নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মো: আতিকুর রহমান

মো:আতিকুররহমান

মো:আতিকুররহমান › বিস্তারিত পোস্টঃ

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস এর দ্বী-বার্ষিক নির্বাচন নিয়ে সরগরম মিডল্যান্ডসের সাংবাদিক সমাজ সাধারণ সম্পাদকের পদ নিয়ে ব্যাপক আগ্রহ সদস্যদের মাঝে

২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৮

আর মাত্র তিনদিন পরেই অনুষ্টিত হতে যাচ্ছে যুক্তরাজ্যের মিডল্যান্ডস এ কর্মরত বাংলা মিডিয়ার সাংবাদিকদেরসবচেয়ে বড় সংগঠন বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস এর দ্বী-বার্ষিক নির্বাচন। আর এ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছেন বৃটেনে বাঙ্গালী অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের সাংবাদিক সমাজ। আগামী মঙ্গলবার প্রেসক্লাবের সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য তাদের নেতা নির্বাচিত করবেন।
প্রেসক্লাবের সভাপতি হিসেবে আগের মতোই বাংলা ভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফের ঠিকে থাকা একরকম নিশ্চিতই বলা যায়। যেহেতু সভাপতি হিসেবে আর কোন প্রার্থী প্রতিদ্ধন্ধীতা করছেন না সেহেতু বিনা প্রতিদ্ধন্ধীতায় তিনিই হচ্ছেন সভাপতি। তবে এবছর সাধারণ সম্পাদক পদ নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে প্রেসক্লাব সদস্যদের মাঝে। ইতোমধ্যেই ৫জন সদস্য সাধারণ সম্পাদক পদের জন্য লড়াই করবেন বলে জানাগেছে। এছাড়া যুগ্ন সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাদক্ষ্য পদে নতুন মুখ আসতে পারেন বলেও জানা গেছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৬

কলাবাগান১ বলেছেন: বাংগালী রা (বাংলাদেশের) বিদেশে পিছিয়ে আছে শুধু মাত্র এই নির্বাচন নির্বাচন খেলা করেই .........বিদেশে তো আরো অনেক দেশের লোক আছে? কখনও দেখি না ঘরে ঘরে সংগঠন..

ভালুকা সমিতি নিউইর্য়ক, চৌদ্দগ্রাম সমিতি জর্জিয়া এগুলি শুধু বাংলাদেশীদের ই করতে দেখি আর প্রতি বছর নির্বাচন আর দলাদলি.. মারামারি

যে সময়টা এই সমস্ত কাজে ব্যয় হয়, তার যদি ১০% সময় নিয়ে ও যদি একজন লোক একটা বই পড়ে, তাতেও নিজে ও উপকৃত হবে সাথে সাথে নিজের যোগ্যতাও বাড়ানো যায়......

আমি হাসি যখন নিউইর্য়কের জ্যাকসন হাইটস এ যাই..... মোড়ে মোড়ে জটলা, আড্ডা, চা খাওয়া....

অন্য দেশের ছেলে মেয়েরা, সারাদিন হয়ত কাজ করে কিন্তু ঠিকই রাতে দেখবেন কোন নাইট কলেজে পড়াশুনা করছে... কয়দিন পরে ই হয়ত বড় কোন কোম্পানীতে চাকরী নিয়েই ব্যস্ত হয়ে পড়ে.... আর আমাদের কাসেম ভাই.....সেই যে জ্যাকসন হাইটসে এলেন..... পড়ালেখা তো বহু দুরে.. তিনি সব সময়ই ব্যস্ত পরের বছরে ভালুকা সমিতির প্রেসিডেন্ট কে হবেন সেটার হিসাব নিকাশেই .... পড়ালেখাটা উনার কাছে হল সময় নস্ট.........

যদিও কমেন্ট টা জেনেরালাইজড টাইপ হয়েছে... কিন্তু সবাইকে এক কাতারে ফেলছি না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.