![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ থেকে ঠিক দুই বছর আগে আজকের এই দিনে শুরু হয়েছিলো আমার এক নবযাত্রা। আর স্বপ্নের সেই যাত্রায় সাথী হয়েছিলেন লায়লা নামের এক তরুণী। আমাদের স্বপ্নীল সেই পথচলা আজো অব্যাহত আছে। মহান আল্লাহর কাছে শোকরিয়া জানাই প্রাণভরে আর দোয়া করি তিনি যেনো আমাদের এই আকাশসম ভালোবাসা বাড়িয়ে দেন অনেক গুণ। স্বপ্নযাত্রা যেনো অব্যাহত থাকে অনন্তকাল ধরে।আমাদের এই পথচলায় এরই মাঝে আমাদের ঘর আলো করে সাথী হয়ে এসেছে আমার ১৪ মাস বয়সী শিসু সন্তান আয়ান।এখন এই আয়ানকে ঘিরেই আমাদের সকল স্নপ্ন। দোয়া চাই আপনাদের সকলের।
©somewhere in net ltd.