছে বলেই সুপ্রীম কোর্টের গেটের তালা ভেঙ্গে আইনজীবীদের উপর নেক্কারজনক হামলা হয়, প্রেসক্লাবের সাংবাদিকরাও প্রেসক্লাবের ভিতরে হামলার শিকার হন। বিশ্বজিৎকে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পৌরুষত্তের পরিচয় দিতে হয়। সর্বোপরী প্রধান বিরোধী দলীয় নেতাকে তার বাসা থেকে বের হতে না দেয়া এসবই তো শক্তিশালী গণতন্ত্রের পরিচায়ক তাই না! ভালোই তো ভালো না!

২| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৩

হেডস্যার বলেছেন:
আমি ভীত !
সমাধান কই? :(

৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০২

মো:আতিকুররহমান বলেছেন: আমিও ভীত।
সমাধান কই?

৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৩

পাঠক১৯৭১ বলেছেন: পরীক্ষার খাতায় 'গণতন্ত্রের' উপর লিখে কত পেয়েছিলেন?

হঠাৎ করে সক্রেটিস হয়ে গেছেন?

৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯

কলাবাগান১ বলেছেন: আমি আমার যুক্তি দিয়েছি, আর আপনিও নিজের যুক্তি নির্ভয়ে দিয়েছেন.... এটাই তো গনতন্ত্র চর্চার একটা নর্ম.........। সেখানে গনতন্ত্র নাই বলে জামাতিদের মত চিৎকার দিলে তো আর চলে না........

৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৭

ঢাকাবাসী বলেছেন: এদেশে ৪২ বছর ধরেই গনতন্ত্র পুরো পুরি নির্বাসিত, আছে এবসলিউট স্বৈরতন্ত্র একনায়কনায়িকাতন্ত্র!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.